বুয়েটে ফের ছাত্র রাজনীতি ফেরানোর প্রচেষ্টায় ছাত্রলীগ, যা বলছেন নেটিজেনরা
০১ এপ্রিল ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ০১ এপ্রিল ২০২৪, ১২:০৫ এএম
ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের খুনের পর থেকে বুয়েটে সাংগঠনিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। কয়েকদিন আগে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকর্মীদের রাতের আঁধারে বহিরাগত রাজনৈতিক কর্মীদের নিয়ে বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করে। এই ঘটনা নিয়ে বুয়েটের শিক্ষার্থীরা আন্দোলনের ডাক দেয়। অন্যদিকে, বুয়েটে ফের ছাত্র রাজনীতি ফেরাতে আজ সমাবেশও করেছে ছাত্রলীগ। এঘটনায় ফের উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম।
ছাত্ররাজনীতি বিহীন নিরাপদ ক্যাম্পাসের দাবিতে নিজেদের অনড় সিদ্ধান্ত জানিয়েছে বুয়েট শিক্ষার্থীরা। রোববার এক সংবাদ সম্মেলনে বুয়েট ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত, অপশক্তির কবল থেকে মুক্ত এবং নিরাপত্তার নিশ্চয়তা দিলে সব ব্যাচের শিক্ষার্থীরা তাদের একাডেমিক কার্যক্রমে ফেরত যাবে বলেও ঘোষণা দেন।
নিরাপদ ক্যাম্পাস চাওয়ার দাবি থেকেই ক্রমাগত অসন্তোষ এখন তীব্র আন্দোলনে রূপ নিয়েছে। এই অসন্তোষ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।
সাধারণ শিক্ষার্থীদের সাথে সহমত পোষণ করে মোঃ আইনুল হক ফেসবুকে লিখেছেন, এতগুলো দেশের মেধাবী শিক্ষার্থী যদি রাজনীতি করে দেশের উন্নতি করে তাহলে প্রকৌশলী সাবজেক্ট নিয়ে পড়ার দরকার কি? এরা তো কোন মত পড়া শেষ করে সার্টিফিকেট হাতে নিয়ে রাজনীতির পথে হাটবে। আমরা তাহলে দেশের প্রযুক্তি কি জেনারেল শিক্ষার্থীদের দারা চালাব।
ছাত্ররাজনীতি করুক সমস্যা নাই। তবে প্রকৌশলী এবং মেডিকেল কলেজ গুলো এর বাইরে রেখে করা উচিত।
শোহানুর রহমান শাহীন লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি ডুকিয়ে সংস্কৃতির নাম করে মেধাশূন্য করে হলিডে পালন করে ছাত্রলীগ। শুধু বাকী ছিল বুয়েট আর এই বুয়েটে ছাত্র রাজনীতি ডুকিয়ে দেশকে মেধাশূন্য করে হলিডে পালন করে দেশকে পাশের দেশের রাজ্য পরিনত করা মনে হয় ছাত্রলীগের রাজনীতি।
মোহাম্মাদ রিয়াজ শেখ লিখেছেন, বুয়েট দেশের সবচেয়ে সেরা একটি প্রতিষ্ঠান। এখানে যারা পড়তে আসে তাদের প্রধান উদ্দেশ্যই হচ্ছে পড়াশোনা, অতীতে এমন একটা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির কারণে একজন এর জীবন দিতে হয়েছে। বিশ্বের আর কোথাও এমন সেরা ভার্সিটিগুলোতে ছাত্র রাজনীতি নেই যেমন Herbert, Cambridge, Oxford, etc.
দেশটা যেহেতু গণতান্ত্রিক তো সেখানে যেহেতু ৯৮% শিক্ষার্থী চাচ্ছে না ছাত্র রাজনীতি থাকু্ক তাহলে কেন জোর করে ছাত্র রাজনীতি ঢুকাতে হবে?
ছাত্র রাজনীতি ফেরানোর প্রচেষ্টায় ক্ষোভ জানিয়ে তাহসান মাহবুব আবিদ লিখেছেন, আর কত প্রাণ গেলে থামবে এ জাতি?
আবরার এর স্মৃতি কি ভুলে গিয়েছো তোমরা? বুয়েটে ছাত্র রাজনীতি চলবে না। মেধাবীরা এভাবে পাশবিক নির্যাতনে ক্ষমতার দাপটে মারা যাবে সেটা কখনোই মেনে নেওয়ার মতো নয়।সর্বোপরি পূর্বের ইতিহাসকে ব্যাঙ্গ করে এখন নাম মাত্র ছাত্র রাজনীতির কুশাসনে এভাবে শিক্ষার পরিবেশ বিনষ্টের বিরুদ্ধে অবস্থান করছি।
মোহাম্মাদ রাকিবুল হাসান লিখেছেন, আপনারা যারা দলীয় প্রেম ও ক্ষমতার জোরে বুয়েটে ছাত্র রাজনীতির পক্ষে বলছেন - আপনাদের ছাত্ররাজনীতি আর ৫২ ; ৬৯ ও ৭১ এর ছাত্ররাজনীতিকে একসাথে মেলাবেন না। কারণ-
তখনকার ছাত্রনেতারা শুধু ছাত্রনেতা-ই ছিলেন যারা দেশের কথা ও দেশের অগ্রগতির কথা ভাবতো, ন্যায়ের পক্ষ থেকে অন্যায়কে অবহিত করতো, আপনাদের নেতাদের মতো "ক্যাডার,প্রভাব বিস্তার, টেন্ডারবানিজ্য, ক্ষমতার অপব্যবহার ও দলীয় ক্ষমতা ব্যবহার করে সাধারণ ছাত্রদের উপর ঝুলুম করতোনা"! মনে রাখবেন - বর্তমান শিক্ষাব্যবস্থার যেই অবস্থা এখন শিক্ষাগ্রহণ থেকে রাজনীতিকে বেশি প্রাধান্য দেয়া ঠিক হবেনা।
ক্ষোভ জানিয়ে আসিফ বিন কাজল লিখেছেন, পড়াশোনার দরকার নাই বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের তত্বাবধানে রাজনীতি শিক্ষা দেওয়া হোক। এটলিষ্ট তেলবাজি করে তো জীবনে দুমুঠো ডাল ভাত খেয়ে জীবন বাচাতে পারবে।
আফরোজা বেগম লিখেছেন, বুয়েটের ছাত্র রাজনীতির নামে যারা আন্দোলন করছে তারা আসলে ছাত্র না। তারা ছাত্র নামধারি সন্ত্রাসী। রাজনীতির ছত্র ছায়ায় থেকে তারা সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন করবে নিপীড়ন করবে আর টাকার পাহাড় গড়বে এটাই তাদের উদ্দেশ্য। মাননীয় প্রধানমন্ত্রীর এটা বোঝা উচিত।সুতরাং বুয়েটে রাজনীতি বন্ধ করা উচিত আশা করি উপর মহলের সিদ্ধান্তটা সাধারণ শিক্ষার্থীদের পক্ষেই আসবে।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সম্মিলিতভাবে কাজ করলে পুলিশের প্রতি জনগণের পূর্ণ আস্থা ফিরে আসবে
অসহায় শীতার্তদের মাঝে রূপালী ব্যাংকের কম্বল বিতরণ
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই: ফখরুল ইসলাম
মীরসরাইয়ে অবৈধ বেহুন্দি ও মশারি জাল জব্দ
গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের চিত্র প্রদর্শনী করছে তরুণ কলাম লেখক ফোরাম
মারা গেলেন আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী
নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড
ফ্যাসিস্ট হাসিনার দোসর ১৩ হত্যার নির্দেশদাতা নাসিমের খুঁটির জোর কোথায়?
মানিকগঞ্জে এলজিইডির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
বাংলাদেশে কখনো স্বৈরাচারের শাসন জনগণ মেনে নিবেনা: আমিনুল হক
প্রতিনিয়ত মোশাররফ করিমের থেকে শিখি: মম
অবৈধ ৭টি কয়লা তৈরির চুল্লি গুড়িয়ে দিয়েছে বরগুনার জেলা প্রশাসন
ময়মনসিংহে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের লটারি অনুষ্ঠিত
পাঠ্যবইয়ে শহীদ আবু সাঈদের মৃত্যুর ভুল তারিখ সংশোধন, জড়িতদের শোকজ
টাঙ্গাইল হাসপাতালে চোর সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা
স্থানীয় খেলোয়াড়দের পারফরমেন্স এবারের বিপিএলকে জাঁকজমক করেছে: আশরাফুল
কুয়েট ১ম বর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বিরলে বিরল প্রজাতির লক্ষীপেঁচা উদ্ধার
সাগর-রুনি হত্যা: সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলকে ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
অবিশ্বাস্য নতুন চুক্তিতে প্রতি মিনিটে রোনালদোর আয় ৪৩ হাজার টাকা!