গোপীবাগে ট্রেনের জানালায় পুরে মারা যাওয়া তালহার বিয়ে হয়নি
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪ এএম
গত ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনের দুদিন আগে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগে। এ ঘটনায় ৪ জন নিহত হয়। গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ডিএনএ টেস্টের মাধ্যমে নিহতদের পরিচয় শনাক্তের পরই মরদেহগুলো স্বজনদের বুঝিয়ে দেয়া হয়।এর মধ্যে বেনাপোল এক্সপ্রেসে আগুনে পুড়ে মারা যাওয়া চারজনের একজন রাজবাড়ীর যুবক আবু তালহা (২৪)। গত ৫ জানুয়ারি রাতে ট্রেনটিতে আগুন লাগার পর জলন্ত ট্রেনের জানালায় দগ্ধ অবস্থায় এই তালহাকেই হাত নাড়তে দেখা গিয়েছিল।
ট্রেনে আগুনের ঘটনা টের পেয়ে ট্রেনটি যখন গোপীবাগে তখন বগির জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করেন এক যুবক। কিন্তু শেষ রক্ষা হয়নি। ওই সময় প্রত্যক্ষদর্শীরা জানান, কমলাপুরে প্রবেশের সময় একটি কামরায় আগুন দেয় নাশকতাকারীরা। এতে যাত্রীরা যে যেভাবে পারেন কামরা থেকে বেরিয়ে আসেন। এ সময় এক যুবক আগুনে আটকা পড়েন। তিনি বেশ কিছুক্ষণ আগুনের ভেতরেই দৌড়-ঝাঁপ করে বাঁচার চেষ্টা চালান। তবে শেষ পর্যন্ত আর নিজেকে রক্ষা করতে পারেননি।
তবে সেই সময় প্রত্যক্ষদর্শীদের সূত্রে ও তাদের ভাষ্য অনুযায়ী অনেক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছিল, ট্রেনে থাকা স্ত্রী-সন্তান আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়ায় তিনি আর ট্রেন থেকে নামতে চাননি। এ ধরনের বেশ কিছু সংবাদের শিরোনাম তখন ছড়িয়ে পড়েছিল সোশাল মিডিয়ায়। তবে তালহা বিয়ে করেননি বলে নিশ্চিত করেছেন তার বাবা আবদুল হক মণ্ডল।
তিনি জানান, তালহা বিয়েই করেননি। আগুন লাগা বেনাপোল এক্সপ্রেসে তালহার স্ত্রী-সন্তান থাকার যে খবর সে সময় অনেক সংবাদমাধ্যমে এসেছিল, তা সঠিক নয়।
তিনি বলেন, তালহার পড়াশোনা শেষ হয়নি। সে সৈয়দপুর আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষে পড়ত। তার বিয়ে হয়নি, ফলে স্ত্রী-সন্তান থাকার তথ্য সঠিক নয়।
রাজবাড়ীর ছেলে তালহার ফরিদপুর থেকে ঢাকা হয়ে সৈয়দপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার কথা ছিল জানিয়ে তার বাবা বলেন, গত ৫ জানুয়ারি ঢাকার উদ্দেশ্যে ফরিদপুর স্টেশন থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে যাত্রা করেছিল তালহা। ঢাকায় নেমে সেখান থেকে তার সৈয়দপুরের ট্রেনে ওঠার কথা ছিল। কিন্তু ট্রেনে অগ্নিকাণ্ডের পর থেকে তার আর কোনও খোঁজ পাইনি আমরা। ডিএনএ টেস্টের মাধ্যমে তার মরদেহ শনাক্ত করে প্রায় ১ মাস ৯ দিন পর তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এর আগে, গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজবাড়ী সদর উপজেলার কালুখালীর মৃগী ইউনিয়নের বড়ইচারা গ্রামে তালহার মরদেহ দাফন করা হয়।
তালহার বাবা আব্দুল হক মণ্ডল বলেন, ছেলে তালহাকে নিজে গিয়ে ট্রেনে উঠিয়ে দিয়ে এসেছি। আমি বুঝতে পারিনি ওটাই আমার ছেলেকে শেষ দেখা হবে।
তালহার বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, বাঁচার আকুতি জানানো যে ছবিটি ভাইরাল হয়েছিল, সেটিই ছিল আমার ছেলে আবু তালহা। একটা নিষ্পাপ ছেলে আগুনে দগ্ধ হয়ে কী মারাত্মক যন্ত্রণার মধ্য দিয়ে মারা গেল।
নির্বাচন প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা হরতালের আগের রাতে বেনাপোল থেকে পদ্মা সেতু হয়ে ঢাকার কমলাপুর রেল স্টেশনে আসার পথে আগুন লাগা বেনাপোল এক্সপ্রেসের ‘চ’ বগিতে তালহার সঙ্গে পুড়ে মারা যায় আরও তিনজন।
এ বিষয়ে কমলাপুর রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বলেন, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় জানালায় পুড়ে যাওয়া সেই ছেলেটির বাড়ি রাজবাড়ী। তার নাম আবু তালহা।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্যাংকিং সেবা খাতে এখনো ভারতীয় আধিপত্য
পরিষ্কার বার্তা চায় জনগণ
অবশেষে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ
কারাগারে এস কে সুর
‘গ্রিনল্যান্ডকে সামরিক এলাকা বানাতে চান ট্রাম্প’
ছাত্রলীগ নেত্রী নিশি দুই দিনের রিমান্ডে
অভি খালাস! তাহলে খুনী কে?
জল্পনা উড়াল চীনা সংস্থা টিকটক কিনছেন না মাস্ক
ধামরাইয়ে খাদ্যদ্রব্য তৈরির কারখানায় ফের আবার ডাকাতির চেষ্টা
রাজউক জোনাল অফিস স্থানান্তর আদেশের প্রতিবাদে মানববন্ধন
দ্বিতীয় দিনের মতো অনশনে অব্যাহতি পাওয়া এসআইরা
বন্ধ বেক্সিমকো খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন
আধুনিক ডেটা ওয়্যারহাউজ স্থাপন করবে বিবিএস
পরিবারসহ জ্যাকব ও ছেলেসহ সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রিন্স মামুনের বিরুদ্ধে চার্জগঠন শুনানির নতুন তারিখ
সামাজিক ও আচরণ পরিবর্তনের বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির আহ্বান ইউজিসি’র
চুক্তিতে নিয়োগের দৌড়ে নওফেলের জালাল উদ্দিন চৌধুরী
পুলিশের চাকরি হারিয়ে ছিনতাইয়ে নামেন হাকিম
ভোটার তালিকা হালনাগাদে সহায়তা করবে ইউএনডিপি
সাকরাইনে মেতেছে পুরান ঢাকা