বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে শুক্রবার ঢাকায় বিক্ষোভ বিভিন্ন সংগঠনের প্রতিবাদ অব্যাহত

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৪ জানুয়ারি ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৪, ১২:০৭ এএম


বিতর্কিত শিক্ষা কারিকুলাম পরিবর্তন এবং ট্রান্সজেন্ডার ইস্যু বাতিলের দাবিতে আগামী শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ মঙ্গলবার পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে এক পর্যালোচনা সভায় দলীয় মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ এ কর্মসূচি ঘোষণা করেন। সভায় ডামি নির্বাচন বাতিল করে জাতীয় সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি জানানো হয়। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতেও সভায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়ে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ : ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ট্রান্সজেন্ডার বা সমকামিতার বিরুদ্ধে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব নতুন শিক্ষাক্রমের অন্তর্ভুক্ত ট্রান্ডসজেন্ডার বিষয় নিয়ে বক্তব্য দেয়ায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে চাকুরীচ্যুতের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, ট্রান্সজেন্ডারের নামে সমকামিতাকে বৈধতা দেয়ার দূরভিসন্ধি সম্পর্কে সচেতনতামূলক আন্দোলন অব্যাহত রাখতে হবে। তিনি বিতর্কিত শিক্ষাকারিকুলাম পরিবর্তন ও ট্রান্সজেন্ডারকে প্রমোট করার প্রতিবাদে আগামী শুক্রবার বাদ জুমা ঢাকার বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন। আজ বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, দলের প্রেসিডিয়াম সদস্য আলহাজ খন্দকার গোলাম মাওলা, অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কেএম আতিকুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ হারুন অর রশিদ, মাওলানা নেছার উদ্দিন, মাওলানা এবএিম জাকারিয়া, আলহাজ্ আব্দুর রহমান, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, অ্যাডভোকেট হাছিবুল ইসলাম।
বাংলাদেশ খেলাফত মজলিস : বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, আগামী প্রজন্মকে ইসলাম ও ঈমান বিমুখ করার জন্য শিক্ষা সিলেবাসে শিরক ও কুফরী বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। ৯৫ ভাগ মুসলমানের দেশে এ শিক্ষা সিলেবাস চলতে পারে না। শিক্ষা সিলেবাস থেকে শিরক ও কুফরী লেখা বাদ দিতে হবে। অন্যথায় দেশের জনগণ রাজপথে নামতে বাধ্য হবে। দেশে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি হলে এর দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে। তিনি আরও বলেন, শিক্ষা সিলেবাসে ট্রান্সজেন্ডার বিষয় অন্তর্ভুক্ত করে ৯৫ ভাগ মুসলমানের দেশে সমকামিতাকে বৈধতা দিতে এবং সমকামিতার প্রতি ধাবিত করতে চায়। তিনি আরও বলেন,একতরফা প্রহসনের নির্বাচন দেশের মানুষ বর্জন করেছে।
তিনি সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি নেতৃবৃন্দের দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানান। অন্যথায় দেশের জনগণ মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি নেতৃবৃন্দের মুক্তির দাবিতে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। তিনি বলেন, জিনিসপত্রের যে পরিমান দাম বেড়েছে। এতে দেশে কোনো সরকার আছে বলে মনে হয় না। আজ মঙ্গলবার বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর বৈঠকে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা মুহাম্মদ ফয়সাল, মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা রুহুল আমীন। বৈঠকে আগামী ৮ ফেব্রুয়ারি শিক্ষা সিলেবাসে শিরকী ও কুফরী লেখা ও আমাদের করণীয় শীর্ষক সেমিনার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন,তদানিন্তন বৃটিশ শাসনামলের মত এখনো নতুন শিক্ষা কারিকুলামে পরিকল্পিত ভাবে আগামী প্রজন্মের শিক্ষা,সংস্কৃতি ও ধর্মীয় বোধ-বিশ্বাস ধ্বংস করার গভীর চক্রান্ত চলছে। তারা আরো বলেছেন,একটি মুসলিম দেশের শিক্ষা সিলেবাসে ট্রান্সজেন্ডারের মত চরিত্রবিধ্বংসী এবং যৌন ভাবাবেগ সৃষ্টিকারী বিষয়াদি যুক্ত হওয়া নিছক কোন ত্রুটি হতে পারে না বরং মুসলিম জাতিসত্তার স্বকীয়তা নির্মূল করার ভয়াবহ এক ষড়যন্ত্রের অংশ। সরকারকে এখনই এ সব আত্মঘাতী পরিকল্পনার মূলোৎপাটন করতে হবে। আজ মঙ্গলবার মীরপুরস্থ আরজাবাদ মাদ্রাসায় দলের নীতি নির্ধারণী এক ফোরামের এক সভায় উপস্থিত নেতৃবৃন্দ এসব কথা বলেছেন। সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় আরো বক্তব্য রাখেন, সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী,মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার,মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী,মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি: বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগর আমীর প্রিন্সিপাল মাওলানা আবু তাহের খান বলেছেন, বিতর্কিত শিক্ষা কারিকুলাম ও ট্রান্সজেন্ডারের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে নীতিনৈতিকতা বিবর্জিত বিকলাঙ্গ হিসাবে গড়ে তুলতে এক গভীর চক্রান্ত শুরু হয়েছে। এটাকে কোন অবস্থাতেই হাল্কা করে দেখা'র সুযোগ নেই। আজ মঙ্গলবার ঢাকা পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় অফিসে মহানগর থানা দায়িত্বশীলদের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এতে নেতৃবৃন্দ বলেন, একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল বিরানব্বই ভাগ মুসলিম জনগোষ্ঠীর কোমলমতি শিশুদের শিক্ষা নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। ট্রান্সজেন্ডার এর মতো ঘৃণ্য বিষয়কে এরা শিশুদের মগজে ঢুকিয়ে তাদের এজেন্ডা বাস্তবায়নের চক্রান্তে লিপ্ত। এদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সচিব মাওলানা আবদুল্লাহ আল মাসউদ খান, দফতর সচিব মুফতী দ্বীনে আলম হারুনী, তেজগাঁও থানা আমীর মাওলানা আশরাফ আলী, পল্টন থানা আমীর হাফেজ হাফিজুর রহমান, খিলগাঁও আমীর হাবিবুজ্জামান মিলন, যাত্রা বাড়ি আমীর মুফতী ওয়াহিদুজ্জামান, বংশাল সেক্রেটারি মাওলানা তালহা বেলালী, রমনা শাহবাগ আমীর মাওলানা আজিজুর রহমান ইসলামী ছাত্র সমাজের সভাপতি এহতেশামুল হক সাখী ও মহাসচিব বি এম আমীর জেহাদী। নেতৃবৃন্দ ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবকে চাকরিচ্যুত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই অন্যায় সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানান। অন্যথায় ব্রাক সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান বয়কট করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।


বিভাগ : মহানগর


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

একযোগে ৭ শিক্ষা বোর্ড সচিব পদে রদবদল

একযোগে ৭ শিক্ষা বোর্ড সচিব পদে রদবদল

ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত আরও ২৮ ফিলিস্তিনি

ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত আরও ২৮ ফিলিস্তিনি

হাঁটতে পারছেন খালেদা জিয়া, দোয়া চাইলেন দেশবাসীর কাছে

হাঁটতে পারছেন খালেদা জিয়া, দোয়া চাইলেন দেশবাসীর কাছে

মধ্যরাতে অনশনে যোগ দিলেন জবির অর্ধশতাধিক ছাত্রী

মধ্যরাতে অনশনে যোগ দিলেন জবির অর্ধশতাধিক ছাত্রী

রিয়ালকে গোলবন্যায় ভাসিয়ে চ্যাম্পিয়ন বার্সা

রিয়ালকে গোলবন্যায় ভাসিয়ে চ্যাম্পিয়ন বার্সা

গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে

গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে

৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?

৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?

মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,

মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,

আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ

আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ

তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!

তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!

সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,

সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,

গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা

গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা

দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত

দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত

শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ

শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ

চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২

চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২

স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব

স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব

শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস

শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস

শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম

শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম

ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ

ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ