গুলশানের সেই ‘মাতাল’ তরুণীদের কাণ্ড, সর্বত্র সমালোচনা
১৮ এপ্রিল ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ১৮ এপ্রিল ২০২৪, ১২:০৭ এএম
রাজধানীর গুলশানে একটি মদের বারের সামনে মাতাল কয়েকজন তরুণী মিলে এক নারীকে মারধরের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করেছে ডিবি।
বুধবার (১৭ এপ্রিল) গ্রেফতারের পর তাদের মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এ সময় তাদের সঙ্গে মারধরের শিকার নারীও ছিলেন।
কিন্তু ডিবি কার্যালয়ে এসেও অভিযুক্ত তরুণীরা ভিকটিম নারী ও সাংবাদিকদের সঙ্গে বিবাদে জড়ান। এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
সেখানে দেখা যাচ্ছে, ডিবি কার্যালয়ে ভিকটিমসহ অভিযুক্ত তিন তরুণীরই মুখ ঢাকা ছিল। সাংবাদিকরা তিন তরুণীর ফুটেজ নিতে চাইলে তারা আপত্তি জানান।
এসময় এক তরুণী সাংবাদিকদের বলেন, ‘উনার (ভিকটিম) সঙ্গে আমাদের প্রবলেম হইছে, আমরা আমরা সলভ করব। এখানে মিডিয়া রিলেটেড তো কিছু না’। পাশ থেকে আরেক তরুণী বলেন, ‘মিডিয়া কেন এখানে ফুটেজ নেবে’।
অন্যজন বলেন, ‘এটা মেয়েদের বিষয়। আমাদের প্রেস্টিজ আছে না! আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে। দিস ইস নট রাইট’।
এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পর আবার ফুটেজ নিতে চাইলে তরুণীরা সাংবাদিকদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তারা বলতে থাকেন, ফুটেজ নেবেন কিসের জন্য। আমরা মেয়ে মানুষ। আমরা নিজেরা এটা সলভ করব।
একপর্যায়ে ফুটেজের জন্য নারী পুলিশ সদস্যরা অভিযুক্ত তরুণীদের লাইনে দাঁড় করালে আরও একদফা তর্কে জড়ান তারা। ছবি তোলার জন্য সাংবাদিকরা তাদেরকে সামনে দিকে তাকাতে বললে এক তরুণী বলেন, ‘এখানে কি আমরা নাটক করব যে আপনাদের মুখ দেখাতে হবে’। আরেকজন বলেন, ‘পাত্রী দেখতে আসছেন’? অন্য তরুণী বলেন, ‘আমরা কি ছেলে মানুষ’।
এভাবে আরও কিছু সময় পার হওয়ার পর ‘সেদিন রাতে’ কি ঘটেছিল সে বিষয়ে তরুণীদের কাছে জানতে চান সাংবাদিকরা। কিন্তু তারা এ বিষয়ে কোনো উত্তর দেবেন না- বলে সেখান থেকে চলে যান। যাওয়ার সময় একজন বলতে থাকেন, ‘আপনাদের মিডিয়াতে ভিউ বাড়ানোর জন্য আমাদের মানহানি করার তো কোনো দরকার নাই’।
ঘটনা এখানেই শেষ নয়। কিছু দূর যাওয়ার পর ভিকটিমের মুখোমুখি হন এক তরুণী। ‘আমরা আপনার (ভিকটিম) সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছিলাম’ বলে ঝগড়ায় জড়ান ওই তরুণী। এ সময় সাংবাদিকরা সামনে এসে ভিডিও ধারণ করলে তিনি রেগে গিয়ে বলেন, ‘আমার এখন মেজাজটা খারাপ হবে, এগুলো (ক্যামেরা) সামনে থেকে সরান’।
এ সময় পেছন থেকে ওই তরুণীর উদ্দেশে ভিকটিম বলতে থাকেন, ‘অপরাধ করতে পারো, রাস্তায় একটা মেয়ের শাড়ি খুলতে পারো, তাহলে চেহারা দেখাতে দোষ কিসের’।
এরপর পেছন ফিরে ভিকটিমের দিকে তেড়ে আসেন ওই তরুণী এবং বলেন, ‘তাহলে তুমি চেহারা দেখাও। তুমি দেখালে আমিও দেখাব’।
জবাবে মারধরের শিকার নারী বলেন, ‘আমি ভিকটিম, আমি কেন মুখ খুলব’। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা উভয়কে ঝগড়া থামাতে বলেন এবং অভিযুক্ত তরুণীকে নিবৃত্ত করার চেষ্টা করেন।
এ ভিডিও ছড়ার পর সোশ্যাল মিডিয়ায় এখন চলছে আলোচনা ও সমালোচনা।
সাঈদ নামে একজন ফেসবুকে লিখেছেন, ‘রাত ১২টায় কোনো ভালো নারী বারে যায় নাকি? আবার তারা মিডিয়ার সামনে সভ্যতার পরিচয় দিতে আসছে। এদের সবার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।’
হারুন-উর-রশিদ নামে একজন ফেসবুকে লিখেছেন, ‘অপরাধীরা কতটা উদ্ধত তাদের আচরণ দেখেই বোঝা যায়, এদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।’
সোহেল আহমেদ নামে একজন লিখেছেন, ‘এদের চরম শাস্তি হওয়া উচিত, বিশেষ করে এদের স্বামী এবং অভিভাবকদেরও বিচার হওয়া উচিত।’
রিফাত নামে একজন লিখেছেন, এখন শরমে ঘুমটা দিছো কেন? মাল খাওয়ার সময় কাপড় খুইলা মারামারি করলা তখন তোমাদের লজ্জা কোথায় ছিল?
ফারাবি নামে একজন লিখেছেন, ‘সবগুলা লাইসেন্সধারী প্রস্টিটিউট। আবার তারা বলতেছে আমাদের তো একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে। রাত ১২টার পর বাসা থেকে বের হতে দেয় কোন ফ্যামিলি, এ রকম মেয়েদেরকে উপযুক্ত শাস্তি হওয়া দরকার।’
রহমত নামে একজন লিখেছেন, ‘বাজারের পণ্যগুলোর মুখে মাস্ক কেন? এদের চেহারা জাতির কাছে তুলে ধরার জোর দাবি জানাচ্ছি।’ রোজা মনি নামে একজন লিখেছেন, ‘হে আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো আমিন।’
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কম্বোডিয়ার পরিবর্তে অনৈতিক কাজে সউদী পাঠানোর প্রস্তাব পাসপোর্ট আটকে রেখে টাকা দাবি
কুষ্টিয়ায় দুষ্কৃতকারীদের হুমকিতে গড়াই খননকাজ বন্ধ,থানায় অভিযোগ
কাপ্তাই জাতীয় বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন সিবিএ কর্তৃক শীতবস্ত্র কম্বল বিতরণ
মুক্তা বাতাসে বাবরের জুমার নামাজ আদায়
তারুণ্যের উৎসবে আনন্দের ঢেউ
কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ
বিরলে ৫ দিন ব্যাপি চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন
আটঘরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর লুটপাট
আ.লীগকে হিটলারের নাৎসি বাহিনীর মত নিষিদ্ধ করতে হবে: রাশেদ খাঁন
কুমিল্লা নগর আওয়ামী লীগ নেতা কবির শিকদার গ্রেফতার
ঝিনাইদহে ১৬ দিনে সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু
সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে নিহত ১ আহত ১০
চকরিয়াতে পৃথক ঘটনায় ৩ জন নিহত, আহত ৫
কালীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুনামেন্ট উদ্বোধন
ঈশ্বরগঞ্জে সার ও ভাউচারের গড়মিলে ২ ডিলারকে জরিমানা
বাংলাদেশের সমাজব্যবস্থা আলেমদের হাতেই নিরাপদ: এ এম এম বাহাউদ্দীন
দ্রুত নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব: রেজাউল করিম
মসজিদের ইমাম নিয়োগেও করতে হচ্ছে মানববন্ধন, ১৮ বছরেও হয়নি নিয়োগ
হামলা-লুটপাট ও অগ্নিসংযোগসহ সব নির্যাতন করেছে আ.লীগ: হিন্দু মহাজোট সভাপতি
আ.লীগের আমলে পাচারকৃত অর্থ ফেরত আনতে হবে: জামায়াত আমির