ইনানের উপস্থিতিতে ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষ
২৩ জানুয়ারি ২০২৪, ০৪:৫৫ পিএম | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪, ০৪:৫৫ পিএম
ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে সালাম দেওয়াকে কেন্দ্র করে তার উপস্থিতিতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হন ছাত্রলীগের তিনজন নেতাকর্মী। তারা সবাই ইনানের অনুসারী বলে পরিচিত।
আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংগঠনটির সিনিয়র নেতাদের উপস্থিতিতে দুই দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয় সূর্যসেন হল ছাত্রলীগের উপ-দফতর বিষয়ক সম্পাদক কামরুল হাসান। তাকে ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে ভর্তি করেন হল ছাত্রলীগের নেতাকর্মীরা।
গুরুতর আহত কামরুল ছাড়াও আহত হন একই হলের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও হল ছাত্রলীগের কর্মী সাইদুর রহমান শান্ত এবং তিতুমীর কলেজ ছাত্রলীগের এক কর্মী। লাঠি, স্টাম্প, হকিস্টিক ও গাছের ডাল দিয়ে কামরুলের ওপর অতর্কিত হামলা চালানো হয় বলে জানান উপস্থিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় সূর্যসেন হল ছাত্রলীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন। তারা এ হামলার যথাযথ শাস্তি দাবি করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যস্ততার পর দীর্ঘদিন পর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান মধুর ক্যান্টিনে আসলে তাকে সালাম দেওয়া নিয়ে সূর্যসেন হল ও বিজয় একাত্তর হল ছাত্রলীগে তার অনুসারীদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। প্রথমে সূর্যসেন হল ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী বিজয় একাত্তর হল ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে ঝামেলা করলে এর প্রতিবাদে দ্বিতীয় দফায় বিজয় একাত্তরের নেতাকর্মীরা সূর্যসেন হল ছাত্রলীগের নেতাকর্মীদের উপর ব্যাপক হামলা চালায়। অভিযোগ অনুযায়ী মধুর ক্যান্টিনের সামনে সংঘটিত এ হামলায় নেতৃত্ব দেন একাত্তর হল ছাত্রলীগের ছাত্রবৃত্তি উপসম্পাদক আবদুল্লাহ আল মারুফ, প্রশিক্ষণ বিষয়ক উপসম্পাদক ফিরোজ আলম অপি, কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক উপসম্পাদক মাশফিউর রহমান, কর্মী ফজলে নাভিদ অনন, সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিঝুম ইফতারসহ আরো অনেকে।
এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত থাকা সূর্যসেন হল ছাত্রলীগের উপ তথ্য ও প্রযুক্তি সম্পাদক সিফাত আল শাফি বলেন, ইনান ভাই প্রবেশ করলে সালাম দেওয়া নিয়ে একটু ঝামেলা হয়। পরে মধুর ক্যান্টিন থেকে কামরুল বের হলে তার ওপর অতর্কিত হামলা হয়। লাথি দিয়ে ফেলে দিয়ে হকিস্টিক, স্টাম্প, গাছের ঢাল দিয়ে হামলা চালানো হয়। তাকে রক্ষা করতে গিয়ে শান্তও মাথায় আঘাত পায়। কামরুলের অবস্থা খুবই আশঙ্কাজনক।
সুর্যসেন হল ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক আবু বকর সিদ্দিক প্রিন্স বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে শত শত মানুষের সামনে সূর্যসেন হল ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক কামরুলের ওপর রড, লাঠি দিয়ে অতর্কিত হামলার তীব্র নিন্দা জানাই এবং এর বিচার দাবি করছি। কামরুল এখন ঢাকা মেডিকেল কলেজে ভর্তি আছে। মাথায় সেলাই লেগেছে এবং ঠোঁট কেটে গেছে। অবিলম্বে এই হামলার বিচার করতে হবে।
অভিযুক্ত একাত্তর হল ছাত্রলীগের ছাত্রবৃত্তি উপসম্পাদক আবদুল্লাহ আল মারুফ বলেন, দুই দফা সংঘর্ষের কোনোটাতেই আমি ছিলাম না। প্রথম দফায় আমি ছিলাম মধুর ক্যান্টিনের বাইরে, যখন মধুর ভেতরে হাতাহাতি হয়। দ্বিতীয় দফায় সংঘর্ষ হয় মধুর বাইরে। তখন আমি ছিলাম ভেতরে।
তিনি বলেন, মূলত অভিযোগকারীরা আমাদের ২০১৯-২০ সেশনের হওয়ায় তারা আমাদেরকেই চিনে, এবং আমাদের নামেই অভিযোগ দিয়েছে। তিনি বলেন, ঘটনার সূত্রপাত হয় মধুর ক্যান্টিনের ভেতরে সূর্যসেন হলের কামরুল ও আমাদের হলের জুনিয়রদের মাঝে হাতাহাতি থেকে। হাতাহাতির এক পর্যায়ে আমার বন্ধু মাসফি জুনিয়রদের থামাতে গেলে সূর্যসেন হলের জুনিয়ররা মাসফিকে আঘাত করে। এ ঘটনার কিছুক্ষণ পর কামরুল একা বাইরে বের হলে বাইরে থাকা আমাদের জুনিয়ররা তার উপর হামলা করে। কিল-ঘুষিতে কামরুল আহত হয় ও সিঁড়িতে পড়ে গিয়ে মাথার পেছনে আঘাত পায়। মূলকথা মারামারিতে জড়িত ছিল আমাদের জুনিয়ররা। কিন্তু অভিযোগকারীরা শুধু আমাদেরকে চিনে বলেই আমাদের নাম এসেছে।
অভিযুক্ত আরেক ছাত্রলীগ নেতা সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিঝুম ঘটনায় উপস্থিত থাকার বিষয়টি অস্বীকার করেন। তিনি মিরপুর চিড়িয়াখানায় আছেন বলে জানান । তবে ভুক্তভোগীরা তিনি উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করে।
এ বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে পাওয়া যায়নি। তবে ইনানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি খাদিমুল বাশার জয় ইনকিলাবকে বলেন, ঘটনার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম না। পরে গিয়ে গুরুতর আহত কামরুলকে হল ছাত্রলীগের নেতাকর্মীদের সহযোগিতায় ঢাকা মেডিকেল নিয়ে যায় এবং মেডিকেল শাখা ছাত্রলীগের নেতাদের বলে দেই তার দেখাশোনা করার জন্য। তবে এ ঘটনায় কারা জড়িত সে বিষয়ে বলতে পারেননি জয়। তিনি বলেন, পরবর্তীতে জানতে পারলে জানাব।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
হাঁটতে পারছেন খালেদা জিয়া, দোয়া চাইলেন দেশবাসীর কাছে
মধ্যরাতে অনশনে যোগ দিলেন জবির অর্ধশতাধিক ছাত্রী
রিয়ালকে গোলবন্যায় ভাসিয়ে চ্যাম্পিয়ন বার্সা
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ