হিন্দুত্ববাদের দালালরা মুসলমানদের ধর্মীয় অধিকার হরণ করতে মরিয়া হয়ে উঠেছে
২০ মার্চ ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২০ মার্চ ২০২৪, ১২:০৪ এএম
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির আল্লামা সরওয়ার কামাল আজিজী বলেছেন, দেশ আজ ভারতীয় আধিপত্যবাদের জাঁতাকলে পিষ্ঠ। ফ্যাসিস্ট শাসনে অতিষ্ঠ দেশের মানুষ। দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার চরমভাবে ব্যর্থ। ভোট ছাড়া ক্ষমতা আঁকড়ে ধরে আছে। তাই জনগণের কাছে জবাবদিহিতার কোনো বালাই নেই। কিন্তু এভাবে তো দেশ চলতে পারে না। আজকে আমি আছি, আপনি আছেন, কিন্তু দেশ আমাদের হাতে নেই। আমাদের স্বাধীনতা নেই। সেজন্য আজকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ভারতীয় আধিপত্যবাদকে পরাজিত করা গেলে আওয়ামী দুঃশাসনের নাগপাশ থেকে জাতিকে আমরা মুক্ত করতে পারব ইনশাআল্লাহ। আজ মঙ্গলবার রাজধানীর পল্টনস্থ এক রেস্টুরেন্টে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে পার্টির আমির আল্লামা সরওয়ার কামাল আজিজী এসব কথা বলেন। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।
জামায়াত ইসলামীর নায়েবে আমির মাওলানা আ. না ম শামসুল ইসলাম বলেন, আজকে দেশে বিশ্ববিদ্যালয়ে ইফতারি করতে বাধা দেয়া হচ্ছে। পূজা হবে, গান হবে, কিন্তু কোরআন তেলাওয়াত হতে পারবে না। এ কোন সময়ে এসে দাঁড়ালাম আমরা! হিন্দুত্ববাদের দালালরা মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা ও অধিকার হরণ করতে মরিয়া হয়ে উঠেছে। আমাদের বিভেদ ও অনৈক্যের কারণেই আজ আমরা নিপীড়িত হচ্ছি। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা হুমকির মুখে পড়েছে। এখনই সময় থাকতে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে না পারলে সামনে আমাদের কঠিন মাশুল দিতে হবে। জমিয়তে ওলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, আমাদের এই দেশকে অন্য কোনো শক্তি এসে রক্ষা করবে না। আমাদের স্বাধীনতা ও অধিকার আমাদেরই রক্ষা করতে হবে। সুতরাং, আর দেরি নয়। জেল-জুলুম নবী-রাসূলগণও সয়েছেন। এতে আমাদের বিচলিত হলে চলবে না। দেহে যতক্ষণ প্রাণ থাকবে, রক্ত সচল থাকবে, ততক্ষণ আমাদের এক হয়ে সংগ্রাম করে যেতে হবে। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াত ইসলামীর নায়েবে আমির মাওলানা আঃ না ম শামসুল ইসলাম, এন ডি এম চেয়ারম্যান ববি হাজাজ,জমিয়তে ওলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজু রহমান ইরান, জায়ামাতে ইসলামীর এটিএম মাসুম, মাওলানা আব্দুল হালিম, মসজিদ মিশনের সেক্রেটারি জেনারেল ডক্টর খলিলুর রহমান আল মাদানী, ইসলামী ঐক্য আন্দোলনের মহাসচিব মোস্তফা তারিকুল হাসান, এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, গণ অধিকার পরিষদের মহাসচিব রাশেদ খান, জাগপার সিনিয়র সহ-সভাপতি রাশেদ প্রধান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার সম্পাদক আহমদ আব্দুল কাইয়ুম, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সংগঠন সচিব মুফতি বশির উল্লাহ, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতি মুনির হোসাইন কাসেমী, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা মুফতি ফখরুল ইসলাম, জাতীয় মুফাসসির পরিষদের মহাসচিব শায়খ জামান উদ্দিন, প্রফেসর শায়খ ওসমান গনি, নেজামে ইসলাম পার্টির নায়েবে আমির মুফতি মোহাম্মদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী, মাওলানা শেখ লোকমান হোসেন, মাওলানা ইয়াসিন হাবিব, ডাক্তার মাওলানা ইলিয়াস খান, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ড. আব্দুল জলিল, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কুরবান আলী কাসেমী, সংগঠন সচিব এনামুল হক মুসা, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের প্রচার সচিব মাওলানা জয়নাল আবেদীন, অর্থ সম্পাদক মুফতি জাকির হোসেন কাসেমী, নেজামে ইসলামের সংগঠন সচিব প্রিন্সিপাল মাওলানা আবু তাহের খান, প্রচার সচিব মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ খান, ছাত্র বিষয়ক সচিব হাফেজ মাওলানা আবুল মঞ্জুর, সহকারি অর্থ সচিব আলহাজ আনোয়ারুল কবির, মাওলানা আতাউল্লাহ হুসাইনী, ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি এহতেশামুল হক সাখী, মহাসচিব বি এম আমীর জিহাদী।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গুলশান থেকে ওবায়দুল কাদেরের ‘পালিত ছেলে’ গ্রেফতার
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
বায়ুদূষণে আজ সবার শীর্ষে ঢাকা
শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
বাবরের মুক্তির অপেক্ষায় কারাগারের সামনে নেতাকর্মীদের ভিড়
ব্যাংক খাত নিপুন কারিগরের মতো যেভাবে ধ্বংস করেন এসকে সুর
প্রধান উপদেষ্টার সঙ্গে আজকের বৈঠক বর্জন করবে লেবার পার্টি
দেশে ফিরতে চান মডেল তিন্নি হত্যা মামলায় খালাস পাওয়া অভি
দুর্নীতির মাধ্যমে পুতুলের ডব্লিউএইচও'র পদ পাওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু
বাড়িতে ঢুকে সাইফ আলিকে ৬ বার ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি
রাজশাহী জেলা ছাত্রদল নেতার পিতা বাচ্চু সরকারের দাফন সম্পন্ন
মোংলায় সড়কের ওপর রাখা পাথরের ধাক্কায় যাত্রীবাহী ভটভটিতে থাকা দুই যাত্রীর মৃত্যু, আহত ৪
গাজায় ঐতিহাসিক পরাজয় ইসরাইলের
১৭ বছর পর আজ দুপুরে কারামুক্ত হচ্ছেন বাবর
দীর্ঘ এক যুগ পর কারামুক্ত হলেন ডেসটিনির চেয়ারম্যান
আজ কুড়িগ্রামে মার্চ ফর ফেলানী, নেতৃত্বে সারজিস আলম
বাংলাদেশে আসছেন পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল সাহির শমসদ
গাজায় যুদ্ধবিরতি চুক্তি ইসরাইলের ‘ঐতিহাসিক পরাজয়’: হামাস
যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও গাজায় হামলা ইসরাইলের, নিহত অন্তত ৩০
জুলাই ঘোষণা : কারা যাচ্ছেন আজকের বৈঠকে