শীতের রাতে অবর্ণনীয় কষ্টে রাজধানীর ছিন্নমূল মানুষ
২৫ জানুয়ারি ২০২৪, ০১:০৯ পিএম | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৪, ০১:০৯ পিএম
রাজধানীসহ দেশজুড়ে জেঁকে বসেছে শীত। মাঘ মাসের মাঝে কনকনে ঠান্ডা বাতাসে নগরজীবনে নেমে এসেছে স্থবিরতা। তীব্র শীতে রাজধানীর ছিন্নমূল মানুষের রাত কাটে অসহনীয় দুর্ভোগে। শীতের একেকটি রাত যেন তাদের কাছে দুঃস্বপ্ন। শীতবস্ত্র না থাকায় বিকল্প উপায়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। প্রাকৃতিক এই বৈরিতা থেকে বাঁচতে সমাজের বিত্তবানদের প্রতি সাহায্যের আবেদন ছিন্নমূলদের। আরও কয়েকদিন এমন শীত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
রূপান্তরের ঋতুচক্রে পৃথিবী যে রং-ই ধারণ করুক না কেন, খেটে খাওয়া মানুষের কাছে তা যেন ঝলসানো রুটি। এ যেন সুকান্ত ভট্টচার্যের ‘শীতের সূর্য’ কবিতার বাস্তব চিত্র। কবি লিখেছেন, ‘হে সূর্য! শীতের সূর্য!হিমশীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায়/ আমরা থাকি,/ যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকদের চঞ্চল চোখ,/ ধানকাটার রোমাঞ্চকর দিনগুলির জন্যে।/ হে সূর্য! তুমি তো জানো,/ আমাদের গরম কাপড়ের কত অভাব!/ সারারাত খড়কুটো জ্বালিয়ে,/ এক টুকরো কাপড়ে কান ঢেকে,/ কত কষ্টে আমরা শীত আটকাই!’
শীতের মৌসুমে গভীর রাতে শীত নিবারণে যখন সবাই লেপ-কম্বলে ওম খোঁজেন, তখন আরেক শ্রেণির মানুষের জীবনযুদ্ধটা চলে খোলা আকাশের নিচে রাস্তার পাশেই। কারও প্লাস্টিকের বস্তা আবার কারও পুরানো কাপড় দিয়ে শরীরটা ঢেকে ঠান্ডা থেকে নিস্তার পাওয়ার চেষ্টা।
কিন্তু হিম বাতাস যে ভেদ করে যায় সামান্য আবরণ। খানিক পরপরই শীতে কেঁপে ওঠে পুরো দেহ। হাড় কাঁপানো শীতে ইট-বালুর শহরে এমনই নাজেহাল অবস্থা ছিন্নমূল মানুষের।
রাজধানীর ফার্মগেট, কারওয়ানবাজার, বাংলামোটর ধানমন্ডি, মগবাজার, সেগুনবাগিচা, গুলিস্তান, সদরঘাটসহ বিভিন্ন এলাকার ফুটপাত ঘুরে দেখা যায় অসংখ্য মানুষ ফুটপাতের ওপরই খোলা আকাশের নিচে ঘুমিয়ে রাত কাটাচ্ছেন। এদের কারোরই ঘর কিংবা থাকার জায়গা নেই। নেই ভালো বিছানা।
রাজধানীর সেগুনবাগিচায় গণপূর্ত অধিদপ্তরের সামনের ফুটপাতের ওপর শীতের ৬২ বছর বয়সী হোসেন মোল্লার রাতে অবস্থান। তিনি জানান, বরিশাল থেকে সৎ মায়ের অত্যাচার সহ্য করতে না পারায় ঢাকায় আসেন ৫২ বছর আগে। এরপর এই শহরেই বসবাস। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকে। তবে গরমে কষ্ট হলেও শীতের রাতে সহ্য হয় না। এখানে থাকলে রাতে আইসা খাওন দেয়। কিন্তু শীতের কষ্ট কমে না।
৬৬ বছরব্র বৃদ্ধবয়সী নারী ছালমা খাতুন । ঘর নেই, শীতের রাতে বিছানা পেতেছেন ফুটপাতে। গত ৮ বছর ধরে রাজধানীর বিভিন্ন সড়কের ফুটপাতেই তার বসবাস।
তিনি জানান, গত ৮ বছরের বেশি সময় ধরে রাজধানীর বিভিন্ন ফুটপাতে থাকি। এই ভাসমান জীবনযাপনে অনেক সময় না খেয়েই রাত পার করতে হয় ।
বলেন, একটা মেয়ে আছে অসুস্থ৷ টাকার অভাবে খাওয়াই জোটে না। একটা ডাক্তার দেখাবো তাও পারিনা। শীতে কেউ একটা কম্বল ও দিয়ে যায় না। দেশে কতো বড়লোক মানুষ আমাগো দেহার কেউ নাই বলেন ছালমা খাতুন।
ঋতু পরিবর্তন তো আর ক্ষুধা মেটায় না, তাই ছিন্নমূল এসব মানুষেরা শীতের সঙ্গে লড়াই করে বেঁচে থাকেন নতুন সূর্যের অপেক্ষায়। হাড় কাঁপানো শীতে সমাজের বিত্তবানদের প্রতি একটু সাহায্যের আবেদন ছিন্নমূল এসব মানুষের।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
রিয়ালকে গোলবন্যায় ভাসিয়ে চ্যাম্পিয়ন বার্সা
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫