ঢাবিতে ইন্টারন্যাশনাল ল্যাংগুয়েজ ক্লাবের যাত্রা শুরু
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১২ এএম | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১২ এএম
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইন্টারন্যাশনাল ল্যাংগুয়েজ ক্লাবের (International Language Club) আত্মপ্রকাশ ঘটেছে। বুধবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে এক আলোচনা সভায় নতুন এই সংগঠনটির আত্মপ্রকাশ হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রব্বানীর পৃষ্ঠপোষকতায় আনুষ্ঠানিকভাবে ক্লাবটির যাত্রা শুরু হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. রশিদ আহমদ, অধ্যাপক গোলাম মাওলা, জাপানের টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ (TUFS)-এর শিক্ষার্থী কোয়া কাওয়াদেসহ (Koya Kawade) বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।
বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি, সংস্কৃত, পালি, জাপানিজ, চাইনিজ, কোরিয়ান, জার্মানি, তুর্কি, হিন্দিসহ মোট ১৩টি ভাষার শর্ট কোর্স পরিচালনা, ভাষার গুরুত্ব নিয়ে আলোচনা ও শেখার প্রক্রিয়া সম্বন্ধে সেমিনারের আয়োজন করা ইত্যাদি কার্যক্রমকে সামনে রেখে নিজেদের যাত্রা শুরু করেছে ক্লাবটি।
বিভিন্ন ভাষা শেখা এবং চর্চার মাধ্যমে নিজেদের যোগাযোগ দক্ষতা উন্নয়ন করার লক্ষ্যে এই ক্লাবটি তৈরি করা হয়েছে বলে জানান অধ্যাপক ড. গোলাম রববানী। তিনি বলেন,'বহুজাতিক যোগাযোগ এবং ব্যক্তিগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করতে হলে ভাষা জানার বিকল্প নেই। ভারতীয় উপমহাদেশে ব্রিটিশরা নিজেদের শাসনকার্য সহজ করার উদ্দেশ্যে এই অঞ্চলের স্থানীয় ভাষাগুলোর প্রতি বেশি গুরুত্ব দিয়েছিল। সে কারণে তারা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করে বাংলা, উর্দু, হিন্দি ইত্যাদি ভাষার চর্চা বাড়িয়েছিল।'
অধ্যাপক গোলাম মাওলা ইন্টারন্যাশনাল ল্যাংগুয়েজ ক্লাব গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সকলের অংশগ্রহনের মাধ্যমে সার্বজনীন এমন উদ্যোগ যেন সফলতা পায় সেজন্য যে সমস্ত সহযোগিতা প্রয়োজন তা করতে আমরা প্রস্তুত আছি।'
জাপানি শিক্ষার্থী কোইয়া কাওয়াদে (Koya Kawade) বলেন, 'আমি বাংলা, উর্দু, হিন্দি,বেলুচি এবং জাপানিজ সহ মোট ৭টি ভাষা বলতে পারি এবং আরও শিখছি। ভাষা শেখা এবং তা ধারণ করার মাধ্যমে আমি পৃথিবীর বিভিন্ন জাতিগোষ্ঠীর আচার-আচরণ এবং সংস্কৃতি সম্পর্কে ধারণা অর্জন করছি। আর সেই উদ্দেশ্যেই আমার বাংলাদেশে আসা।'
ঢাবি শিক্ষার্থী আবির হোসেন গিয়াসকে সভাপতি এবং সৈয়দ জান্নাতুল নাঈমকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এতে সহ- সভাপতি হিসেবে মোঃ হাবিবুল্লাহ মুসকান ও মুমতাহিনা রহমান সিফাত , যুগ্ম সম্পাদক হিসেবে দ্বীপ বিশ্বাস, কোষাধ্যক্ষ হিসপবে শুভেচ্ছা আমীন, প্রচার সম্পাদক হিসেবে মো: তাওহীদুল ইসলাম, উপ-প্রচার সম্পাদক হিসেবে সোহানা আক্তার রিয়া, সাংগঠনিক সম্পাদক হিসেবে সাদিয়া ইসলাম মৌ, সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজী মহিবুল হাসান এবং নির্বাহি সদস্য হিসেবে মারুফা আক্তার মুন্নি ও ইমরান বিশ্বাসকে নির্বাচিত করা হয়।
এছাড়াও প্রতিটি ভাষাকে প্রতিনিধিত্ব করতে একজন করে পরিচালক নির্বাচিত করা হয়। এতে মোঃ রাকিব হোসেন (পরিচালক বাংলা), মোঃ খালিদ সাইফুল্লাহ জিহাদ (পরিচালক ইংরেজী), আবু বকর সিদ্দিক (পরিচালক আরবী), জান্নাতুল মাওয়া জ্যোতি (পরিচালক উর্দু), আবু বকর জিয়া (পরিচালক ফারসি), তানজিলা আক্তার (পরিচালক পালি), গৌরব চৌধুরী (পরিচালক সংস্কৃত), মোঃ ইমামুল হাসান সৌরভ (পরিচালক হিন্দি), রাতুল হাসান (পরিচালক জার্মানি), আতিয়া সুলতানা এশা (পরিচালক কোরিয়ান), সাওদা জামান নবনী (পরিচালক তুর্কি), মুনতাকা তাসনিম মেলোডি (পরিচালক জাপানিজ) এবং ফাহিম বিন আলী প্রধানকে (পরিচালক চাইনিজ) নির্বাচিত করা হয়।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
মিজানুর রহমান আজহারীর ব্যাখ্যা
বিতর্কিত চিন্ময় কাণ্ড: আত্মসমর্পণের পর জামিন পেলেন ৬৩ আইনজীবী
শরীয়তপুরে ১০ বছরেও নির্মাণ হয়নি আদালত ভবন
শুভেন্দুর হুঙ্কার : ‘বাংলাদেশকে জবাব দিতে পাঁচ-সাতটি ড্রোনই যথেষ্ট’
ষড়যন্ত্র ও হয়রানির বিরুদ্ধে ন্যায়বিচারের আবেদন বঞ্চিত বিধবার
মার্কিন মুদ্রার বিপরীতে ভারতীয় রুপির সর্বনিম্ন রেকর্ড
দোয়ারাবাজারে অভিযুক্ত বাঁধে বালু অপসারণ!
তালেবান শাসনকে বৈধতা না দেওয়ার আহ্বান নোবেলজয়ী মালালার
ফের সচিবালয়ের সামনে অবস্থান অব্যাহতি পাওয়া এসআইদের
ঢাকার বাইরে প্রথম নরসিংদীতে রয়েল এনফিল্ড লঞ্চ
ধর্মীয় শিক্ষার মাধ্যমেই দেশ ও জাতির কল্যাণ সাধিত করা সম্ভব
অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না : হাইকোর্ট
বিদ্যুৎ প্লান্টের পাঁচ লাখ টাকার লোহা তামা স্টিল সামগ্রী চুরির দায়ে ৫০ জনের নামে মামলা
নেত্রকোনা গত ১ বছরে ২৩২টি অস্বাভাবিক মৃত্যু
মেহেরপুর শহরে অবৈধ গাড়ির দৌরাত্ম ফুটপথ দখল, সরু সড়ক, যানজট লেগেই থাকে
অ্যাপলের ডাইভার্সিটি নীতি , বৈচিত্র্য রক্ষার লড়াইয়ে বোর্ডের বার্তা
ঢাবি,ভিকি,এনএসইউ ওয়েটিং লিস্টে থাকে,বান্নাহ খাওয়া মাল খায় না'
দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামার ঘোষণা কর্নেল অলির
আশুলিয়া থানা জমিয়তের কমিটি গঠন
বাংলাদেশের সীমান্তে ১৬০ জায়গায় কাটাতারের বেড়া দিয়েছে ভারত : রিজভী