‘ঢাবিতে কোরআন তেলাওয়াত করা যাবে না, কিন্তু রমজানে হোলি খেলা যাবে’
২৯ মার্চ ২০২৪, ০৮:০৯ পিএম | আপডেট: ২৯ মার্চ ২০২৪, ০৮:০৯ পিএম
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হোলি উৎসবের মেতে ওঠা একদল তরুণ-তরুণীর উদ্যোম নাচের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, কিছু শিক্ষার্থী হোলি খেলার নামে বেহায়াপনায় মেতে উঠেছে। তাদের মুসলিম পরিচয় দিতেও দেখা যায়।
ভিডিওতে আরও দেখা যায়, এক মুসলিম তরুণ মিউজিকের তালে তালে হোলির অনুষ্ঠানে নাচছে। একজন সাংবাদিক তাকে প্রশ্ন করছেন, ভাই রোজা আছেন? উত্তরে সে বলছে, জি। এরপর তাকে প্রশ্ন করা হয়, রোজা হালকা হয়ে যাবে না এই গানের আয়োজনে?
তখন ওই যুবক উত্তর দিচ্ছে, আল্লাহ রোজায় সংযম করতে বলছেন কিন্তু একটু তো আনন্দ ফুর্তি করাই যায়। এ কথা বলার পর সে বলে, এটা ঠিক আছে, আল্লাহ বিষয়টা বুঝতেছেন। ভাইরাল একই ভিডিওতে আরেক তরুণীকে জিজ্ঞেস করা হলে সে বলে, সব ঠিক আছে, সমস্যা টা হচ্ছে রোজা।
মুসলিম তরুণ প্রজন্মের এই অধঃপতনে সামাজিক মাধ্যমে অনেকেই হতবাক হয়েছেন। ভিডিওটি ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় শুরু হয় ফেসবুকে। অন্যদিকে, ঢাবিতে ইফতার ও কোরআন তেলাওয়াতে নিষেধাজ্ঞা আরোপ করলেও পবিত্র রমজানে প্রকাশ্যে হোলি খেলায় কোনো বাধা না দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনদের একাংশ।
এনিয়ে জৈষ্ঠ্য সাংবাদিক, কলামিস্ট ও গবেষক মেহেদী হাসান পলাশ এক ফেসবুক পোস্টে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, আমরা যদি হালাল বিনোদন, উৎসব ও সংস্কৃতি দিয়ে মুসলিম তরুণ প্রজন্মকে আটকাতে না পারি তাহলে মুসলিম তরুণ প্রজন্ম রং উৎসবের নামে দোল পূজার আচার হোলি উৎসব, হারাম উৎসবে আটকে যাবে।
রহমান তাওহীদ ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হোলি খেলার ভিডিওতো সবাই দেখেছেন তাইনা? এক আপুকে জিজ্ঞেস করা হলে বলে "সব ঠিকাছে, সমস্যা টা হচ্ছে রোজা। অধঃপতনের চূড়ান্ত লেভেল আর কি হতে পারে?
হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেন, কিয়ামতের দিন রোজা ও কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে আমার প্রতিপালক, আমি তাকে পানাহার ও যৌনকর্ম থেকে বিরত রেখেছিলাম। সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। কিন্তু আমরা এমন জাতিতে পরিণত হয়েছি যে রোজা নাকি তাদের জন্যে সমস্যা হয়ে গেসে। নাউজুবিল্লাহ।
এদিকে, মিল্লাত হোসেন গভীর উদ্বেগ জানিয়ে লিখেছেন, বাংলাদেশে বিশ্ববিদ্যালয় গুলোতে রমজানে ইফতার মাহফিল হলে সেখানে বাধা ও নিষেধাজ্ঞা আসে। সাহরীতে হলে গরুর গোস্তের উপর নিষেধাজ্ঞা আসে। প্রকাশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে হোলি খেলার নামে রং মারামারি ও উশৃংখল নৃত্যের ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা কি?
সামসুদ্দিন বিজয় কামাল লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি এ রমজান মাসে হোলি খেলার মত একটা নষ্টামি অনুমোদন পেতে পারে তাহলে ইফতার পার্টি বা ইফতার মাহফিলের অনুমতি কেন পাবে না? এ বিশ্ববিদ্যালয়ে কি এখন শুধু নষ্ট কাজের এ অনুমোদন দেয়া হয়? অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোজা, ইফতার এবং কোরআন তেলাওয়াত করা যাবে না, কিন্তু রমজান মাসে হোলি খেলা যাবে। পবিত্র এইমাসে আসল শয়তানের অবর্তমানে এগুলো কোন শয়তানের লীলাখেলা?
মুরাদ খান লিখেছেন, হিন্দুদের হোলি উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বাধার সম্মুখীন হতে হলো না, রমজানে কোরআনের আলোচনায় কেন ছাত্রলীগ ও প্রশাসন আমাদের মুসলমান ভাইদের উপর হামলা করল? তবে কি বাংলাদেশকে অচিরেই ইন্ডিয়ার একটি প্রদেশ হিসেবে ঘোষণা করার পথকে সুগম করে দিচ্ছে এদেশের ক্ষমতা লোভী একটি মহল। বাংলাদেশে মুসলমানদের করুন পরিণতি দেখার অপেক্ষা করা ছাড়া আমাদের কিছুই করার নেই, আমি আপনি এর বিরুদ্ধে কিছু বললেই আমরা মৌলবাদী, জঙ্গি সন্ত্রাস।
মিজান মেহেদী লিখেছেন, রমজানে মাসে এসব আয়োজনের কেউ জবাবদিহিতা চায় না কিন্তু ইফতার মাহফিল করলে আয়োজকদের তলব করা হয়। সেই সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের থেকে এর চেয়ে ভালো কথা আমরা আশাও করি না।
যে সকল সন্তানকে জন্মের পর থেকেই সফলতা বলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াকে বুঝানো হয় তাদের থেকে আমরা এর চেয়ে ভালো কিছু আশা করি না। কে এদের বুঝাবে, একদিন মরতে হবে? আল্লাহর সামনে দাড়াতে হবে?
রাহাত রাইহান লিখেছেন, যে বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিল, কোরআন তেলাওয়াত করতে দেয়া হলো না এই রমজান মাসে, আজ সেখানে বড় করে জাঁকজমক ভাবে নেচে গেয়ে হোলি উৎসব উৎযাপিত হলো। বাহ! এই নাকি প্রাচ্চের অক্সফোর্ড? আর সবচেয়ে অবাক হওয়ার বিষয় হচ্ছে মুসলিম শিক্ষার্থীরাও সেখানে অংশগ্রহণ করলো রোজা থাকা অবস্থায়। না, আমি হোলি উৎসব এর বিরুদ্ধে বলছি না। মুসলিমদের যেমন অধিকার আছে ধর্ম চর্চার ঠিক তেমনি দেশে বসবাসরত সকল ধর্মেরই অধিকার আছে নিজ ধর্ম পালনের। ছোটবেলায় এটাই শিখেছিলাম। এটাই শেখানো হত তখন আমাদের বই এ। অথচ সেই জেনারেশনই আমরা ধর্ম নিরপেক্ষতার নামে ইসলাম বিদ্বেষের শিকার হচ্ছি প্রতিনিয়ত। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না এরকম আরও অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় আছে।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
‘‘এই বাংলাদেশে হয় আওয়ামীলীগ থাকবে না হয় আমরা থাকব’’ : হাসনাত আব্দুল্লাহ
পীরগঞ্জে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির শীর্ষক সেমিনার ও প্রদশর্নী
নাহিদকে নিজের দলে নিতে চেয়েছিলেন ইফতিখার
নানা ভাবে পূনর্বাসিত হওয়ার চেষ্টা করছে আওয়ামীলীগ
ঈশ্বরগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নওগাঁয় জমিয়তে উলামায়ে ইসলামের কাউন্সিল অধিবেশন
পেকুয়ায় আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাবের সার্টিফিকেট অনুষ্ঠান সম্পন্ন
সোনারগাঁওয়ে ডিগবার ফুটবল খেলার পুরস্কার বিতরণ
লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৫৭ জন
বাতিল হলো জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০২৩
ব্লু পেপার চালু রাখার দাবিতে সাতক্ষীরার নির্বাহী আদালতে আইনজীবীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
ইসলামপুর দরবার শরীফের ৮১তম মাহ্ফিল
ঐক্যের মাঝে এ সরকারের জন্ম, একতাই শক্তি: প্রধান উপদেষ্টা
বরগুনায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শাপলাকুঁড়ি ট্রফি'র শুভ উদ্বোধন
বিদেশ থেকে বাড়িতে এসেই দেখলে স্ত্রীর ঝুলন্ত মরদেহ
বগুড়া ইতিহাস চর্চা পরিষদের উদ্যোগে ডা. সি এম ইদরিসের ৯৬তম জন্মদিন উদযাপন
নরসিংদীতে ভ্রাম্যমান আদালতকে লক্ষ্য করে অবৈধ বালু দস্যুদের গুলি বর্ষণ
‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করাই বর্তমান নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য’
মির্জাপুরে নদী তীর থেকে মাটিকাটার অপরাধে দুই মাটি ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা