ভাঙচুর করেনি শিক্ষার্থীরা, অডিও রেকর্ড শুনিয়ে আন্দোলনকারীদের দাবি
১৪ জুলাই ২০২৪, ০৮:৩২ এএম | আপডেট: ১৪ জুলাই ২০২৪, ০৮:৩৩ এএম
কোটা সংস্কার আন্দোলনে শাহবাগ অবরোধের সময় পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে অজ্ঞাতনামা অনেক শিক্ষার্থীকে আসামি করে মামলা করা হয়েছে। কিন্তু শিক্ষার্থীরা পুলিশের গাড়ি ভাঙচুর করেনি বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। এর পক্ষে তারা সাংবাদিকদের একটি অডিও রেকর্ড শোনান, যা রাজধানীর রমনা থানার একজন পুলিশ কর্মকর্তার সঙ্গে তাদের কথোপকথনের বলে আন্দোলনকারীদের দাবি।
শনিবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই দাবি করেন তারা।
আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, আপনারা দেখেছেন আমাদেরকে নানা জায়গায় বাধা দেওয়া হয়েছে। চট্টগ্রামে নারী শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যকে ক্ষমতাসীন ছাত্রসংগঠন দুই ঘণ্টার বেশি আটকে রেখে নির্যাতন করেছে। আমরা গত ১ জুলাই থেকে পুলিশের সাথে সদ্ভাব বজায় রেখেছি। কোনো সমস্যা হয়নি।
এই আন্দোলনকারী বলেন, আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, এতদিনে কোথাও কেউ ভাঙচুর করেনি। অজ্ঞাতনামা বলে তারা মামলা দিয়েছে। অথচ আমরা আপনাদেরকে একটি স্টেটমেন্ট শুনাতে চাই।
এই বলে তিনি তার ফোন থেকে একটি অডিও রেকর্ড চালু করে মাইকের সামনে ধরেন। সেই অডিওতে যার কথা শোনা যায় তিনি একজন পুলিশ কর্মকর্তা দাবি করেন আন্দোলনকারীরা। তাতে বলতে শোনা যায়, ‘কোনো ভাঙচুর হয়নি। কেউ কেউ ছবি তুলেছে গাড়ির উপর উঠে, তবে ভাঙচুর হয়নি কোনোভাবেই। এটি আপনাকে আমি এনশিউর করলাম।’
এসময় শিক্ষার্থীরা সমস্বরে ‘শেইম শেইম’ বলে চিৎকার করে ওঠে।
তবে অডিও রেকর্ডের ওই পুলিশ কর্মকর্তার পরিচয় প্রকাশ করেনি আন্দোলনকারীরা।
এই বিষয়ে আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ঢাকা মেইলকে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজের সামনে অবস্থান করা একজন পুলিশ কর্মকর্তার কল রেকর্ড, যিনি রমনা থানায় কর্মরত আছেন। গতকালের তিনি এই বক্তব্য দেন, যা কল রেকর্ডে শোনা গেছে। আমি মনে করি এই কল রেকর্ডের মাধ্যমে প্রমাণ হয়ে গেল যে এই মামলা উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিক্ষার্থীদের দমনের একটি ‘টুল’ মাত্র।
উল্লেখ্য, শুক্রবার (১২ জুলাই) রাতে রাজারবাগ পুলিশ লাইন্সের পরিবহন বিভাগের গাড়িচালক খলিলুর রহমান বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় এ মামলা করেন। এতে পুলিশের একটি সাজোয়া যান এবং জল কামান ভাঙচুর করেছে বলে অভিযোগ করা হয়। অনির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীকে করা হয় আসামি।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
রাশিয়াকে হুঁশিয়ারি দিল অস্ট্রেলিয়া ,নাগরিক নিহত হলে শাস্তি হবে কঠিন
বাংলাদেশ পুলিশের অত্যাচারী আচরণের নতুন ভিডিও ফাঁস
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'
পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান
বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে
হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস
শেখ পরিবার একটি চোরের কারখানা’
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন
জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন
টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি
আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!
মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার
আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ জন ফিলিস্তিনি, মানবিক সংকট চরমে