মই ব্যবসায়ীকে নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল
২০ মার্চ ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২০ মার্চ ২০২৪, ১২:০৪ এএম
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্বিরগঞ্জের শিমরাইলে রোড ডিভাইডারের দুইপাশে মই দিয়ে যাত্রীদের পারাপারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মইয়ের মালিককে রবিউলকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে তিন ফুটের দুইটি মই।
রোববার (১৭ মার্চ) রাত ৮টার দিকে শিমরাইল এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। এর আগে দুপুরে মই দিয়ে যাত্রী পারাপারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
আটককৃত যুবকের নাম রবিউল ইসলাম (২৬)। তিনি চট্টগ্রামের পূর্ব দুগাপুর এলাকার আলতাব হোসেনের ছেলে। তবে তিনি থাকেন সিদ্বিরগঞ্জের শিমরাইলে। পেশায় গাড়ি চালক।
পুলিশ ও স্থানীয়রা জানায়, যানজট এড়াতে ঢাকামুখী যানবাহনগুলো চলাচল করার জন্য গত বছর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে চারলেন রোড ডিভাইডার দিয়ে ফাঁকাগুলো বন্ধ করে দেওয়া হয়। ফলে দূরপাল্লার যানবাহনগুলো সরাসরি ঢাকায় যেতে পারে। এ লেনে সড়কের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজ থেকে মৌচাক এলাকায় ছাড়া যাত্রী উঠানামার ব্যবস্থা নেই। এখানে উঁচু বিভাজক দিয়ে দুই লেন বিভক্ত করে দেওয়া হয়েছে। তবে আঞ্চলিক যানবাহন চলাচলের জন্য খোলা রাখা হয়েছে বাকী দুই লেন। তবে দূরপাল্লার যাত্রীদের আঞ্চলিক লেনে আসতে হলে কাঁচপুর ব্রিজের সিদ্ধিরগঞ্জের পারে নেমে হেঁটে কিছুটা সামনে নামতে হয়।
এরপর সেখান থেকে আঞ্চলিক সড়কের যানবাহনে উঠে যেতে হয়। আর এই সুযোগ নিয়েছে রবিউল। সে সকাল থেকে মহসড়কের শিমরাইলের সড়ক ও জনপথ অধিদপ্তর অফিসের সামনে ছোট দুটি মই দিয়ে রাস্তার ডিভাইডারের দু’পাশে রেখে যাত্রীদের পারাপার করার ব্যবসা করে। এতে দূরপাল্লার যানবাহন থেকে যাত্রীরা নামার পর হাটার ভঁয়ে তার মই দিয়ে ডিভাইডারের উপরে উঠে, আবার আরেকটি মই দিয়ে নিচে নামে রাস্তা পার হয়। এর বিনিময়ে একজনের কাছ থেকে রবিউল দিনভর ৫ টাকা করে নেয়। গত কয়েকদিন ধরে যাত্রীরা এভাবেই তার মই দিয়ে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে। দুপুরে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর মই নিয়ে পালিয়ে যায় রবিউল। তার সঙ্গে আর আর একজন এ কাজে যুক্ত ছিল।
এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখনও চলছে আলোচনা। কেউ বলছেন, সে জনগণের উপকার করেছেন। আবার কেউ বলছেন, সে এটি অবৈধ কাজ করেছে। তার শাস্তি হওয়া উচিত।
আতফার নামে একজন লিখেছেন, মই ওয়ালাকে ধন্যবাদ, উনার কারণেই সাধারণ জনগণের সমস্যাটা সামনে এলো।
সুইট নামে একজন লিখেছেন, ডিভাইডারের মাঝে নির্দিষ্ট দূরত্ব পরপর চলাচলের জন্য ফাঁকা জায়গা রাখা অবশ্যই উচিত। এতে মানুষ পারাপার হচ্ছে এবং যেখানে ব্যবসা ফেঁদে বসেছে তার মানে ওখানে অবশ্যই একটি ফাঁকা জায়গা দরকার। মানুষের প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা করা উচিত ছিল।
ফারুক নামে একজন লিখেছেন, যারা বাজারে দ্রব্যমূল্য প্রতিকেজি ৫০/১০০ বা তার বেশি নেয়, তাদের বিরুদ্ধে এভাবে ব্যবস্থা নিতে দেখি না। কারণ তাদেরটা অনেক ক্ষমতা, যে কারণে তাদের নাম কেউ মুখে নিতে পারে না।
ইউজার নামে একজন লিখেছেন, আমাদের বুদ্ধি ও চিন্তার অভাব। তাই মানুষ পার হবার রাস্তা রাখে নাই। যার ফলে মানুষ বাধ্য হয়েই এভাবে রাস্তা পার হচ্ছে। আর এই সুযোগে অসাধু লোকেরা আবার ব্যবসায় খুলে বসেছে। অনেক রোডেই এই অবস্থা। তখন মানুষ না পারতে এভাবে পার হচ্ছে। কারণ কত দূর হাঁটবে মানুষ, আবার অনেক মহিলা বা বৃদ্ধা আছেন, যাদের পক্ষে অত দূর হেঁটে গিয়ে ওভারব্রিজ পার হওয়া সম্ভব না। এগুলো রাষ্ট্রপক্ষের ভাবা উচিত।
আলাউদ্দিন নামে একজন লিখেছেন, যারা মই বসিয়ে এই ধরনের অপকর্মে জড়িত প্রথমে এদের পরিচয় ও কোন দলের লোক বা কার সহায়তায় এই ধরনের কাজ করে থাকেন তাদের পরিচয়টা বাংলাদেশের জনগণকে জানানোর জন্য অনুরোধ রইল সাংবাদিক ভাইদের প্রতি।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে আজকের বৈঠক বর্জন করবে লেবার পার্টি
দেশে ফিরতে চান মডেল তিন্নি হত্যা মামলায় খালাস পাওয়া অভি
দুর্নীতির মাধ্যমে পুতুলের ডব্লিউএইচও'র পদ পাওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু
বাড়িতে ঢুকে সাইফ আলিকে ৬ বার ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি
রাজশাহী জেলা ছাত্রদল নেতার পিতা বাচ্চু সরকারের দাফন সম্পন্ন
মোংলায় সড়কের ওপর রাখা পাথরের ধাক্কায় যাত্রীবাহী ভটভটিতে থাকা দুই যাত্রীর মৃত্যু, আহত ৪
গাজায় ঐতিহাসিক পরাজয় ইসরাইলের
১৭ বছর পর আজ দুপুরে কারামুক্ত হচ্ছেন বাবর
দীর্ঘ এক যুগ পর কারামুক্ত হলেন ডেসটিনির চেয়ারম্যান
আজ কুড়িগ্রামে মার্চ ফর ফেলানী, নেতৃত্বে সারজিস আলম
বাংলাদেশে আসছেন পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল সাহির শমসদ
গাজায় যুদ্ধবিরতি চুক্তি ইসরাইলের ‘ঐতিহাসিক পরাজয়’: হামাস
যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও গাজায় হামলা ইসরাইলের, নিহত অন্তত ৩০
জুলাই ঘোষণা : কারা যাচ্ছেন আজকের বৈঠকে
গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হামাস-ইসরাইল
যে সব শর্তে গাজায় যুদ্ধবিরতি
এনসিটিবির সামনে হামলার ঘটনায় গ্রেপ্তার ২
নোয়াখালীর সদর উপজেলার ইউপি চেয়ারম্যান বাবলু আটক
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫