শবে বরাতে আল্লাহর কাছে হাত তুলে চাইছেন মাগফেরাত
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৫ পিএম | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৫ পিএম
কবরের পাশে দাঁড়িয়ে কেউ কাঁদছেন, কেউ করছেন কোরআন তেলাওয়াত, আবার অনেকেই হাত তুলে আল্লাহর কাছে আর্জি জানাচ্ছেন প্রিয়জনের আত্মার মাগফেরাতের— এমন দৃশ্যই দেখা গেল রাজধানীর আজিমপুরের কবরস্থানে। শবে বরাতের রাতে প্রিয়জনের আত্মার মাগফেরাত কামনায় আশপাশ কিংবা দূরদূরান্ত থেকে এসেছেন এসব মানুষ।
সংশ্লিষ্টরা জানান, রোববার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকেই কবরস্থানে বাড়তে থাকে মানুষের ভিড়। আর এশার নামাজের পর যেন মানুষের ঢল নামে কবরস্থানে। এ অবস্থা চলতে থাকবে সারারাত ধরেই। ছোট-বড় বিভিন্ন বয়সী মানুষ স্বজনজনের কবরের পাশে দাঁড়িয়ে মোনাজাত করবেন আর আল্লাহর কাছে ক্ষমার ফরিয়াদ জানাবেন।
সরেজমিনে ঘুরে দেখা যায়, অন্য সময় নিরাপত্তার জন্য প্রধান ফটক ছাড়া বাকি গেট বন্ধ থাকলেও মানুষের সুবিধার জন্য উত্তর ও দক্ষিণ পাশের দুটি গেট উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এ ছাড়া দুই পাশের ছোট গেট দিয়েও মানুষ প্রবেশ করছেন। নিরাপত্তাসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। কবরস্থানের ভেতরে তদারকি করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। কবরস্থানের মাঝের দোতলা ওয়াক ওয়ে মানুষে ভরপুর।
বাবার কবর জিয়ারত করতে আসা আব্দুল জব্বার বলেন, আজিমপুর কবরস্থানে আমাদের পূর্বপুরুষদের দাফন করা হয়েছে। আমার বাবা-মা মারা গেছেন। তাদেরও এখানে দাফন করেছি। আমি প্রতি শবে বরাতে এখানে আসি। অন্য সময়ও আসা হয়। মূলত পরিবার-পরিজনসহ যারা কবরবাসী হয়ে গেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করার জন্য আজ এসেছি।
শেখ ফরিদ নামে আরেকজন বলেন, আমার ভাই মারা গেছেন করোনার সময়। যদিও তার কবরটি আর নেই। সেখানে সাত-আট মাস পরই অন্য মানুষকে কবর দেওয়া হয়েছে। তারপরও ভাইয়ের স্মৃতির টানে এখানে এসেছি। কবর জিয়ারত করব। স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুরের কবর জিয়ারত করতে আসা আরিফ রব্বানী বলেন, শবে বরাতে এখানে অনেক মানুষের ভিড় হয়। আমি আমার শ্বশুরের কবর জিয়ারত করার জন্য এসেছি। কবরস্থানে এলে আত্মশুদ্ধির একটি বিষয় এমনিতেই চলে আসে। অপরাধ করার মানসিকতা কমে যায়।
উল্লেখ্য, শবে বরাতের রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ এবাদত-বন্দেগির মাধ্যমে সময় কাটাবেন। একইসঙ্গে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে করা হবে বিশেষ মোনাজাত।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
বাংলাদেশ পুলিশের অত্যাচারী আচরণের নতুন ভিডিও ফাঁস
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'
পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান
বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে
হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস
শেখ পরিবার একটি চোরের কারখানা’
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন
জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন
টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি
আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!
মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার
আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ জন ফিলিস্তিনি, মানবিক সংকট চরমে
ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার