পিটিয়ে রিকশাচালকের পা ভেঙে দিলো ট্রাফিক পুলিশ, সড়ক অবরোধ
১৮ মে ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ১৮ মে ২০২৪, ১২:০১ এএম
ঢাকার সাভারে লোহার পাইপ দিয়ে পিটিয়ে এক রিকশাচালকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা জেলা (উত্তর) ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ-ঘটনায় ক্ষুব্ধ রিকশাচালকরা একটি আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
শুক্রবার সকাল ১১ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সারের গেন্ডা এলাকায় ওই রিকশাচালককে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে সাভার সুপার ক্লিনিকে ভর্তি করা হয়।
আহত রিকশাচালকের মো. ফজলু দিনাজপুর জেলার হাকিমপুর থানার বনসাপুর এলাকার আবুল হোসেনের ছেলে। প্রায় ২২ বছর ধরে তিনি সাভারে বসবাস করে রিকশা নিয়ে জীবিকা নিবাহ করেন।
অভিযুক্ত পুলিশ সদস্য ঢাকা জেলা (উত্তর) ট্রাফিক বিভাগের র্যাকার চালক কনস্টেবল মো. সোহেল রানা। আজ র্যাকার চালক সোহেল ও মোস্তফা সাভারে দায়িত্বরত অবস্থায় ছিলেন।
আহত রিকশাচালক ফজলু বলেন, আমি অটোরিকশা চালাই। আজ আমি ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকা-মুখী লেন দিয়ে যাচ্ছিলাম। এসময় পাকিজার সামনে থেকে মোটরসাইকেল যোগে র্যাকার চালক সোহেলসহ দুইজন ধাওয়া করেন। গেন্ডা বাস স্ট্যান্ডের কাছে গেলে আমাকে ধরে ফেলে তারা। আমাকে রিকশা থামাতে বললে সাইট করে থামাতে চাই। পর তিনি একটি লোহার রড দিয়ে প্রথমে বাম পায়ে আঘাত করে। আমি হাত দিয়ে প্রতিহত করতে চাইলে তিনি ডান পায়ে সেই লোহার রড দিয়ে পিটিয়ে পা ভেঙে দেন। এরপর আমি পরে যাই, আর উঠে দাঁড়াতে পারি নাই। পেটানো দেখে স্থানীয়রা এসে ও পুলিশকে ঘিরে ধরে। তখন তিনি সবার উদ্দেশ্য বলেন, আমি ভুল করেছি, এখন রিকশাচালককে হাসপাতালে নিয়ে চিকিৎসা করতে দেন। পরে স্থানীয়রা চলে যায়। কিন্তু আমাকে অপর একটি রিকশায় তুলে দিয়ে সরকারি হাসপাতালে নিয়ে যেতে বলে তিনি চলে যান।
ঘটনা শুনে অন্যান্য রিকশাচালকরা বিচারের দাবিতে থানা রোডের সাভার প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। তখন প্রায় আধা ঘণ্টা সড়কটি বন্ধ থাকে।
তিনি বলেন, ট্রাফিক পুলিশ আমার রিকশা নিয়ে যাবে, কিন্তু আমার পা ভেঙে দিলো কেন?
বিক্ষোভ থেকে রুবেল, আসিফসহ একাধিক রিকশাচালক বলেন, আহত ফজলুকে নিয়ে সরকারি হাসপাতালে যাওয়ার সময় র্যাকার চারকদের সাথে থেকে অটোরিকশা আটক করা দুই দালাল আবারো গতিরোধ করেন। পরে অন্যান্য রিকশাচালকরা বিষয়টি জানতে পেরে প্রেসক্লাবের সামনে থানা-রোড অবরোধ করে বিক্ষোভ করে। পরে থানা পুলিশ সকলকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।
তারা আরও বলেন, ফজলুকে সরকারি হাসপাতালে নিয়ে গেলে তাকে ফেরত দেওয়া হয়েছে। পরে তাকে সাভার সুপার ক্লিনিকে পাঠানো হয়। আমরা লোকাল রাস্তায় রিকশা চালাই। আমরা গরিব মানুষ, তার দুঃখ দেখে বিচারের দাবিতে সড়কে দাঁড়িয়েছি। এই সোহেল গত এক সপ্তাহ আগেও রিকশা ধরে দুই হাজার নিয়েছে। ট্রাফিক পুলিশরা প্রতিদিন সকাল থেকেই টাকার জন্য রিকশা ধরে। আর রিকশা ধরলেই দুই হাজার টাকা করে দিতে হয়। আর যদি কেউ টাকা না দেয় বিভিন্ন ভোগান্তি শিকার হতে হয়।
এ-ঘটনায় অভিযুক্ত সোহেল রানার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায় নি। তবে র্যাকার চালক মোস্তফা বলেন, আমি ওই রিকশাচালককে মারিনি। তবে আমি আজ র্যাকারের দায়িত্বে রয়েছি। আমার নাম তো মোস্তফা, আহতের কাছে জানতে চাইলেই বলবে কে পা ভেঙে দিয়েছে। আমিতো ওর চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। আমি ডিউটিতে এসেই দেখি এসব ঘটনা। সোহেল ডিউটিতে এবং ঘটনাস্থলে ছিল। আমি বলেছি আগে চিকিৎসা করো পরে যা হবার হবে। একথা বলে তাকে হাসপাতালে পাঠিয়েছি।
এ বিষয়ে জানতে ঢাকা জেলা (উত্তর) ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) হোসেন শহীদ চৌধুরীর মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে রিকশা চালকদের রাস্তা থেকে সরিয়ে নিয়েছে।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জুলাই বিপ্লবে আহত ১৪ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে : পররাষ্ট্র মন্ত্রণালয়
আইএমএফসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ পদে এখনো ভারতীয়রা
ভারতে নির্যাতনের ভিডিও বাংলাদেশের সা¤প্রতিক ঘটনা হিসেবে প্রচার
দাদাবাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে বালুদস্যুদের গুলিবর্ষণ
নরসিংদীতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন
রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
রাজবাড়ীতে আ.লীগ দুই নেতা কারাগারে
কমলগঞ্জে ৮২ শতক সরকারি খাস জমি উদ্ধার
প্রিমিয়ার ভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন চসিক মেয়র
কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন
বিএনপি নেতা কায়কোবাদের দারুল উলূম হাটহাজারীসহ বিভিন্ন মাদরাসা পরিদর্শন
মাদারীপুরে পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত
গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন
নওফেল পরিবারের ২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ
নিজ বাড়িতে ক্ষতিগ্রস্ত বন্ধুদের থাকার ব্যবস্থা করেছেন অ্যাঞ্জেলিনা জোলি
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
ট্রাভেল ব্যান্ড হ্যালির ধুমকেতুর দুই গান