স্ট্যান্ডার্ড চাটার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড পেলেন সাইদ শাহীন
২৭ এপ্রিল ২০২৪, ০৫:৪৯ পিএম | আপডেট: ২৭ এপ্রিল ২০২৪, ০৫:৪৯ পিএম
স্ট্যান্ডার্ড চাটার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৩ পেয়েছেন কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার সাহানোয়ার সাইদ শাহীন। কৃষি বিষয়ক নিয়মিত প্রতিবেদন ও লেখনির মাধ্যমে সচেতনতা বৃদ্ধি ও নীতি নির্ধারনে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সেরা কৃষি সাংবাদিক ক্যাটাগরিতে তিনি এই অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। কৃষিক্ষেত্রে অনন্য অবদানের জন্য এবারে মোট ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান , এমপি। গত নয় বছর ধরে স্বনামধন্য বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক ও বাংলা ভাষার প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন চ্যানেল আই যৌথভাবে এই পুরস্কার দিয়ে আসছে। এবারে আজীবন সম্মাননায় ভূষিত হন পথিকৃত কৃষি অর্থনীতিবিদ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম এ সাত্তার মণ্ডল। এছাড়া অনান্য ক্যাটাগরিতে পুরস্কারে ভূষিত হয়েছেন, সেরা কৃষক (পুরুষ) মো. আবুল কালাম আজাদ, সেরা কৃষক (নারী) তানিয়া পারভীন, সেরা মেধাবী সংগ্রামী কৃষক (পুরুষ) মো. সিদ্দিক হোসেন, সেরা মেধাবী সংগ্রামী কৃষক (নারী) সাবিত্রী বিশ্বাস, পরিবর্তনের নায়ক মো. সানোয়ার হোসেন, সেরা জলবায়ু অভিযোজক ড. মৃন্ময় গুহ নিয়োগী, জুরি স্পেশাল ড. মো. আল-মামুন, সেরা কৃষি প্রতিষ্ঠান (সহায়তা ও বাস্তবায়ন) আই ফার্মার, সেরা কৃষি প্রতিষ্ঠান (রপ্তানি) প্রাণ ডেইরি। পুরস্কার প্রাপ্তরা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কাছ থেকে পুরস্কারের অর্থ, ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছলেন চ্যানেল আই (ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড) এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহি কর্মকর্তা নাসের এজাজ বিজয়। উল্লেখ্য, ২০১১ সাল থেকে কৃষি সাংবাদিকতায় নিয়োজিত রয়েছেন সাহানোয়ার সাইদ শাহীন। মূলত বণিক বার্তার মাধ্যমে তার এই যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠানটিতে প্রায় একযুগ নিরবিচ্ছিন্নভাবে কাজ করার পর তিনি কালের কণ্ঠে যোগদান করেন। সেখানে তিনি বর্তমানে কর্মরত রয়েছেন। এর পাশাপাশি কৃষি সাংবাদিকতার বিকাশে তিনি বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ৬০ টি দেশের সমন্বয়ে গঠিত কৃষি সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এগ্রিকালচারাল জার্নালিষ্টস (আইএফএজে) এর সদস্য। ২০২৩ সালে তিনি আইএফএজে মাস্টারক্লাস ফেলো নির্বাচিত হন। যার মাধ্যমে তিনি কানাডায় কৃষি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ পান। জানা গেছে, এবারের স্ট্যান্ডার্ড চাটার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের জন্য চার শতাধিক আবেদনের ভেতর থেকে বাছাই শেষে ৭ সদস্যের জুরি বোর্ড ১১ ব্যত্তি ও প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে নির্বাচন করেন। জুরি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। সদস্য হিসেবে ছিলেন সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার , বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাজাহান কবির, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ এবং উইনরক ইন্টারন্যাশনাল এর ক্লাইমেট চেইঞ্জ বিভাগের সিনিয়র টেকনিক্যাল লিড জাকিয়া নাজনীন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুর রহমান বলেন, কৃষক এগিয়ে গেলেই এগিয়ে যাবে দেশ। জলবায়ু পরিবর্তনকে মাথায় রেখে প্রযুক্তির কৃষির প্রতি তরুণ কৃষকদের উৎসাহী করতে এমন আয়োজন প্রশংসনীয়। আমি বিশ্বাস করি, কৃষি ও কৃষির উপখাত সমৃদ্ধ হলেই দেশ সমৃদ্ধ হবে।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে