ঢাবির দুই শিক্ষার্থীর উপর হামলার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে
২৭ জানুয়ারি ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৪, ১২:০১ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের দুইজন সিনিয়র শিক্ষার্থীর উপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের হল পর্যায়ের দুই নেতার বিরুদ্ধে।
আজ শুক্রবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেইটে এ হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ অনুযায়ী অভিযুক্ত ছাত্রলীগ নেতারা হলেন বিশ্ববিদ্যালয়ের মিউজিক বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী সাকিবুল সুজন ও একই সেশনের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান রায়হান। সুজন বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক উপ-সম্পাদক ও রায়হান হাজী মুহম্মদ মুহসীন হলের ছাত্রবৃত্তি সম্পাদক। তারা উভয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে পরিচিত।
অন্যদিকে ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন, টেলিভিশন ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী সামাদ আকন্দ ও একই সেশনের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী হিরন তালুকদার।
ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী শিক্ষার্থী সামাদ আকন্দ বলেন, আমি এবং আমার বন্ধু হিরন দুপুরের খাবার খেতে টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেইটে যাই। আমরা যখন খাবার নিতে চাই তখন আমার হাতের এক ফোঁটা পানি দোকানের খাবারের পাত্রে পড়ে। তখন সাকিবুল সুজন ও মেহেদী হাসান রায়হান আমাদেরকে বাজেভাবে কথার মাধ্যমে আক্রমণ করে। আমরা তাদের সিনিয়র হিসেবে পরিচয় দিলেও তারা আক্রমণাত্মক হয়ে আমাদের গায়ে হাত তোলে। এক পর্যায়ে আমরা যখন বের হয়ে আসতে চাই তখন তারা ৫-৬ জন সংঘবন্ধ হয়ে আমাদের উপর হামলা করে।
সামাদ বলেন, এ হামলায় আমার মুখে বাজেভাবে আঘাতপ্রাপ্ত হই। এবং শরীরের বিভিন্ন অংশে জখম রয়েছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের জেষ্ঠ্য শিক্ষার্থী হিসেবে তাদের এই হামলায় আমরা শারীরিক ও মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে অন্য শিক্ষার্থীর কাছ থেকে এমন আচরণে আমরা ব্যথিত।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সজুনকে ফোনে পাওয়া যায়নি। ওপর অভিযুক্ত রায়হান বলেন, ভাত খেয়ে হাতের পানি ছিঁটকে ফেলায় সেটা দোকানের তরকারিতে গিয়ে পড়লে সুজন ওনাকে বলেন যে ভাই আপনি তো কাজটা ঠিক করেন নাই। এই থেকে ওনার সাথে কথা-কাটাকাটি হয়। তিনি সিনিয়র পরিচয় দেওয়ায় পাশাপাশি বারবার আমাদের উপর আক্রমণ করেন এবং আমরা শুধু প্রতিরোধ করেছি। জখমের চিহ্ন তো আমাদেরও রয়েছে। উনার ডিপার্টমেন্টের ২০১৩-১৪ সেশনের এক ভাই ও আশেপাশের দোকানীরা সহ ওনাকে আটকানোর চেষ্টা করলেও তিনি থামতে চাননি। ফলে উভয় পক্ষের হাতাহাতিতে উনার গায়ে আঘাত লাগে। এখন উনি আগে গিয়ে অভিযোগ দিয়েছেন, আমরাও ভাইয়ের (শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত) সাথে কথা বলে ব্যবস্থা নিব।
বিষয়টি নিয়ে কথা বলতে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাকসুদুর রহমান বলেন, আমি অভিযোগ পেয়েছি। রোববার ওয়ার্ক ডে'তে বিষয়টি নিয়ে আমরা বসবো এবং কি করা যায় তখন সিদ্ধান্ত নিব। উদ্যান যারা নিয়ন্ত্রণ করে তাদের কাছেও আমরা সহযোগিতা চাইব যাতে সেখানে দোকানপাট কমিয়ে আনা হয়। এতে করে বিশৃঙ্খলা অনেকটা দূর করা যাবে বলে আশা করছি।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড