ঢাবিতে সিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
১২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে রাসূল (সা.) এর জীবনীর উপর সিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য আয়োজনের এ অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. ছানাউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে রাসূলের জীবনীর উপর আলোচনা রাখেন বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. শামসুল আলম, বিভাগের আরেক শিক্ষক অ্যাসোসিয়েট প্রফেসর মোহাম্মদ জহিরুল ইসলাম ও অ্যাসিসট্যান্ট প্রফেসর ড. মোস্তফা মনজুর প্রমুখ। সেমিনার আলোচক হিসেবে বক্তব্য রাখেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. আরিফুল ইসলাম আপু।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সভাপতি প্রফেসর ড. মো. ছানাউল্লাহ। সেমিনার আলোচক হিসেবে সিরাতের উপর বক্তব্য রেখেছেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক জনাব আরিফুল ইসলাম আপু। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের অন্যান্য শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলি।
প্রধান অতিথির বক্তব্যে ড. ছানাউল্লাহ বলেন, “মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তির দূত হিসেবে পৃথিবীতে আগমন করেছিলেন। আমরা তার অনুসারী হিসেবে আমাদেরও উচিত বিশ্ব মানবতার কল্যাণে নিজেকে সর্বদা নিয়োজিত রাখা। সব রকমের বিশৃঙ্খলা থেকে মুক্ত থেকে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখাই রাসুলের অনুপম আদর্শের অন্যতম শিক্ষা।”
অধ্যাপক ড. শামসুল আলম বলেন, “রাসুলের জীবনচরিত জানা কোন মানুষ কারো ক্ষতি করতে পারেন না। কারণ রাসুলুল্লাহ কখনো কারো কোন ক্ষতি করেন নি। সর্বদা উপকার করেছেন। তোমরাও দেশ ও জাতির উপকারে নিয়োজিত হবে।”
বিশেষ আলোচক ড. মোস্তফা মনজুর বলেন, “রাসুলুল্লাহ সা. এর সিরাত গবেষণা করতে হবে সিরাতের ক্ল্যাসিক্যাল গ্রন্থগুলো থেকে। তাহলে রাসুলুল্লাহর জীবনের উদ্দেশ্যগুলো সুন্দরভাবে জানা সহজ হবে।”
আলোচনা শেষে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন বিভাগের শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলী। এসময় প্রতিযোগীদের মধ্য থেকে পর্যায়ক্রমে প্রথম ২০ জনকে পুরস্কৃত করা হয়।
এতে ১ম স্থান অধিকার করেন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. সাখাওয়াত হোসেন। ২য় স্থান অধিকার করেন মুকতাদা খাতুন নিতু। ৩য় স্থান অধিকার করেন নিশাত তামান্না।
এই প্রতিযোগিতার প্রধান আয়োজক ২০১৮-১৯ সেশনের মাস্টার্সের শিক্ষার্থী মোঃ মাজহারুল ইসলাম বলেন, "মানবজীবনের জন্য অপরিহার্য জীবনপদ্ধতি হিসেবে রাসূলের (সা) আদর্শ অনুসরণীয়। তার জীবনের প্রতিটি বাঁকে বাঁকে রয়েছে মানবজীবনের জন্য মণিমুক্তা। আর তা আহরণের জন্য সিরাত পাঠের কোনো বিকল্প নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় পরিসরে সেই মহত্তম জীবনাদর্শের সাথে পরিচয় করিয়ে দেওয়ার নিমিত্তে আমরা এই উদ্যোগ গ্রহণ করি। পূর্বের কোন ধারাবাহিকতা না থাকা স্বত্তেও আমাদের এমন ব্যতিক্রমী উদ্যোগ সফল হওয়ার পিছনের একদল স্বেচ্ছাসেবী সহপাঠী ও ছোট ভাইবোনের ভূমিকা ছিল অপরসীম। আমি প্রত্যাশা রাখি এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সর্বকালের সেরা মানবজীবনী পাঠ করার মাধ্যমে জীবন গড়ার প্রত্যয় করবেন।"
প্রতিযোগিতার ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালনকারী ২০২০-২১ সেশনের শিক্ষার্থী তাবাসসুম বিনতে মোঃ উল্লাহ বলেন, "সর্বশেষ নবী মানবজাতির পথপ্রদর্শক হযরত মুহাম্মদ (সা) এর সিরাত নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ব্যতিক্রমধর্মী এই আয়োজন সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত।এই প্রতিযোগিতাটি সকলকে রাসুল (সা) এর সিরাত নিয়ে জানার সুযোগ ও আগ্রহ সৃষ্টির একটি জায়গা করে দেয়ার প্রয়াস করেছে।প্রতিটি ঘরে রাসুল (সা) এর সিরাত বিকশিত হোক এটাই আমাদের লক্ষ্য।"
এছাড়া উপস্থিত মেহমানদের আলোচনার উপর শ্রোতাদের জন্য ছিল কুইজ প্রতিযোগিতা। বিজয়ী ৫ জন শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে পুরস্কৃত করা হয়।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
খুশদিল ঝড়ে খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রংপুর
ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে গ্রেপ্তার
বাগেরহাটের কলাতলা ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বাদশা মিয়া গ্রেফতার
লুকিয়ে পাথর লুঠে যেয়ে সিলেটে এক শ্রমিকের মৃত্যু !
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যানকে কার্যালয় থেকে বের করে দিয়ে তালা!
খুলনা-পাইকগাছা মহাসড়কে সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু
‘১০ দিনের ট্রেনিং করে ১ কোটি লোক যুদ্ধে যেতে প্রস্তুত’
বিএনপির ৩১ দফা বাস্তবায়নের জন্য শেরপুর বিএনপির মিছিল
রায়পুরায় জমির আইল নিয়ে মারামারি, আহত ৪
স্ট্রেচারে মাঠ ছাড়লেন জেসুস
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামির সতর্কতা
‘আমার কি সর্বনাশ হইয়া গেল রে, আমার সোনা হারায় গেল রে'!
ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে আ'লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
কুষ্টিয়ায় বিএনপির সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত জামায়াতকর্মীর মৃত্যু
ইনকিলাবে সংবাদ প্রকাশ সেই কৃষি কর্মকর্তাকে বদলী
ইসলামবিদ্বেষীদের মোকাবেলায় মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্য খুবই জরুরি
না.গঞ্জে নির্বাচন কমিশনার ‘সৎ উদ্দেশ্য থাকলে নির্ভেজাল ভোটার লিস্ট করা সম্ভব’
আর্মি ডে’র কুচকাওয়াজে প্রথমবার অংশ নিচ্ছে রোবট সেনা
বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার মাল্টিপল-এন্ট্রি ভিসা প্রদানের আহ্বান প্রধান উপদেষ্টার