ঢাবির দুই শিক্ষার্থীকে থানা থেকে ছাড়িয়ে আনলেন শিক্ষকরা
১৭ জুলাই ২০২৪, ০৩:৩৪ পিএম | আপডেট: ১৭ জুলাই ২০২৪, ০৩:৩৪ পিএম
কোটা সংস্কার আন্দোলনে যুক্ত থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে শাহবাগ থানা থেকে ছাড়িয়ে এনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক। এ দলে ছিলেন জাতীয় সংকটময় মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো পরিচিত কয়েকজন শিক্ষক।
আজ বুধবার দুপুরে শাহবাগ থানায় গিয়ে দুই শিক্ষার্থীকে ছাড়িয়ে আনেন শিক্ষকরা। পরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজের ব্যানারে রাজু ভাস্কর্যের পাদদেশে একটি সমাবেশ করেন ওই শিক্ষক দল।
ঢাবি শিক্ষকদের এই দলে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর আসিফ নজরুল, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর তানজিমউদ্দিন খান ও পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর কামরুল হাসান মামুনসহ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন পরিচিত শিক্ষক উপস্থিতি ছিলেন।
শাহবাগ থানা থেকে বের করার পর থানার সামনে আটককৃত এক শিক্ষার্থী বলেন, আমার গায়ে হাত তোলা হয় নাই, তবে আমাকে কালকে দুপুরের পর থেকে কারো সাথে যোগাযোগ করতে দেয়নি। তারা আমাকে রাত দুইটা পর্যন্ত রওনা থানায় রাখছে। সেখান থেকে তারা আমাকে রাতের অন্ধকারে ঢাকা মেডিকেল নিয়ে যায়। তারা সেখানে আমাকে কারো সাথে কমিউনিকেশন করার কোন সুযোগ দেয়নি। আমি এক সুযোগে সেখানকার ডাক্তারের প্যাডে আমার পরিবারের একজনের নাম্বার দিই। তারপর সেখান থেকে আমাকে এখানে নিয়ে আসা হয়। এখন আমি যে বের হয়ে আসতে পারছি এটাই অনেক।
এ সময় প্রফেসর আসিফ নজরুল বলেন, যারা গুলি করে মানুষ মারে তাদেরকে পুলিশ গ্রেফতার করতে পারে না। অথচ যারা আক্রান্ত হয় তাদেরকে পুলিশ গ্রেপ্তার করছে। এটাই হয়ে গেছে বাংলাদেশের চেহারা। এটাই দুঃখজনক। আমরা জেনেছি আমাদের শিক্ষার্থীদের উপর কোন রকম টর্চার করা হয়নি। কিন্তু তাদেরকে যে এভাবে আটকে রেখে কারো সাথে যোগাযোগ করতে দেওয়া হয়নি এটা একটা মানসিক টর্চার।
পরে অপরাজেয় বাংলায় এক সমাবেশে একজন শিক্ষক বলেন, দুজন ছাত্র সেখানে (শাহবাগ থানায়) ছিল। জোর করে স্বীকারোক্তিমূলক একটি ভিডিও নেওয়া হয়েছে এই বলে যে সে সরকার পতনের আন্দোলনে ছিল। এ ধরনের নিপীড়ন অত্যাচার চলছে। এটাতো আসলে নতুন কোন কিছু না। এই নিপীড়ন আকাশ থেকে পড়েনি। বছরে পার বছর এই নিপীড়ন চলেছে ক্যাম্পাসে। বিশ্বের কোন সভ্য দেশে এটা কল্পনা করা যায় না যে একটা ক্যাম্পাসে প্রতিদিন একটা ছাত্র নিপীড়িত হয়। শিক্ষকেরা হলগুলো নামে মাত্র চালায় বলে অভিযোগ করে তিনি বলেন, হল চালায় আরেকজন ছাত্র এবং তার কথাতেই শিক্ষার্থীদের জীবন ধারণ করতে হয়।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
বেগমগঞ্জে তারুণ্যের উৎসব-২০২৫ আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত
ফতুল্লায় শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
টানা ৪০ রাতের পর সূর্যোদয়
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর গ্রেফতার
বগুড়ার নন্দীগ্রামে তারুণ্যের ফুটবল প্রতিযোগিতার উৎসব
দেশে অবস্থানরত অবৈধ বিদেশি নাগরিকদের আবারও সতর্ক করল সরকার
কালীগঞ্জে জাতীয় বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণী ও সমাপনী
বাউফলে উপজেলা ছাত্রদলের আহবায়কের বহিষ্কার দাবি
স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের খবর জানালেন জয়
খালেদা জিয়া অনেকটা ভালো আছেন : মির্জা ফখরুল
সুস্থ প্রতিযোগিতা না থাকলে গণমাধ্যমের স্বাভাবিক বিকাশ হবেনা- কমিশন প্রধান
সিংগাইরে স্থানীয় সরকার সংস্কার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
মালি আছে, বাগান নেই
পাকিস্তান থেকে চাল আমদানি করবে বাংলাদেশ
নতুন খেলোয়াড় চান গুয়ার্দিওলা
এস আলমের ৬৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ, জব্দ ১৬ সম্পদ
সিলেটসহ দেশের পাথর ও বালু মহাল নিয়ে সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত
দৌলতপুরে নগদের মার্কেটিং অফিসারকে কুপিয়ে জখম
গোলের সুযোগ নষ্ট, হাভার্টজের পরিবারকে হত্যার হুমকি
ইসলামী আন্দোলনের আয়োজনে ভোলা জেলার উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত