রাজশাহীতে গোশত ব্যবসায়ী মামুনকে হত্যার কারণ জানালো র্যাব
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৮ পিএম | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৮ পিএম
আলোচিত রাজশাহীতে কম দামে গরুর গোশত বিক্রি করায় ভিকটিম মামুন হোসেনের হত্যাকারী মিজানুর রহমান ওরফে খোকনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারের পর র্যাব বলছে, ন্যায্যমূল্যে গরুর গোশত বিক্রি করায় রাজশাহী বাঘার ব্যবসায়ী মামুনকে কুপিয়ে হত্যা করে আরেক ব্যবসায়ী মো. মিজানুর রহমান ওরফে খোকন (৩৫)। রোববার দিবাগত রাতে মাদারীপুরের শিবচর থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। নিহত মামুন গ্রেপ্তার খোকনের আত্মীয়।
সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কাওরান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, বাঘার আড়ানি হাটে সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী ৬৫০ টাকা কেজি দরে গরুর গোশত বিক্রি করায় গত ২০ জানুয়ারি সকালে মামুনকে কুপিয়ে হত্যা করা হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। ওই ঘটনায় মামুনের ছোট ভাই বাদী হয়ে বাঘা থানায় একটি হত্যা মামলা করেন।
খন্দকার মঈন বলেন, মামুনকে হত্যার পর আত্মগোপনে চলে যায় খোকন। তথ্য প্রযুক্তি ও র্যাবের গোয়েন্দা অনুসন্ধানে রোববার দিবাগত রাতে র্যাব-৫ ও র্যাব-৮ এর আভিযানিক দল শিবচর থেকে খোকনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব জানায়, মামুনের আত্মীয় খোকন। তারা বাঘার আড়ানি বাজারে একত্রে গোশত বিক্রির ব্যবসা করতো। ভোক্তা অধিদপ্তর, মাংস ব্যবসায়ী সমিতি ও বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সম্মিলিত বৈঠকে ৬৫০ টাকায় গরুর গোশত বিক্রির সিদ্ধান্ত হলে নির্ধারিত মূল্যে মাংস বিক্রি করেন মামুন।
র্যাব মুখপাত্র বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। গত বছরের শেষের দিকে মামুন নির্ধারিত মূল্যে গোশত বিক্রির সিদ্ধান্ত নিয়ে আলাদাভাবে ব্যবসা শুরু করেন। ফলে তার দোকানে বিক্রি বেড়ে যায় এবং খোকনের দোকানে বিক্রি কমে।
র্যাবের এই কর্মকর্তা বলেন, ঘটনার দিন তাদের মধ্যে বাকবিতণ্ডা হলে খোকন উত্তেজিত হয়ে গোশত কাটার ছুরি দিয়ে মামুনকে প্রকাশ্যে পেটে ও বুকে উপর্যুপরি আঘাত করে। পরে ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়।
র্যাব জানায়, গ্রেপ্তার এড়াতে সে প্রথমে রাজশাহীর তাহিরপুরে আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে। পরে শিবচরের কুতুবপুরে স্থায়ীভাবে আত্মগোপন করতে চায়। সে লক্ষ্যে এক বন্ধুর মাধ্যমে সেখানে ড্রেজার শ্রমিক হিসেবে কাজ শুরু করে।
খোকন গোশত ব্যবসার পাশাপাশি মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরণের অপকর্মের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে বাঘা থানায় মাদক মামলাসহ বিভিন্ন অপরাধে চারটি মামলা রয়েছে। এ সব মামলায় সে ভিন্ন মেয়াদে কারাভোগ করেছে বলে জানায় র্যাব।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
শরীয়তপুরে ১০ বছরেও নির্মাণ হয়নি আদালত ভবন
শুভেন্দুর হুঙ্কার : ‘বাংলাদেশকে জবাব দিতে পাঁচ-সাতটি ড্রোনই যথেষ্ট’
ষড়যন্ত্র ও হয়রানির বিরুদ্ধে ন্যায়বিচারের আবেদন বঞ্চিত বিধবার
মার্কিন মুদ্রার বিপরীতে ভারতীয় রুপির সর্বনিম্ন রেকর্ড
দোয়ারাবাজারে অভিযুক্ত বাঁধে বালু অপসারণ!
তালেবান শাসনকে বৈধতা না দেওয়ার আহ্বান নোবেলজয়ী মালালার
ফের সচিবালয়ের সামনে অবস্থান অব্যাহতি পাওয়া এসআইদের
ঢাকার বাইরে প্রথম নরসিংদীতে রয়েল এনফিল্ড লঞ্চ
ধর্মীয় শিক্ষার মাধ্যমেই দেশ ও জাতির কল্যাণ সাধিত করা সম্ভব
অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না : হাইকোর্ট
বিদ্যুৎ প্লান্টের পাঁচ লাখ টাকার লোহা তামা স্টিল সামগ্রী চুরির দায়ে ৫০ জনের নামে মামলা
নেত্রকোনা গত ১ বছরে ২৩২টি অস্বাভাবিক মৃত্যু
মেহেরপুর শহরে অবৈধ গাড়ির দৌরাত্ম ফুটপথ দখল, সরু সড়ক, যানজট লেগেই থাকে
অ্যাপলের ডাইভার্সিটি নীতি , বৈচিত্র্য রক্ষার লড়াইয়ে বোর্ডের বার্তা
ঢাবি,ভিকি,এনএসইউ ওয়েটিং লিস্টে থাকে,বান্নাহ খাওয়া মাল খায় না'
দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামার ঘোষণা কর্নেল অলির
আশুলিয়া থানা জমিয়তের কমিটি গঠন
বাংলাদেশের সীমান্তে ১৬০ জায়গায় কাটাতারের বেড়া দিয়েছে ভারত : রিজভী
মতলবে সাবেক স্ত্রীকে গলা কেটে হত্যা-সাবেক স্বামী আটক
লক্ষ্মীপুর থেকে সাড়ে ৪ কোটি টাকার কষ্টিপাথর প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর