ঢাকা-১৮ আসনের ৫৪টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ দাবি করে প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন খসরু চৌধুরী
০৪ জানুয়ারি ২০২৪, ০১:৫০ পিএম | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৪, ০১:৫০ পিএম
ঢাকা-১৮ আসনের ২১৭ ভোট কেন্দ্রের মধ্যে ৫৪টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ দাবি করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে অতিরিক্ত ফোর্স মোতায়েন ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্বতন্ত্র প্রার্থী মো. খসরু চৌধুরী।
বৃহস্পতিবার ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা এবং ঢাকা-১৮ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটি বরাবর প্রেরিত আবেদনপত্রে তিনি বিষয়টি উল্লেখ করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
আবেদনপত্রে স্বতন্ত্র প্রার্থী মো. খসরু চৌধুরী (নির্বাচনী প্রতীক “কেটলি”) উল্লেখ করেন, ঢাকা-১৮ আসনের সর্বমোট ভোট কেন্দ্রের সংখ্যা ২১৭টি। এর মধ্যে ৫৪টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং যাতায়াত ব্যবস্থা নাজুক। এই আসনটির এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া বেশ দুরূহ ব্যাপার। এ আসনের “ট্রাক” প্রতীকে প্রতিদ্বন্দ্বীতাকারী এস. এম. তোফাজ্জল হোসেন বিভিন্ন সময় প্রকাশ্যে ও নানাবিদ কৌশল অবলম্বন করে তার নির্বাচনী জনসভায় আমাকেসহ অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তিনি নিজে ও তার লোকবল দ্বারা হুমকি প্রদান করে আসছেন। বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত তথ্য থেকে জানতে পেরেছি তার লোকজন প্রভাব খাটিয়ে এই আসনের বিভিন্ন কেন্দ্রের ভোট ছিনিয়ে নিতে নীল নকশা করেছেন এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে ভোট কেন্দ্রে সন্ত্রাস ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে ভোট ডাকাতির পায়তারা করছেন। এ অবস্থায় অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে এবং সাধারণ ভোটাররা যেন বিনা বাধায় ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের মূল্যবান ভোট প্রদান করতে পারেন সেই বিবেচনায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হোক।
ঝুঁকিপূর্ণ তালিকায় উল্লেখ করা কেন্দ্রগুলো হচ্ছে: উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, আই ই এস স্কুল এন্ড কলেজ, টাচস্টোন স্কুল এন্ড কলেজ, আর এস আইডিয়াল হাই স্কুল, আদর্শ বিদ্যাপিঠ কুড়িল উত্তর, শেরে বাংলা আইডিয়াল হাই স্কুল, কুড়িল সরকারী প্রাথমিক বিদ্যালয়, জসিম উদ্দিন ইন্সটিটিউট জোয়ার সাহারা, খিলক্ষেত ইসলামিয়া দাখিল মাদ্রাসা উত্তরা নামাপাড়া, কুর্মিটলা হাইস্কুল এন্ড কলেজ খিলক্ষেত, কুর্মিটলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় খিলক্ষেত, ক্যানবেরা মডেল স্কুল কুড়িল, পাতিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় খিলক্ষেত, কাঁচকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তরখান, কাঁচকুড়া বিশ্ববিদ্যালয় কলেজ কাঁচকুড়া উত্তরখান, কাঁচকুড়া উচ্চ বিদ্যালয় উত্তরখান, উত্তরখান কলেজিয়েট স্কুল,উত্তরখান, উত্তরখান ইউনিয়ন উচ্চ বিদ্যালয় উত্তরখান, রাজাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় উত্তরখান, মৈনারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় মৈনারটেক, মৈনারটেক সরকারি উচ্চ বিদ্যালয় উত্তরখান,
হাজী বিল্লাত আদর্শ উচ্চ বিদ্যালয় দক্ষিণখান, ফায়দাবাদ আজগর উলুম মাদ্রাসা দক্ষিণখান, ফায়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় দক্ষিণখান, খন্দকার আদর্শ বিদ্যা নিকেতন দক্ষিণখান, উত্তরা আনোয়ারা মডেল ডিগ্রী কলেজ দক্ষিণখান, এমারত হোসেন উচ্চবিদ্যালয় দক্ষিণখান, এস এম মোজাম্মেল হোসেন বিজনেস ম্যানেজমেন্ট কলেজ দক্ষিণখান, বরুয়া আলাউদ্দিন দেওয়ান উচ্চ বিদ্যালয় দক্ষিণখান, বরুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় দক্ষিণখান।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি মহা বিদ্যালয় আশকোনা দক্ষিণখান, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব সরকারি মাধ্যমিক বিদ্যালয় আশকোনা দক্ষিণখান, গাওয়াইর আদর্শ উচ্চবিদ্যালয় দক্ষিণখান, গাওয়াইর নবীন সরকারি প্রাথমিক বিদ্যালয় দক্ষিণখান, উদয়ন হাইস্কুল মোল্লারটেক দক্ষিণখান, উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোল্লারটেক দক্ষিণখান,
আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আজমপুর দক্ষিণখান, ট্যালেন্ট হাইস্কুক এন্ড কলেজ আজমপুর, রেনেসা পাবলিক হাইস্কুল আজমপুর, দেওয়ান পাড়া মডেল স্কুল এন্ড কলেজ দক্ষিণখান, নওয়াব হাবিবুল্লা স্কুল এন্ড কলেজ, সেক্টর ৪, মাইলস্টোন কলেজ সেক্টর ১১, উত্তরা ল্যাবরেটরি হাইস্কুল সেক্টর ১৪, আই ই এস স্কুল এন্ড কলেজ সেক্টর ৫, আনোয়ারা মান্নাফ গার্লস স্কুল এন্ড কলেজ দলিপাড়া, কিশলয় একাডেমি বাইলজুরি হরিরামপুর, বাউনিয়া আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় বাউনিয়া, বাউনিয়া সরকারি প্রথমিক বিদ্যালয় বাউনিয়া, তাফালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় তাফালিয়া, শেরে বাংলা মডেল স্কুল পাকুরিয়া, ডিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিরামপুর, ডিয়াবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় ডিয়াবাড়ী, ঢাকা মডেল হাই স্কুল হরিরামপুর।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
লিটনকে বাদ দেওয়ার যে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক
টেকনাফ জিবির অভিযানে ২লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার
মোংলায় স্কুল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থী নিহত
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের এমডি ও পিডিকে অপসারণ সহ ৯ দফা দাবিতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন
পাকিস্তানিদের জন্য ভিসা সহজ করল বাংলাদেশ
ওজন কমাও মাসুদ, না হলে মানুষ মাংস কেটে নেবে!
৭৫-এর বীরদের নিয়ে যে বার্তা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন
সম্মেলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি সভাপতি নিহত
কিশোরগঞ্জে অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
জামায়াতের ৫-১৫% বেশি ভোট নিয়ে আমার সন্দেহ আছে, যা বললেন ফাহাম
বিকাশের দোকানে হামলা করে ১০ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ
ঝালকাঠিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন
মাগুরায় সরিষা ক্ষেতে মৌমাছির মাধ্যমে মধু আহরণ জনপ্রিয় হচ্ছে
নগরকান্দায় বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত
হাত বদলে দাম বাড়ে সবজিতে, নিরুপায় ক্রেতা
সিরিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির
না ফেরার দেশে সংগীতশিল্পী স্যাম মুর
এবার বাংলাদেশেও এইচএমপিভি শনাক্ত
৫ আগস্ট থেকে মর্গে কাবিলের লাশ, পরনের কাপড় দেখে শনাক্ত করলেন স্ত্রী
তথ্যপ্রযুক্তি খাতে ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি বেসিসের