ইবনে সিনা হাসপাতালে রুশ কিশোরীর শ্লীলতাহানি, গ্রেপ্তার ১

Daily Inqilab অনলাইন ডেস্ক

২০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৪ এএম | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৪ এএম

রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রুশ কিশোরী শ্লীলতাহানির শিকার হয়েছে। এই রুশ কিশোরীর মা রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের একজন বিদেশি কর্মকর্তা।

কিশোরীকে যৌনপীড়নের অভিযোগে তার মা মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। গত ৮ ফেব্রুয়ারি এই ঘটনা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলায় হাসপাতালের একজন স্টাফ আবুল কাশেমকে আসামি করা হয়েছে।

মিরপুর মডেল থাকা পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহারে জানানো হয়, রুশ কিশোরীর ডান হাতের বগলের নিচে একটি ফোঁড়ার অস্ত্রোপচারের জন্য গত ৮ ফেব্রুয়ারি রাত ১টায় কল্যাণপুরে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে যান পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ওই নারী রুশ কর্মকর্তা।

এজাহারে নারী রুশ কর্মকর্তা বলেন, ‘সেখানে ডাক্তারের পরামর্শ মতে আমার মেয়েকে ভর্তি করা হয়। ঘটনার দিন রাত ২টার দিকে কর্তব্যরত ডাক্তার আনোয়ার হোসেন আমাদের কাছে এলেন এবং তার সাথে নীল ইউনিফর্ম পরা আবুল কাশেম ছিলেন। ডাক্তার আমার মেয়ে পলিনা কে ফোঁড়া দেখাতে বললেন। ফোঁড়াটি যেহেতু সংবেদনশীল জায়গার কাছাকাছি ছিল তাই আমার মেয়ে বিব্রতবোধ করছিল জায়গাটি উন্মুক্ত করতে। ঘটনার পরিপ্রেক্ষিতে, কর্তব্যরত ডাক্তার বাংলায় তারপাশে থাকা নীল গাউন পরা ব্যক্তিকে (আবুল কাশেম) একজন নার্সকে ডাকতে নির্দেশ দিলেন।’

নার্স আসার পর রুশ কিশোরী তার ক্ষতস্থান দেখায়। এজাহারে বলা হয়েছে, সেই সময় নীল গাউন পরা ব্যক্তিটি (কাশেম) ঘর থেকে বের না হয়ে দরজার সামনে এসে দাঁড়িয়েছিলেন।

এজাহারে নারী রুশ কর্মকর্তা আরও বলেন, ‘তখন কর্তব্যরত ডাক্তার কিংবা নার্স কেউই তাকে (কাশেম) রুম থেকে বের হতে নির্দেশ দেয়নি। এরপর ডাক্তার আমাকে বললেন যে তিনি অ্যাপয়েন্টমেন্ট করতে যাচ্ছেন এবং তখন উপস্থিত সবাই রুম থেকে বেরিয়ে গেল। প্রায় ১০ মিনিট পর ওই নীল গাউন পরিহিত ব্যক্তিটি (কাশেম) একা ফিরে আসেন এবং আমাকে জিজ্ঞাসা করেন, ডাক্তার জিজ্ঞাসা করেছেন পলিনার আগে ফোঁড়া ছিল কি না। আমি উত্তর দিলাম যে 'হ্যাঁ', এবং তখন তিনি সেটা ঠিক কোথায় সেটা দেখাতে বললেন। পলিনাকে আবার তখন কাপড় খুলতে হয়েছিল এবং স্বভাবতই তার প্রাইভেট পার্ট সামান্য উন্মুক্ত ছিল।’

এজাহারে বলা হয়, পরে আবারও কাশেম ফিরে আসেন এবং ফোঁড়ার স্থানে মলম লাগানোর কথা বলেন। পরে রাত প্রায় ৩টায় তিনি আবারও ফিরে আসেন। এ সময় জানান, ফোঁড়ার স্থান মুছে দেন। এ সময় কাশেম কিশোরীর শরীরের স্পর্শকাতর অংশে স্পর্শ করেন বলেও অভিযোগ করা হয় এজাহারে। সেই সময় চলে গেলেও আবারও ভোরে ফিরে আসেন কাশেম।

এজাহারে বলা হয়েছে, ‘যেহেতু তিনি অস্ত্রোপচারের অনুরূপ ইউনিফর্মে ছিলেন, একজন ডাক্তারের সাথে এসেছিলেন এবং পরে রোগ নির্ণয়ের সাথে সম্পর্কিত একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন, আমরা সেই মুহুর্তে অনুমান করতে পারিনি যে তিনি আসলে একজন চিকিৎসা কর্মী নন। এরপর রাত সাড়ে তিনটার দিকে তিনি আবার মশার স্প্রে নিয়ে আসেন এবং তিনি আমাদের পানি লাগবে কিনা জিজ্ঞেস করেন। তাকে আমার সন্দেহ হচ্ছিলো কারণ মেডিকেল স্টাফরা এই জাতীয় কাজ করে না। আমি তাকে চলে যেতে বললাম, আমরা তার ক্রমাগত উপস্থিতিতে অত্যন্ত ক্লান্ত এবং বিরক্ত ছিলাম।’

রুশ নারী কর্মকর্তা এজাহারে আরও বলেন, ‘সকাল সাড়ে ৬টায়, ঐ ব্যক্তি (কাশেম) আমাদের ঘুম থেকে তুলে বললেন যে আমাদের ফোঁড়ার চিকিৎসা করা দরকার। তার হাতে শুধু অ্যালকোহল প্যাড ছিল। গুগল ট্রান্সলেট ব্যবহার করে, তিনি আমাকে বারান্দায় যেতে বললেন। কারণ জানতে চাইলে তিনি বললেন, আমি থাকলে তার চিকিৎসা কাজে ব্যাঘাত ঘটবে। তাকে অদ্ভুত ও নার্ভাস লাগছিল এবং তারপর আমি সবকিছু বুঝতে পেরেছিলাম। তখন আমি জোরে জোরে বললাম তাকে বের হয়ে যেতে এবং এখানে যাতে সে না আসে। আমি তাকে জোরে চিৎকার করে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিতে চাইলে তিনি আমার হাত ধরতে শুরু করলেন, "দুঃখিত এবং "না, না, না" বলে চিৎকার করলেন। তিনি আমার হাত এত জোরে চেপে ধরলেন যে এটি একটি ক্ষত রেখে গেছে। আমি তাকে রুম থেকে বের করে দিয়ে জোরে জোরে ইংরেজিতে বলেছিলাম আর কখনো এখানে আসবেন না।’

এ ঘটনার পরে ইবনে সিনা মেডিকেলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা রুশ নারী কর্মকর্তার কাছে দুঃখ প্রকাশ করেন বলে জানানো হয়েছে এজাহারে। পরে তিনি তাঁর মেয়েকে নিয়ে অন্য আরেকটি হাসপাতালে চলে যান।

ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ নূরে আলম সবুজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছু বলতে চাননি। মিটিং আছে বলে ফোন রেখে দেন।

ডিএমপির মিরপুর বিভাগের ডিসি জসিম উদ্দিন জানান, মামলার প্রেক্ষিতে ফরিদপুর থেকে আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়েছে।


বিভাগ : মহানগর


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

কুবি উপাচার্যকে ক্ষমা চাইতে ৪৮ ঘণ্টার সময় বেধে দিল আবাসিক শিক্ষার্থীরা

কুবি উপাচার্যকে ক্ষমা চাইতে ৪৮ ঘণ্টার সময় বেধে দিল আবাসিক শিক্ষার্থীরা

ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনুন

ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনুন

ফেরাউনের মূর্তি ফিরলো মিসরে

ফেরাউনের মূর্তি ফিরলো মিসরে

রাজধানীতে শিলা বৃষ্টি

রাজধানীতে শিলা বৃষ্টি

‘টাইটানিক’ এবং ‘লর্ড অব দ্য রিংস’ অভিনেতা বার্নার্ড হিল মারা গেছেন

‘টাইটানিক’ এবং ‘লর্ড অব দ্য রিংস’ অভিনেতা বার্নার্ড হিল মারা গেছেন

চবির সমাবর্তন ৮ ডিসেম্বর

চবির সমাবর্তন ৮ ডিসেম্বর

পিরিয়ডে হেভি ফ্লো নিয়ে হ্যাসেল-ফ্রি থাকতে, কী করবেন

পিরিয়ডে হেভি ফ্লো নিয়ে হ্যাসেল-ফ্রি থাকতে, কী করবেন

বান্দরবানে মাইন বিস্ফোরণে দুই পা বিচ্ছিন্ন, আহত ৩

বান্দরবানে মাইন বিস্ফোরণে দুই পা বিচ্ছিন্ন, আহত ৩

বিদ্যুৎ গেল কোথায়, আমার এলাকাতেই ৫ ঘণ্টা থাকে না

বিদ্যুৎ গেল কোথায়, আমার এলাকাতেই ৫ ঘণ্টা থাকে না

হৃদয়-মাহমুদউল্লার ব্যাটে বাংলাদেশের অনায়াস জয়

হৃদয়-মাহমুদউল্লার ব্যাটে বাংলাদেশের অনায়াস জয়

আমরা চাই বারবার মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ক্ষমতায় আসুক- গৃহায়ণ মন্ত্রী

আমরা চাই বারবার মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ক্ষমতায় আসুক- গৃহায়ণ মন্ত্রী

ভোটের দিন অস্ত্র নিয়ে যেতে বললেন ইউপি মেম্বার!

ভোটের দিন অস্ত্র নিয়ে যেতে বললেন ইউপি মেম্বার!

আখাউড়ায় আ. লীগের ঐক্যের প্রার্থীর সমর্থনে সরে দাঁড়ালেন সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন

আখাউড়ায় আ. লীগের ঐক্যের প্রার্থীর সমর্থনে সরে দাঁড়ালেন সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ

কালিয়াকৈরে বনবিভাগের অবৈধ দখলে থাকা কোটি টাকার জমি উদ্ধার

কালিয়াকৈরে বনবিভাগের অবৈধ দখলে থাকা কোটি টাকার জমি উদ্ধার

৯ মে ঢাকায় আসছেন ভারতীয় পররাষ্ট্রস‌চিব

৯ মে ঢাকায় আসছেন ভারতীয় পররাষ্ট্রস‌চিব

দুইসপ্তাহ জুড়ে পথচারীদের মাঝে পানিও স্যালাইন বিতরণ

দুইসপ্তাহ জুড়ে পথচারীদের মাঝে পানিও স্যালাইন বিতরণ

বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচে বৃষ্টির বাধা

বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচে বৃষ্টির বাধা

দরকারী কাগজে নাপাকি লাগলে কী করণীয় প্রসঙ্গে।

দরকারী কাগজে নাপাকি লাগলে কী করণীয় প্রসঙ্গে।

দুই দিনে সোনার দাম বাড়ল ১৭৮৫ টাকা

দুই দিনে সোনার দাম বাড়ল ১৭৮৫ টাকা