সভা-সমাবেশ-হলি উৎসব চলে নির্বিঘে

ঢাবিতে অনুমতি মেলেনি সালাতুল ইসতিসকার

Daily Inqilab বিশ্ববিদ্যালয় রিপোর্টার

২৬ এপ্রিল ২০২৪, ১২:১২ এএম | আপডেট: ২৬ এপ্রিল ২০২৪, ১২:১২ এএম

 

 

 

 

তীব্র তাপদাহে বিপর্যস্ত জনজীবন। স্বস্তির বৃষ্টির আশায় দেশবাসী। এমতাবস্থায় দেশের বিভিন্ন অঞ্চলে ইসলাম ধর্মাবলম্বনে বৃষ্টি প্রার্থনা করে সালাতুল ইসতিসকার আদায় করছেন মুসলিম সম্প্রদায়। এরই ধারাবাহিকতায় গত বুধবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসিন হলের মাঠে সালাতুল ইসতিসকা আদায়ের উদ্যোগ গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। তবে গরমের অজুহাতে তাদের খোলা মাঠে নামাজ আদায়ের অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে ব্যাপক সমালোচনা দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমেসহ নানা মাধ্যমে।

জানা যায়, তীব্র গরমে যখন জনজীবন বিপর্যস্ত, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের একদল শিক্ষার্থী বৃষ্টি প্রার্থনা করে সালাতুল ইসতিসকার উদ্যোগ গ্রহণ করেন। এতে সাড়া দেয় অন্যান্য বিভাগের ধর্মপ্রাণ সাধারণ শিক্ষার্থীরাও। নামাজে ইমামতি করার জন্য রাজি হয় প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী প্রফেসর মুখতার আহমাদ। কিন্তু প্রশাসনের অনুমতি পাননি শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করেছেন অনেকে। এক শিক্ষার্থী লিখেছেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জানাজা হতে পারে, শিকদের ধর্মীয় অনুষ্ঠান হতে পারে, ছাত্রলীগের নিয়মিত প্রোগ্রাম হতে পারে, তীব্র গরমেও ছাত্র ইউনিয়নের সম্মেলন হতে পারে, পরীক্ষা চলাকালীন সময়ে ভবনের পাশ দিয়ে উচ্চস্বরে মাইক বাজিয়ে মিছিল করতে পারে, এসবে কারো কোনো সমস্যা হয় না। অথচ ইসলাম ধর্মের কিছু সামনে আসলেই প্রশাসনের যত সমস্যা।

নাম প্রকাশে অনিচ্ছুক আয়োজকদের একজন ইনকিলাবকে বলেন, আমরা আমাদের বিভাগ ও আরবি বিভাগের কয়েকজন শিক্ষককে নামাজে ইমামতি করার আহ্বান জানালে তারা কেউই সায় দেয়নি। পরবর্তীতে আমাদের বিভাগের এলামনাই প্রফেসর মুখতার আহমাদ এতে ইমামতি করতে রাজি হয়েছেন। বিষয়টি শিক্ষার্থীদের অবগত করতে আমরা মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে একটি পোস্টার বানিয়ে তাও পোস্ট করি। বিষয়টি প্রশাসনের নজরে এলে একজন অ্যাসিস্ট্যান্ট প্রক্টর আমাদেরকে ডেকে পাঠান। প্রক্টর অফিসে ডেকে নিয়ে দুইজন অ্যাসিস্ট্যান্ট প্রক্টর আমাদেরকে নানাভাবে শাসাতে থাকেন। তারা আমাদেরকে বলেন, তোমাদেরকে কিছুতেই এটা করতে দেওয়া হবে না। যদি অনুমতি ছাড়া তোমরা কিছু করো এবং তোমাদের উপর যদি কোন হামলা হয় সেটার দায়ভার আমরা নিব না।

জানা যায়, ওই দুইজন অ্যাসিস্ট্যান্ট প্রক্টর ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগেরই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইমাউল হক সরকার টিটু ও ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের শিক্ষক ড. এম এল পলাশ।

ওই শিক্ষার্থী আরও বলেন, এসিস্ট্যান্ট প্রক্টর ড. পলাশ আমাদেরকে বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদের অন্তর্ভুক্ত ১৩ টি সংগঠনের বাইরে কোন সংগঠনের অনুমতি নেই ক্যাম্পাসে কোন কার্যক্রম পরিচালনা করার। আর তোমরা বিশ্ববিদ্যালয়ের লোগো ব্যবহার করে ডিপার্টমেন্টের নাম ব্যবহার করেছ, অথচ বিভাগ থেকেই অনুমতি নাওনি! তোমাদের এই লোগো ব্যবহার করাতে পুরো বিশ্ববিদ্যালয়কে ব্যান্ডিং করা হচ্ছে। এরজন্য চাইলেই বিশ্ববিদ্যালয় প্রশাসন তোমাদেরকে জবাবদিহি করতে পারে।

তবে তাদেরকে শাসানোর বিষয়টি অস্বীকার করেন অ্যাসিস্ট্যান্ট প্রক্টর ইমাউল হক সরকার টিটু। তিনি বলেন, আমরা তো ইসতিসকার নামাজের বিরুদ্ধে নই। তারা যেহেতু আমার বিভাগের শিক্ষার্থী ছিল তাই চেয়ারম্যানের কল পেয়ে আমি তাদের ডেকে নেই। এবং সেখানে ছাত্র-শিক্ষকের মাঝে যেভাবে কথা হয় সেভাবেই কথা হয়েছিল। তাদেরকে ডেকে নেওয়ার কারণ ছিল তাদের কাজের পন্থাটা সঠিক ছিল না। তারা বিভাগের নাম ব্যবহার করেছে অথচ বিভাগের অনুমতিই নেয়নি।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি অন্য অ্যাসিস্ট্যান্ট প্রক্টর ড. এম এল পলাশ। তিনি বলেন, এ বিষয়ে আমাদের প্রক্টর স্যারই ভালো বলতে পারেন, যেহেতু আমরা একটা ইউনিটের অংশ এবং তিনি তার প্রধান। এতে আমার কোনো মন্তব্য নেই।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাকসুদুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় একটা নিয়মতান্ত্রিক উপায়ে চলে। এখানে সবকিছুরই একটা নিয়ম মেনে কাজ করতে হয়। তারা বড় একটা জমায়েত করবে, কিন্তু কোনো অনুমতি নিবে না তা তো হয় না। তারা যদি অনুমতি নিত তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা বিবেচনা করে দেখতো অনুমতি দেওয়া যায় কি না। আমরা এই তীব্র গরমে আজকেও একটা সংগঠনকে প্রোগ্রামের অনুমতি দেইনি। আজ ক্যাম্পাসে অনুষ্ঠিত ছাত্র ইউনিয়নের প্রোগ্রামের অনুমতি তারা আরো একমাস আগেই নিয়ে রেখেছিল। তারপরও তাদের মাইকের শব্দ শুনে আমরা তাদের বলাতে তারা দ্রুত প্রোগ্রাম শেষ করেছে।

 


বিভাগ : মহানগর


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

হল্যান্ডে-রিয়ালের রাতে হ্যাটট্রিক রোনালদোর, নাসেরের গোল উৎসব

হল্যান্ডে-রিয়ালের রাতে হ্যাটট্রিক রোনালদোর, নাসেরের গোল উৎসব

চার ম্যাচ হাতে রেখেই লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল

চার ম্যাচ হাতে রেখেই লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল

ঘুরে দাঁড়িয়ে বার্সাকে হারিয়ে জিরোনার ইতিহাস

ঘুরে দাঁড়িয়ে বার্সাকে হারিয়ে জিরোনার ইতিহাস

হল্যান্ডে একাই দিলেন চার গোল,সিটির দাপুটে জয়

হল্যান্ডে একাই দিলেন চার গোল,সিটির দাপুটে জয়

নারী বিশ্বকাপের সূচির জন্য শেষ মুহূর্তের অপেক্ষা

নারী বিশ্বকাপের সূচির জন্য শেষ মুহূর্তের অপেক্ষা

সরকার হটাতে গণবিপ্লব ঘটাতে হবে : আমিনুল হক

সরকার হটাতে গণবিপ্লব ঘটাতে হবে : আমিনুল হক

যুদ্ধ সভ্যতাকে প্রশ্নবিদ্ধ করে তুলবে: ভিসি ড. মশিউর রহমান

যুদ্ধ সভ্যতাকে প্রশ্নবিদ্ধ করে তুলবে: ভিসি ড. মশিউর রহমান

শ্রমিকদের নায্য অধিকার প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা - বদিউজ্জামান সোহাগ

শ্রমিকদের নায্য অধিকার প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা - বদিউজ্জামান সোহাগ

ব্রাহ্মণপাড়ায় পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিতে ভ্রাম্যমান আদালতে জরিমানা

ব্রাহ্মণপাড়ায় পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিতে ভ্রাম্যমান আদালতে জরিমানা

‘পানি তাল খাইয়া শরীরডা ঠান্ডা কইরা যায় সবাই’

‘পানি তাল খাইয়া শরীরডা ঠান্ডা কইরা যায় সবাই’

বাজিতপুরে বিশাল মাহফিল আজ

বাজিতপুরে বিশাল মাহফিল আজ

শ্রীনগরে ৭টি ঘর পুড়ে ছাই

শ্রীনগরে ৭টি ঘর পুড়ে ছাই

অসহনীয় গরম ও লোডশেডিংয়ে চরম জনভোগান্তি

অসহনীয় গরম ও লোডশেডিংয়ে চরম জনভোগান্তি

দৈনিক ইনকিলাবে সংবাদ প্রকাশের পর নদীর বাঁধ অপসারণ

দৈনিক ইনকিলাবে সংবাদ প্রকাশের পর নদীর বাঁধ অপসারণ

ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২৫

ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২৫

বড়াইগ্রামে নিজ ঘরে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

বড়াইগ্রামে নিজ ঘরে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

কাপ্তাই হ্রদ শুধু দেশের নয় দক্ষিণ-পূর্ব এশিয়ার সম্পদ

কাপ্তাই হ্রদ শুধু দেশের নয় দক্ষিণ-পূর্ব এশিয়ার সম্পদ

রাজবাড়ী-ভাঙ্গা-ঢাকা রুটে কমিউটার রেলের যাত্রা শুরু

রাজবাড়ী-ভাঙ্গা-ঢাকা রুটে কমিউটার রেলের যাত্রা শুরু

ফ্রি ফায়ারে পরিচয়ে বিয়ে ৬ মাস পর লাশ

ফ্রি ফায়ারে পরিচয়ে বিয়ে ৬ মাস পর লাশ

দৌলতপুরে আগুনে পুড়লো ব্যবসায়ীর ৫ ঘর ও নগদ ১২ লাখ টাকা

দৌলতপুরে আগুনে পুড়লো ব্যবসায়ীর ৫ ঘর ও নগদ ১২ লাখ টাকা