ফেব্রুয়ারিতেই ডাকসু নির্বাচনের পরিকল্পনা
১৪ জানুয়ারি ২০২৫, ০১:১৬ পিএম | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ০১:২৮ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই আয়োজনের পরিকল্পনা করা হয়েছে,জানুয়ারি মাসের মধ্যেই রোডম্যাপ।সোমবার (১৩ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ গণমাধ্যমকে এ তথ্য জানান।তিনি বলেন, ফেব্রুয়ারির মধ্যেই ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে।তবে গঠনতন্ত্র সংস্কার না করে ডাকসু নির্বাচন কার্যকরি হবে না।এজন্য ডাকসুর গঠনতন্ত্র সংস্কারের জন্য কমিটি গঠন করা হয়েছে।
তবে ভোটের তারিখ নিয়ে ছাত্রসংগঠনগুলোর মধ্যে মতবিরোধ এই প্রক্রিয়ার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন ও ছাত্রশিবির ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাইলেও, ছাত্রইউনিয়ন এবং ছাত্রশিবির সংস্কার ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করার আগে নির্বাচন চায়।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, আমরা নতুন করে ক্ষমতার রাজনীতি চাই না। আমরা চাই, বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ কেন্দ্রিক রাজনীতি শক্তিশালী হোক।
ঢাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মহিউদ্দিন আহমদ বলেন, দ্রুত সময়ে নির্বাচন চাই। আর দ্রুত সময়ের মধ্যে অন্তত রোডম্যাপটা চাই।তিনি আরও বলেন, সংস্কার এবং ডাকসু নির্বাচনের প্রক্রিয়া একইসঙ্গে চলতে পারে বলে মনে করি।
ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র সাহস বলেন, ফ্যাসিবাদের দোসররা নামে-বেনামে এখনও হল পর্যায়ে রয়ে গেছে।এর ভিত্তিতে দ্রুত ডাকসু নির্বাচন দেওয়া জরুরি।ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা বলেন, তৎকালীন প্রশাসন ছাত্রলীগকে সুবিধা করে দেওয়ার জন্য গঠনতন্ত্রে যে ধরনের বিধান সংযুক্ত করেছিল।সেই গঠনতন্ত্রের অধীনে ডাকসু নির্বাচন হলে সেটা প্রশ্নবিদ্ধ থেকে যাবে।
এর আগে, গত ৩ জানুয়ারি সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ডাকসু নির্বাচন নিয়ে আমরা অত্যন্ত আগ্রহী। আমরা চাই, সবার মধ্যে এ নির্বাচন নিয়ে ঐক্য তৈরি হোক। সবার মধ্যে এ ব্যাপারে যেন চুক্তি বা সমঝোতার মতো কিছু হয়।
তিনি আরও বলেন, আমরা সবাইকে নিয়েই একটা উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন আয়োজন করতে চাচ্ছি।দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ে একটা মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে।ঢাবি উপাচার্য বলেন,আমরা এই পরিবেশকে কাজে লাগিয়ে যত দ্রুত সম্ভব সবাইকে নিয়ে নির্বাচন সম্পন্ন করতে চাই। এক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা সরকারের পতনের পর থেকে ডাকসু নির্বাচনের দাবি জোরদার হয়েছে। শিক্ষার্থীরা ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে নির্বাচনী রোডম্যাপ প্রকাশের দাবি জানিয়ে আসছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনও ডাকসু নির্বাচন নিয়ে ইতিবাচক মনোভাব পোষণ করছে। ঢাবি প্রক্টর জানান, ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন আয়োজন একটি গ্রহণযোগ্য সময় হতে পারে।
প্রসঙ্গত, দীর্ঘ ২৮ বছরের ব্যবধানে ডাকসুর সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের মার্চ মাসে।সেই সংসদের মেয়াদ শেষ হয় ২০২০ সালের মার্চে।সেবারের নির্বাচনের আগেও ডাকসুর নীতিমালা সংস্কার, সবার জন্য সমান সুযোগ সৃষ্টি, ছাত্রনেতাদের কারও কারও ছাত্রত্বসংক্রান্ত জটিলতার বিষয়ে নানা সংস্কারের দাবি উঠেছিল।তবে কোনো রকম সংস্কার ছাড়াই একতরফা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেবার। তারপর আবার বন্ধ হয়ে যায় ডাকসু নির্বাচন। তখন থেকে বিভিন্ন সময় শিক্ষার্থীরা দাবি জানালেও বিশ্ববিদ্যালয় প্রশাসন আর নির্বাচনের উদ্যোগ নেয়নি।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
বাড়ল এলপি গ্যাসের দাম
মাগুরায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেত্রী গ্রেফতার
ফ্যাসিবাদ সরকার মুক্ত গণমাধ্যমকে মত প্রকাশে বাধা দিয়ে রেখে ছিল- একেএম সামছুদ্দিন
কালিয়াকৈরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিকাশ এজেন্টের ছয় লাখ টাকা ছিনতাই
শ্রীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত
তারুণ্যের উৎসবকে সামনে রেখে ফেডারেশনগুলোর নানা আয়োজন
সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
মীরসরাইয়ে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
সিলেট নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে বর্ণাঢ্য আয়োজনে পিঠা উৎসব
গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের আহ্বান : হবিগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নেতা মিফতাহ্ সিদ্দিকি
পোস্তগোলা-নারায়ণগঞ্জ সড়ক মেরামতের দাবি
হাত, পা ও বুকের লোম কাটা প্রসঙ্গে।
দেশের যাবতীয় সংকট দূর করতে নির্বাচিত সরকার দরকার: ড. আসাদুজ্জামান রিপন
সমতাভিত্তিক স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণ সময়ের দাবি
ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার: সচিব
ফুলতলী ছাহেব কিবলা মানুষকে জীবনভর আল্লাহর পথে ডেকেছেন
বিরলে বিজোড়া স্কুল এন্ড কলেজে কিশোর গ্যাংয়ের তান্ডব
ভারত ও বাংলাদেশের সেনাপ্রধানের মধ্যে কী কথা হয়েছে তা জনগণকে জানাতে হবে
বিশ্বনাথে খাজাঞ্চী ক্রিকেট ফেডারেশন কাপের ৩য় আসরের উদ্বোধন
অচলাবস্থা কাটিয়ে উঠতে নির্বাচনের কোনো বিকল্প নেই: সিলেটে কাইয়ুম চৌধুরী