আল্লার হুকুম আর রাসূলের আদর্শ ছেড়ে দেয়ায় সমাজে নানা বিপর্যয় ঘটে জুমার খুৎবা পূর্ব বয়ান
২৬ জুলাই ২০২৪, ০৪:৪৫ পিএম | আপডেট: ২৬ জুলাই ২০২৪, ০৪:৪৫ পিএম
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. রুহুল আমিন আজ জুম্মার খুৎবা পূর্ব বয়ানে বলেছেন, আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেন তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আল্লাহ যেসব আদের্শ নিষেধ করেছেন তা’বিশ্বাস করেই ইসলামের সুশীতল ছায়াতলে প্রবেশ করতে হবে। যদি দ্বীনকে আকড়ে ধরতে পারো তবে কশ্বিনকালেও তোমরা ঈমান হারা হবে না। খতিব বলেন, মানুষের চাওয়া-পাওয়াতো থাকবেই তার জন্য মানুষকে কষ্ট দেয়া যাবে না। এমনকী কোনো প্রাণীকে কষ্ট দেয়া যাবে না। গর্ভ বা ফকর করে নয়, সকল হুকুম আহকাম মেনেই ইসলামে দাখেল হতে হবে। মানুষকে কষ্ট দেয়া হলে পরিপূর্ণভাবে ইসলামের সুশীতল ছায়াতলে প্রবেশ করা হবে না। তিনি বলেন, রাসূল (সা.) আদর্শকে অনুসরণের মাধ্যমে ইসলামে প্রবেশ করতে হবে। গত কয়েক দিনের পরিস্থিতিতে যেসব গরিব কষ্টে আছেন তাদের প্রতি সহায়তার হাত বাড়াতে হবে। আল্লাহ সবাইকে কবুল করুন। আমিন।
গাজীপুরের টঙ্গী পূর্ব আরিচপুর সরকার বাড়ী ঈদগাহ মসজিদুল আকসার খতিব মাওলানা রিয়াদুল ইসলাম মল্লিক আজ জুমার খুৎবা পূর্ব বয়ানে বলেন, মানুষ আল্লাহ ও তার রাসূলের (সা.) আদর্শ হতে দূরে সরে যাওয়ার কারণে জীবনে নানা বিপর্যয় ঘটে। ইরশাদ করেন: দুনিয়ার মানুষ আল্লার হুকুম আর রাসূলের আদর্শ ছেড়ে দেয় তখন সমাজে, দেশে নানা বিপর্যয় ঘটে। নিঃসন্দেহে যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে,তারাই উতকৃষ্টতম সৃষ্টি। প্রতি পালকের নিকট রয়েছে তাদের প্রতিদান স্থায়ী জান্নাত সমূহ যার তলদেশে নহর সমূহ বইতে থাকবে। যেখানে তারা অনন্তকাল অবস্থান করবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট থাকবেন তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবেন। এটা সে ব্যক্তির জন্য, যে তার প্রতিপালককে ভয় করে। সূরা বাইয়্যেনা : আয়াত-৭,৮। হে আকাশ ও ভূমির ¯্রষ্টা! দুনিয়া-আখেরাতে আপনিই থাকুন আমার সহায়। আমাকে মৃত্যু দিয়েন ইসলামের উপর আর আমাকে যুক্ত করেন নেককারদের সাথে। সূরা ইউসুফ আয়াত-১০১। হে পরোয়ার দেগার আমাক ও আমার বংশধরকে ভালো নামাজি বানান, হে আমার পালন কর্তা আমার দোয়া কবুল করুন। সূরা ইব্রাহিম আয়াত-৪০। হাদিসে প্রিয়নবী (সা.) বলেন: হে আল্লাহ সমস্ত প্রসংশা আপনার, সকল কৃতজ্ঞতা আপনার, গোটা রাজত্ব আপনার, সকল সৃষ্টি আপনার। আপনারই হাতে সকল কল্যাণ আর আপনারই দিকে প্রত্যাবর্তিত সকল বিষয়। আমি আপনার কাছে সকল কল্যাণ চাই এবং সকল অকল্যাণ থেকে পানাহ চাই। আল্লাহ সবাইকে কবুল করুন। আমিন।
ঢাকার ডেমরা দারুননাজাত মাদরাসা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহাম্মদ মনিরুল ইসলাম আজ জুমার বয়ানে বলেন, মানুষের উত্তম চরিত্রের একটি বড় ধরণের বৈশিষ্ট হলো নিজের জবানকে হেফাজত করা। জবানকে হেফাজত করার অর্থ হলো মানুষ কখনো খারাপ কথা বলবে না। বরং সে সর্বদা ভালো কথা বলবে। সে গিবত করবে না, চোগলখুরী করবে না, কাউকে গালি দিবে না। অশ্রাব্য শব্দ উচ্চারণ করবে না। মানুষকে তার মুখ থেকে বের হওয়া সকল শব্দের হিসাব দিতে হবে। আল্লাহ তা’য়ালা সকল কিছু লিখে রাখেন এবং সব কিছুর হিসাব নেবেন। জবানকে যদি ভালো কাজে ব্যবহার করা হয় তাহলে তা সর্বোত্তম নেয়ামত। আর যদি জবানের উপর কোন নিয়ন্ত্রণ না রাখা হয়, বরং তাকে ছেড়ে দেওয়া হয় তাহলে তা অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন: মানুষ যে কথাই উচ্চারণ করুক না কেন (তা লিপিবদ্ধ করার জন্য) সদাতৎপর প্রহরী তার নিকটেই রয়েছে। (সূরা ক্বাফ:১৮) তাফসিরে ইবনে কাসিরে এর ব্যাখ্যায় বলা হয়েছে: বণী আদম যে কথাই বলুক না কেন তা পর্যবেক্ষণ ও সংরক্ষণকারী ফেরেস্তা রয়েছে। কোন একটি শব্দ বা অঙ্গভঙ্গি এমন নাই যা তারা লিপিবদ্ধ করে না। সূরাতুল ইনফিতারের মধ্যে আল্লাহ তায়ালা ইরশাদ করেন: অবশ্যই তোমাদের উপর নিযুক্ত আছে তত্ত্বাবধায়কগণ ও সম্মানীত লেখকগণ (যারা লিপিবদ্ধ করছে তোমাদের কার্যকলাপ) তারা জানে তোমরা যা কর। (সুরা ইনফিতর : ৯-১১)। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন: যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে নতুবা চুপ থাকে। অথচ আমরা আমাদের জবান দ্বারা নানা ধরণের পাপ করে থাকি। যেমন মিথ্যা বলা, গিবত করা, চোগলখুরী করা, গোপন কথা ফাঁস করা, গালি দেওয়া, অভিশাপ দেওয়া, অনর্থক কথা বলা, ঝগড়া করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিসকিন ও ফকিরদেরকে ধমক দেওয়া, উপকার করে খোঁট দেওয়া, বংশ তুলে গালি দেওয়া। এগুলো থেকে বিরত থাকলে যেমন আখেরাতে মুক্তি তেমন সামাজিক অনেক বিশৃংখলা থেকেও নিরাপদ থাকা যায়। আল্লাহ তায়ালা আমাদেরকে জবানের হেফাজত করার তৌফিক দান করুন। আমিন।
খতিব হাফেজ মাওলানা রেজাউল করিম দিনাজপুর গোর এ শহীদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা রেজাউল করিম আজ জুমার খুৎবা পূর্ব বয়ানে বলেন, হযরত লোকমান (আ.) তার পুত্রদেরকে উপদেশ দিতে গিয়ে বলেন নামাজ কায়েম করো এবং সৎ কাজের আদেশ দাও অসৎ কাজের বাধা প্রদান করো। এই কাজ করতে গিয়ে তোমার উপরে যে বাধা আসবে এতে তুমি ধৈর্য ধারণ করবে। এই কাজটি কঠিন কাজ। সূরা লোকমান। খতিব বলেন, আজ সমাজে অসৎ কাজের বাধা প্রদান না থাকার কারণে যদিও ভালো লোকের সংখ্যা বেশি সমাজে দুষ্কৃতিকারী অন্যায় অবিচারকারীর সংখ্যা কম তারপরও তারা শক্তিশালী। আমরা অন্যায়ের প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে পারছিনা বিধায় তারা সামনে বাড়ছে। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আসুন সমাজে শান্তি প্রতিষ্ঠায় আমরা প্রতিবাদী হই। আল্লাহ সবাইকে ছহি বুঝ দান করুন। আমিন।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
লুকিয়ে পাথর লুঠে যেয়ে সিলেটে এক শ্রমিকের মৃত্যু !
বাগেরহাটে আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া গ্রেফতার
ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে গ্রেপ্তার
খুশদিল ঝড়ে খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রংপুর
টানা ৩৫ ঘণ্টা পর অনশন প্রত্যাহার জবি শিক্ষার্থীদের
যাদের চিন্তাধারায় গড়ে উঠেছে পাশ্চাত্য জীবন দর্শন
`সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ'
মুজিবনগর ঘোষণায় সেক্যুলারিজম সমাজতন্ত্র বাঙ্গালী জাতীয়তাবাদ ছিল না : ৭২ এর সংবিধানে আছে
সন্ত্রাস-চাঁদাবাজি-দখলবাজি রুখতে হবে
এইচএমপিভি: বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা
হতাহত ৩০
৩শ’ সৈন্য নিহত
৫ মাওবাদী হত্যা
দাবানলে চুরি
চেক প্রজাতন্ত্রে নিহত ৬
ড্রপ প্রোটেকশন ফিচারযুক্ত নোট ৬০এক্স আনল রিয়েলমি
প্রেমিকার স্বামী ও বাবাকে খুনের পরিকল্পনা, ভুলে খুন অন্যজন
লেবাননের বাসিন্দারা ঘরবাড়ি পুনর্নির্মাণের অনিশ্চয়তায়
রুপির দাম কমলেও নিশ্চুপ কেন মোদি
সাইফুজ্জামান চৌধুরীর আরামিট সিমেন্টের ব্যাংক হিসাব স্থগিত