মিরনজিল্লায় হরিজন সম্প্রদায়ের ওপর হামলা নিয়ে অপপ্রচার করা হচ্ছে : কাউন্সিলর আউয়াল
১৪ জুলাই ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১৪ জুলাই ২০২৪, ১২:০৩ এএম
মিরনজিল্লায় হরিজন সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করে স্থানীয় ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আউয়াল হোসেন বলেছেন, হরিজন সম্প্রদায় আমার ভোটার। আমি কেনো তাদের উচ্ছেদ করতে যাবো। সেদিন আমি সিটি কর্পোরেশন এবং ম্যাজিট্রেট নির্দেশ মোতাবেক স্থানীয় কাউন্সিলর হিসেবে সেখানে উপস্থিত হয়েছিলাম।
শুক্রবার নিজ স্বাক্ষরিত এক লিখিত বক্তব্যে কাউন্সিলর আউয়াল বলেন, গত ৯ জুন নগরভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ফজলে নূর তাপস নগরভবনে হরিজনদের বসতি বংশালের মিরনজিল্লা পল্লীতে নির্মিত বরাদ্দকৃত ফ্লাট তাদের বুঝিয়ে দেন। এর একমাস অতিবাহিত হলেও তারা বরাদ্দকৃত ফ্লাটে না উঠায় ৯ জুলাই ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান আমাকে একটি চিঠি দেন। চিঠি উল্লেখ করা হয়, বুধবার ম্যাজিট্রেট মনিরুজ্জামানসহ আইনশৃঙ্খলা বাহিনী বুধবার হরিজনদের নিজ ফ্লাটে ওঠার জন্য তাগিদ দিতে জল্লায় যাবেন। সেখানে আপনি স্থানীয় কাউন্সিলর হিসেবে আপনি উপস্থিত হবেন। সে মোতাবেক ম্যাজিট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা মতিউর রহমান স্কুলে পুলিশ উপস্থিত হলে আমি সেখানে উপস্থিত হই। সেখানে ম্যাজিট্রেট-এর নির্দেশে অঞ্চল-৪ এর বর্জ্য সহকারী আজগর বরাদ্দ পাওয়া হরিজনদের হাজির করেন এবং তিনি নির্দেশনা প্রদান করেন আজকের মধ্যে যদি আপনারা বরাদ্দ পাওয়া নিজ ফ্লাটে না ওঠেন তাহলে আপনাদের বরাদ্দ বাতিল করা হবে। এখানে বরাদ্দ পাওয়া জনের মধ্যে ৫১জন উপস্থিত হোন। তখন ফ্লাট বরাদ্দ পাওয়া হরিজনরা জানান, এখানে আসার সময় হরিজন নেতারা বাধা দিয়েছে। তখন ম্যাজিট্টেটের নির্দেশে আজগর, ওয়ার্ডের সিআই এবং ফ্লাট নির্মাণের ঠিকাদার বরাদ্দ পাওয়া মিরনজিল্লা পল্লীতে হরিজনদের ফ্লাটে নিয়ে গিলে সেখান থেকে আজগর মুঠোফোনে ম্যাজিট্টেট মনিরুজ্জামানকে জানান, হরিজন সম্প্রদায়ের নেতারা বরাদ্দপ্রাপ্ত হরিজনদের ফ্লাটে ঢুকতে দিচ্ছে না। তখন ম্যাজিট্রেট আমাকে তার সাথে স্পটে যাওয়ার কথা বললে আমিও তাদের সাথে যাই। সেখানে গেলে হরিজন নেতারা ম্যাজিট্টেটসহ আমাদের সেখান থেকে চলে আসতে বলেন। এদিকে ফ্লাট প্রাঙ্গণে ম্যাজিট্টেট-এর উপস্থিতি দেখে বরাদ্দ পাওয়া হরিজনরা নিজ ফ্লাটে যেতে সাহস পান। এ অবস্থায় হরিজনদের দুটি গ্রুপের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। তখন আমরা স্থান ত্যাগ করার সময় আমাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। দুই পক্ষের সংঘর্ষের সময় হরিজনদের ছোঁড়া ইটপাটকেলে স্থানীয় কয়েকজন আহত হলে একপর্যায়ে এ সংঘর্ষে এলাকাবাসী জড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
অথচ, একটি মহল রাজনৈতিক চরিতার্থ করার জন্য আমাকে জড়িয়ে হরিজনদের নিয়ে অপপ্রচার করা হচ্ছে। তারা আমার নির্বাচনী এলাকার ভোটার। আমি কেনো তাদের বিরুদ্ধে অবস্থান নিবো।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
বাংলাদেশ পুলিশের অত্যাচারী আচরণের নতুন ভিডিও ফাঁস
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'
পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান
বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে
হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস
শেখ পরিবার একটি চোরের কারখানা’
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন
জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন
টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি
আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!
মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার
আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ জন ফিলিস্তিনি, মানবিক সংকট চরমে
ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার