ইসতিসকার নামাজের অনুমতি দেয়নি ঢাবি প্রশাসন, নেটদুনিয়া উত্তাল
২৫ এপ্রিল ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ২৫ এপ্রিল ২০২৪, ১২:০৭ এএম
তীব্র দাবদাহের সঙ্গে কড়া রোদ আর অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এ কারণে সারাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করা হচ্ছে। একই কারণে অনুষঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক স্টাডিজ বিভাগও ইসতিসকার নামাজ আদায়ের প্রস্তুতি নেয়। তবে সেটির অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা গেছে, তীব্র দাবদাহের কষ্ট থেকে মুক্তি, কৃত গুনাহের জন্য ক্ষমা ও বৃষ্টি প্রার্থনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সর্বসাধারণকে নিয়ে বুধবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে ইসতিসকার নামাজের ঘোষণা দেন বিভাগের শিক্ষার্থীরা। নামাজের ইমামতি ও মোনাজাতের জন্য নির্ধারণ করা হয় শাইখ অধ্যাপক মুখতার আহমাদকে। তবে ঘোষণা দিয়েও অনুমতি মেলেনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের।
পরে অধ্যাপক মুখতার আহমদ তার ফেসবুকে লিখেন, অনিবার্য কারণবশত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগামীকালের সলাতুল ইসতিসকা/বৃষ্টি প্রার্থনার নামাজের আয়োজন স্থগিত করা হয়েছে। নামাজের পরিবর্তিত স্থান ও সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।
ইসতিসকার নামাজের উদ্যোগ গ্রহণকারীদের একজন হলেন এবি জোবায়ের। তিনি বলেন, সবার সঙ্গে আলাপ আলোচনা করে আমরা নামাজের জন্য সময় ঘোষণা করি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমাদের ডেকে নিষেধ করা হয়। তাই স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বলেন, তীব্র দাবদাহের কারণে বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাস ঘোষণা করেছে। সে জায়গায় আমরা খোলা মাঠে নামাজের অনুমতি দিতে পারি না। নামাজের জন্য আমাদের কেন্দ্রীয় মসজিদ রয়েছে, হলে হলে মসজিদ রয়েছে, ইমাম-খতিবও রয়েছে।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা। বেশিরভাগই ঢাবি প্রশাসনকে নাস্তিক বলে আখ্যায়িত করেছেন। আবার অনেকে সরকারেরও সমালোচনা করেছেন।
সিনিয়র সাংবাদিক ও লেখক মেহেদী হাসান পলাশ ফেসবুকে লিখেছেন, মুসলমানদের দাবির প্রেক্ষাপটে মুসলমানদের শিক্ষিত করার লক্ষে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৭২টি সরস্বতী পূজা করার অনুমতি পাওয়া যাবে। কিন্তু গণইফতারের অনুমতি পাওয়া যাবে না, বৃষ্টির জন্য নামাজের অনুমতি পাওয়া যাবে না। এমন বিশ্ববিদ্যালয় কি আমাদের পূর্বপুরুষরা চেয়েছিলেন? আহা দেশ!
তিনি আরও লেখেন, বৃষ্টি চেয়ে ইসতিসকার নামাজ পড়া অবৈজ্ঞানিক, পশ্চাদমুখিতা। কুলা মাথায় নিয়ে ‘আল্লাহ মেঘ দে, পানি দে’ গান গাওয়া আধুনিকতা, প্রগতিশীলতা ও সংস্কৃতিমনার পরিচায়ক।
মোহাম্মদ আশরাফ নামে একজন লিখেছেন, অশ্লীলতা, নাচ-গান, উগ্রতা ইত্যাদির অনুমতি তো ঠিকই মিলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে। আল্লাহর ইবাদত আর মানবাধিকারেই কেন এতো বাঁধা? এই দেশের উপর কি এমনি এমনি এতো দুর্যোগ আসে?
মো. আলাউদ্দিন নামে একজন লিখেছেন, ঢাবিতে নোংরামির অনুমতি দেয়, কিন্তু নামাজের অনুমতি দেয় না। ঢাবির প্রশাসন কি সব ভারতের চাটুকার।
মোসাফির নামে একজন লিখেছেন, নামাজের অনুমতি দিবে কেন? সে তো ভারতীয় ইসলাম বিদ্বেষী প্রোডাক্ট। যদি আকাডাদের উলঙ্গ হয়ে নাচানাচির বিষয় হত তাহলে অনুমতি দিতে আপত্তি থাকতো না।
মো. ইসরাফিল নামে একজন লিখেছেন, প্রশাসন কি মুসলিম নয়? লক্ষ্মীপূজা, সরস্বতী পূজা হলে ঠিকইতো অনুমোদন পায়। ঢাবির এমন প্রশাসন আমরা চাই না। এ প্রশাসনের শাস্তি দাবি করছি।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে