আরো লাশ ও রক্তের নেশায় মেতে উঠেছে সরকার
৩১ জুলাই ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ৩১ জুলাই ২০২৪, ১২:০৫ এএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, সরকারের অপরিণামদর্শি সিদ্ধান্তে দেশে শত শত লাশ পড়েছে। অসংখ্য মায়ের কোল খালি হয়েছে। চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যেভাবে গ্রেফতারের হিড়িক শুরু করেছে, সেটিকে গণগ্রেফতার ও নির্বিচারে আটক ও রিমান্ডের নামে নির্যাতন হিসেবে উল্লেখ করে তা বন্ধের দাবি জানান পীর সাহেব চরমোনাই। তিনি সোমবার ও গতকাল অধিকার আদায়ে আন্দোলনরত ছাত্রদের শান্তিপূর্ণ মিছিলে হামলা ও গ্রেফতারের নিন্দা জানিয়ে বলেন, সরকার কোটা আন্দোলনে শত শত লাশ ফেলেও ক্ষান্ত হয়নি। সরকার আরো লাশ ও রক্তের নেশায় মেতে উঠেছে। ছাত্র আন্দোলনের মিছিলে পুলিশ দিয়ে হামলা ও গ্রেফতার করছে। পীর সাহেব চরমোনাই কোটাবিরোধী আন্দোলনের নেতাদের গ্রেফতার ও হামলার নিন্দা জানিয়ে গ্রেফতারকৃত বিরোধী দলের সকলস্তরের নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।
আজ মঙ্গলবার দুপুরে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ছিলেন, নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল পীর সাহেব খুলনা, প্রেসিডিয়াম সদস্য আল্লামা নূরুল হুদা ফয়েজী, আলহাজ্ব খন্দকার গোলাম মাওলা, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান।
পীর সাহেব চরমোনাই বলেন, সরকার গণহত্যা এবং হাজার হাজার মানুষকে আহত করে বিক্ষুব্ধ জনতার রুদ্ররোষ প্রশমিত করতে পারবে না। জনতার রুদ্ররোষের একমাত্র সমাধান হলো দ্রুত সময়ের মধ্যে সরকারের পদত্যাগ করে জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে, যা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দশ্যপ্রণোদিত।
ইসলামী আন্দোলনের আমীর বলেন, ছাত্র আন্দোলনের ৬জন সমন্বয়কদের ডিবি হেফাজতের নামে হয়রানি বন্ধ এবং কর্মসূচি প্রত্যাহার করানোর প্রতিবাদ জানিয়ে বলেন, এ ধরনের ঘটনা সংবিধান পরিপন্থি বলে হাইকোর্ট বলে দিয়েছে। তিনি বলেন, সরকার ক্ষমতার মোহে অন্ধ হয়ে মানুষের রক্তের ওপর দিয়ে হলেও ক্ষমতায় টিকে থাকার জন্য মরিয়া হয়ে আছে।
বিশ্ববিদ্যালয়ের অনুদান বন্ধ করে দেয়া হবে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ
এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ দেশের চলমান পরিস্থিতির প্রেক্ষিতে অনুষ্ঠিত এক সভায় বলেছেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী ছাত্র-জনতার জনবিস্ফোরণ দমনে ব্যর্থ হয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের অনুদান বন্ধ করে দেয়া হবে’ এধরনের বক্তব্য সংবিধান বিরোধী ও প্রতিহিংসার পরিচায়ক। তিনি বলেন, দেশের নির্বাহী আসনে থেকে এধরনের হিংসাত্মক বক্তব্য দেশের সচেতন জনতাকে বিস্মিত করেছে। প্রধানমন্ত্রীর এধরনের বক্তব্য প্রত্যাহার করতে হবে। মাওলানা ইউনুছ আহমাদ আরো বলেন, সরকার প্রধানের হিংসাত্মক বক্তব্য দেশে শত শত লাশ পড়েছে। কিন্তু ক্ষতবিক্ষত স্থাপনা নিয়ে অনেক মায়াকন্না করলেও শত শত লাশ নিয়ে তেমন কোন দু:খপ্রকাশ পরিলক্ষিত হয়নি। তিনি বলেন, উন্নয়ন জনগণের জন্য, কিন্তু জনগণ না থাকলে উন্নয়নের কোন মূল্য নেই। কাজেই সরকার প্রধানের বক্তব্য প্রতিহিংসার বহি:প্রকাশ।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
মিজানুর রহমান আজহারীর ব্যাখ্যা
বিতর্কিত চিন্ময় কাণ্ড: আত্মসমর্পণের পর জামিন পেলেন ৬৩ আইনজীবী
শরীয়তপুরে ১০ বছরেও নির্মাণ হয়নি আদালত ভবন
শুভেন্দুর হুঙ্কার : ‘বাংলাদেশকে জবাব দিতে পাঁচ-সাতটি ড্রোনই যথেষ্ট’
ষড়যন্ত্র ও হয়রানির বিরুদ্ধে ন্যায়বিচারের আবেদন বঞ্চিত বিধবার
মার্কিন মুদ্রার বিপরীতে ভারতীয় রুপির সর্বনিম্ন রেকর্ড
দোয়ারাবাজারে অভিযুক্ত বাঁধে বালু অপসারণ!
তালেবান শাসনকে বৈধতা না দেওয়ার আহ্বান নোবেলজয়ী মালালার
ফের সচিবালয়ের সামনে অবস্থান অব্যাহতি পাওয়া এসআইদের
ঢাকার বাইরে প্রথম নরসিংদীতে রয়েল এনফিল্ড লঞ্চ
ধর্মীয় শিক্ষার মাধ্যমেই দেশ ও জাতির কল্যাণ সাধিত করা সম্ভব
অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না : হাইকোর্ট
বিদ্যুৎ প্লান্টের পাঁচ লাখ টাকার লোহা তামা স্টিল সামগ্রী চুরির দায়ে ৫০ জনের নামে মামলা
নেত্রকোনা গত ১ বছরে ২৩২টি অস্বাভাবিক মৃত্যু
মেহেরপুর শহরে অবৈধ গাড়ির দৌরাত্ম ফুটপথ দখল, সরু সড়ক, যানজট লেগেই থাকে
অ্যাপলের ডাইভার্সিটি নীতি , বৈচিত্র্য রক্ষার লড়াইয়ে বোর্ডের বার্তা
ঢাবি,ভিকি,এনএসইউ ওয়েটিং লিস্টে থাকে,বান্নাহ খাওয়া মাল খায় না'
দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামার ঘোষণা কর্নেল অলির
আশুলিয়া থানা জমিয়তের কমিটি গঠন
বাংলাদেশের সীমান্তে ১৬০ জায়গায় কাটাতারের বেড়া দিয়েছে ভারত : রিজভী