ভারতে মুসলিম হত্যা ও মসজিদ উচ্ছেদের পরিণতি শুভ হবে না
১২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৫ এএম
মুসলিম হত্যা ও মসজিদ মাদরাসা উচ্ছেদের পরিণতি ভারতের জন্য শুভ হবে না। ভারতের মুসলমানদের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত গভীর ষড়যন্ত্র চলছে। মোদি সরকার প্রতিনিয়ত মুসলমানদের উপর জুলুম-নিপীড়ন চালাচ্ছে। ভারত থেকে মুসলিম শূন্য করার ষড়যন্ত্র কোনো দিন সফল হবে না। বিশ্ব সন্ত্রাসী মোদি সরকারের অচিরেই পরিণতি ঘটবে। মিথ্যা মামলা দিয়ে বাবরি মসজিদ ধ্বংস করে সেখানে মন্দির নির্মাণ করেছে। অবিলম্বে ভারতের মুসলমানদের ওপর হত্যাযজ্ঞ নির্যাতন নিপীড়ন বন্ধ করতে হবে। মুসলমানদের ধর্মীয় অধিকার নিশ্চিত করতে হবে।
ভারতের উত্তরাখ-ে মুসলিম হত্যা এবং মসজিদ-মাদরাসা উচ্ছেদের লক্ষ্যে অগ্নিসংযোগ ও মুসলমানদের উপর হামলার প্রতিবাদে আজ রোববার বিক্ষোভ সমাবেশে ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতিতে এসব কথা বলেন।
বাংলাদেশ খেলাফত আন্দোলন : ভারতের উত্তরাখ-ে মুসলিম হত্যা এবং মসজিদ-মাদরাসা উচ্ছেদের লক্ষ্যে অগ্নিসংযোগ ও মুসলমানদের উপর হামলার প্রতিবাদে গতকাল বাদ জোহর রাজধানী ঢাকার কামরাঙ্গীরচরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।
দলের আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, দলের নায়েবে আমি মাওলানা মুজিবুর রহমান হামিদী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রশিক্ষণ নাযেম মুফতি ইলিয়াস মাদারীপুরী, দপ্তর সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম জামালী।
সভাপতির বক্তব্যে আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, ভারতের মুসলমানদের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত গভীর ষড়যন্ত্র চলছে। মোদি সরকার প্রতিনিয়ত মুসলমানদের উপর জুলুম-নিপীড়ন চালাচ্ছে। মিথ্যা মামলা দিয়ে বাবরি মসজিদ ধ্বংস করে সেখানে মন্দির নির্মাণ করেছে।
এখন সে দেশের কতিপয় উগ্রহিন্দুকে লেলিয়ে দিয়ে বিভিন্ন মসজিদ-মাদরাসার নামে মিথ্যা মামলা করে এবং কোর্টের রায়ের নামে মাদরাসা মসজিদে হামলা ও উচ্ছ্বেদ করে তদস্থলে মন্দির নির্মাণের নীল নকশা বাস্তবায়ন করছে । উত্তরাখ-ের নৈনিতাল এলাকার এই ঘটনাও সেই ষড়যন্ত্রের অংশবিশেষ। মুসলিম হত্যা ও মসজিদ মাদরাসা উচ্ছেদের পরিণতি ভারতের জন্য শুভ হবে না।
মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, গুজরাটের কসাই মোদি সরকার ভারতে মুসলমানদের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। মুসলমানদের বিরুদ্ধে মোদি সরকারের কোন ষড়যন্ত্র বিশ্ব মুসলিম মেনে নিবে না। প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে হলেও সকল ষড়যন্ত্রের উচিত জবাব দেয়া হবে।
মুফতি সুলতান মহিউদ্দিন বলেন, ভারত সরকারের জানা থাকা উচিত এই ভারতবর্ষ দীর্ঘদিন মুসলমানরা শাসন করেছেন। বহু মুসলিম নিদর্শন, লক্ষ লক্ষ মসজিদ মাদরাসা ও কোটি কোটি মুসলমান এখনো ভারতে রয়েছে। ভারতকে মুসলিম শূন্য করা এবং মুসলমানদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র বিশ্বের মুসলমান বরদাশত করবে না। সমাবেশে উত্তরাখ-সহ ভরতের সকল মসজিদ-মাদরাসার বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়। ভারতে মুসলিম হত্যাযজ্ঞ বন্ধ এবং মসজিদ মাদরাসার নিরাপত্তার দাবিতে পরে এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়।
জাতীয় উলামা মুভমেন্ট: জাতীয় উলামা মুভমেন্ট এর আমীর মাওলানা আবদুল্লাহ আল মাসউদ খান বলেছেন, মুসলমানদের রক্তে রঞ্জিত উগ্র হিন্দুত্ববাদের নগ্ন দোসর নরেন্দ্র মোদি সরকার, গণতান্ত্রিক অসাম্প্রদায়িকতার যে মুখোশ পরে ছিলো তা উন্মোচিত হয়ে গেছে। ভারত এখন হিন্দুত্ববাদের সাম্প্রদায়িক সন্ত্রাসী রাষ্ট্র।
মুসলিম জনগোষ্ঠীর সেখানে ন্যূনতম নিরাপত্তা নেই, অযোধ্যার বাবরী মসজিদ ধ্বংস করার পর সম্প্রতি ভারতের উত্তরাখন্ডের মুসলিম হত্যাযজ্ঞ মসজিদ মাদরাসা উচ্ছেদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ বিকেলে খতিবে আজম (রহ.) মিলনায়তনে জাতীয় উলামা মুভমেন্ট এর নির্বাহী পরিষদের জরুরি অধিবেশনে মাওলানা আবদুল্লাহ আল মাসউদ খান এসব কথা বলেন। সংগঠন এর মহাসচিব মাওলানা মুফতী এহতেশামুল হক সাখীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, জাতীয় উলামা মুভমেন্ট এর অর্থসচিব আহমদ আব্দুল্লাহ মুসা, প্রচার সচিব মাওলানা সাইফুল্লাহ, সংগঠন সচিব বান্দা মুহাম্মদ ইমদাদুল্লাহ, সমাজকল্যাণ সচিব মুফতী বি এম আমীর জেহাদী, কেন্দ্রীয় সদস্য মাওলানা মুফতী হাফেজ আজিজুর রহমান,মাওলানা মন্জুরুল হাসান নাদীম, মুফতী ফয়জুল্লাহ আমীন, মাওলানা মাহমুদুল হাসান নোমান।
মহাসচিব মুফতী এহতেশামুল হক সাখী বলেন, ভারতীয় আধিপত্যকে রুখে দাঁড়াতে হলে অর্থনৈতিক ও বাণিজ্যিক ভাবে ভারতকে বয়কট করতে হবে। তিনি ভারতীয় পণ্য বর্জনের জোর দাবি জানান। ভারতের উত্তরাখন্ডে হতাহত মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য এবং ভারতের বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপ নিতে বিশ্বনেতাদের প্রতি জাতীয় উলামা মুভমেন্ট নেতৃবৃন্দ উদাত্ত আহ্বান জানান।
নেজামে ইসলাম পার্টি: কথিত ধর্মনিরপেক্ষতার দোহাই দিয়ে ভারতে মসজিদ-মাদরাসাসহ মুসলিম স্থাপত্য ও ঐতিহ্য ধ্বংস করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মুফতি মুজিবুর রহমান, নির্বাহী সভাপতি ও জাতীয় সংহতি মঞ্চের প্রধান সমন্বয়কারী মাওলানা একে এম আশরাফুল হক, সহ-সভাপতি মাওলানা ড. খলিলুর রহমান, শায়খুল হাদীস মাওলানা ওলিউল্লাহ কাসেমী, মাওলানা মাহবুবুর রহমান, মহাসচিব মাওলানা মুমিনুল ইসলাম, যুগ্মমহাসিচ মাওলানা যোবায়ের হোসেন নেজামী ও মুফতি কামরুল ইসলাম।
আজ রোববার এক যুক্ত বিবৃতিতে নেজামে ইসলাম পার্টির নেতৃবৃন্দ সম্প্রতি ভারতের দিল্লি ও উত্তরাখ-ে মসজিদ ভাঙ্গা এবং অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদের জায়গায় রামমন্দির স্থাপনের ঘটনা ভারতের উগ্রবাদী সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী সরকারের দুঃসাহস বলে আখ্যায়িত করেন। নেতৃবৃন্দ এসময় ভারতের সাম্প্রদায়িক এসব সন্ত্রাসী কর্মকা- উপমহাদেশের আন্তধর্মীয় শান্তি ও নিরাপত্তার জন্য চরম হুমকি হিসেবে আখ্যায়িত করেন। নেতৃবৃন্দ অতিসত্বর ভারতে মসজিদ-মাদরাসাসহ মুসলিম স্থাপত্য রক্ষায় এবং হিন্দুত্ববাদী সরকারের ওপর চাপ সৃষ্টি করতে ওআইসিও জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি উদাত্ত আহ্বান জানান।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
টানা ৩৫ ঘণ্টা পর অনশন প্রত্যাহার জবি শিক্ষার্থীদের
খুশদিল ঝড়ে খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রংপুর
ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে গ্রেপ্তার
বাগেরহাটে আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া গ্রেফতার
লুকিয়ে পাথর লুঠে যেয়ে সিলেটে এক শ্রমিকের মৃত্যু !
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যানকে কার্যালয় থেকে বের করে দিয়ে তালা!
খুলনা-পাইকগাছা মহাসড়কে সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু
‘১০ দিনের ট্রেনিং করে ১ কোটি লোক যুদ্ধে যেতে প্রস্তুত’
বিএনপির ৩১ দফা বাস্তবায়নের জন্য শেরপুর বিএনপির মিছিল
রায়পুরায় জমির আইল নিয়ে মারামারি, আহত ৪
স্ট্রেচারে মাঠ ছাড়লেন জেসুস
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামির সতর্কতা
‘আমার কি সর্বনাশ হইয়া গেল রে, আমার সোনা হারায় গেল রে'!
ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে আ'লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
কুষ্টিয়ায় বিএনপির সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত জামায়াতকর্মীর মৃত্যু
ইনকিলাবে সংবাদ প্রকাশ সেই কৃষি কর্মকর্তাকে বদলী
ইসলামবিদ্বেষীদের মোকাবেলায় মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্য খুবই জরুরি
না.গঞ্জে নির্বাচন কমিশনার ‘সৎ উদ্দেশ্য থাকলে নির্ভেজাল ভোটার লিস্ট করা সম্ভব’
আর্মি ডে’র কুচকাওয়াজে প্রথমবার অংশ নিচ্ছে রোবট সেনা