পরিবেশবান্ধব কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে রাজনৈতিক অঙ্গীকার দাবি
১৩ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৫ পিএম | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৫ পিএম
পরিবেশবান্ধব কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে রাজনৈতিক অঙ্গীকার দাবি করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠী, নারী ও শিশুসহ সকলের সুরক্ষায় স্মার্ট এবং টেকসই নগরায়ন গড়ার লক্ষ্যে পরিবেশবান্ধব কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সুপারিশমালা প্রণয়ন করেছে। প্রান্তিক জনগোষ্ঠীর পক্ষ থেকে উত্থাপিত ওই সুপারিশসমূহ রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্তি করতে হবে।
আজ বুধবার রাজধানীর আদাবরে কোয়ালিশন ফর দ্যা আরবানপুওর (কাপ) মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ সব কথা বলেন তারা। দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে), বারসিক, কাপ ও ইনসাইট্স আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক নিখিল চন্দ্র ভদ্র। কাপের প্রকল্প ব্যবস্থাপক মো. মাহবুবুল হকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, পিপুলস হেলথ মুভমেন্ট-এর সদস্য সচিব আমিনুর রসুল বাবুল এবং বস্তিবাসী সংগঠনের প্রতিনিধি ফাতেমা আক্তার ও হান্নান আকন্দ। মূল প্রবন্ধ উত্থাপন করেন ডিএসকে কনর্সোটিয়ামের কোর্ডিনেটর মো. রকিবুল ইসলাম।
সভায় উত্থাপিত সুপারিশে বলা হয়, সকল নগরবাসীর (প্রান্তিক জনগোষ্ঠী, নারী, শিশু, প্রতিবন্ধী ও লিঙ্গ বৈচিত্র্য গোষ্ঠী) সমান সুযোগ ও অধিকার সমুন্নত রেখে, জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্বাস্থ্যসম্মত পরিবেশ উন্নয়নে পরিকল্পিত, সমন্বিত ও টেকসই কঠিন বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে। সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি), প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ, বর্জ্যকে সম্পদে রূপান্তরকরণ, চলমান অর্থনীতি (সার্কুলার ইকোনমী) প্রবর্তন এবং টেকসই ও মানসম্পন্ন নগর বর্জ্য ব্যবস্থাপনার জন্য কর্মসূচির বাস্তবায়ন করতে হবে। কমিউনিটি নেতৃত্বাধীন টেকসই কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় পর্যাপ্ত বাজেট বরাদ্দ, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক প্রশাসন, ডিজিটাল মনিটরিং ও তদারকি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।
মূল প্রবন্ধে রকিবুল ইসলাম বলেন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সমাজের সকল শ্রেণির মানুষের ভাল থাকাকে সমান ভাবে প্রভাবিত করে। তাই ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অভীষ্টসমূহ অর্জনে পরিবেশবান্ধব কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রস্তাবিত সুপারিশসমূহকে রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহার ও অঙ্গীকারে অন্তর্ভুক্তি করা অতীব জরুরি।
সাংবাদিক নেতা রফিকুল ইসলাম আজাদ বলেন, মানুষের ভাল থাকা নিশ্চিতের জন্য রাষ্ট্র কর্তৃক পরিবেশবান্ধব কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত হওয়া দরকার। তাই সাধারণ জনগণের প্রত্যাশা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনাকে রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহার ও অঙ্গীকারে অন্তর্ভুক্ত হবে।
উন্নয়ন কর্মী আমিনুর রসুল বাবুল বলেন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পেশায় যে সকল মানুষ জড়িত তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ জন্য রাজনৈতিক দলের অঙ্গীকার জরুরি। এই কাজটি করার জন্য সকলকে সমন্বিত ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
মুকসুদপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বিএনপির দু গ্রুপের সভা হয়নি গোটা উপজেলার পরিবেশ শান্ত
সংস্কারের ৩১দফায় তারেক রহমান শিক্ষকদের অধিক গুরুত্ব দিয়েছেন - ডা. মাজহার
৪৩তম বিসিএসের ২৬৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম জয়ন্ত ও মধুমেলা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভা
পাকিস্তানের সামরিক আদালতের বিচারকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন
রেকর্ড ও পরিসংখ্যানের আয়নায় তামিম
আমরা বিগত ১৮ বছর আওয়ামী জাহেলিয়াতের যুগ পার করেছি- মাওলানা এ টি এম মা’ছুম
টঙ্গীতে নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ
দোয়ারাবাজারে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
ক্যাম্পাস সমূহ র্যাগিং ও মাদকমুক্ত রাখতে হবে: প্রফেসর ড. মাছুমা
নানা আয়োজনের মধ্য দিয়ে নবীনদের বরণ করে নিলো শহীদ নূর আলী কলেজ
ঈশ্বরগঞ্জে শহীদ পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তা
ডনবাসের তিনটি এলাকা মুক্ত করেছে রাশিয়া
মার্চের মধ্যে সাড়ে ৪ লাখ ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে: পরিবহন উপদেষ্টা
খনন ফিল্ডে প্রত্নতাত্ত্বিক তারিখ নির্ধারন সংক্রান্ত মাঠ কর্মশালা
বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরে যুব সমাবেশ
ফ্যাসিস্ট দোসর তাপসকে হঠাৎ হিরো বানানোর চেষ্টা!
আ’লীগের নিবন্ধন থাকবে কি না সময় বলে দিবে: সিইসি
সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব ব্যাডমিন্টন খেলা নিয়ে সংঘর্ষ, আহত ৪ নিহত ১
দিনাজপুরের প্রখ্যাত লেখক, গবেষক ও সাঁওতাল লোকসংস্কৃতিবিদ গণেশ সরেন আর নেই