মুক্তিযুদ্ধের চেতনা কোনো একক দলের চেতনা নয়
৩১ জুলাই ২০২৪, ০৭:৫৪ পিএম | আপডেট: ৩১ জুলাই ২০২৪, ০৭:৫৪ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে সরকারের ব্যবসায় ধস পড়ছে, চেতনার ব্যবসা এদেশে আর চলবে না। জাতি সব বুঝে গেছে, সরকারের ভূয়ামি। মুক্তিযুদ্ধের চেতনার নামে স্বাধীনতার দীর্ঘ ৫৩ বছর পরও জাতিকে বিভক্তি সৃষ্টি করে এককভাবে ফায়দা নেয়ার দিন শেষ আওয়ামী লীগের জন্য। মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতার চেতনা কোনো একক দলের চেতনা নয়। স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, সাম্যের চেতনা সারা বাংলার মানুষের চেতনা। সরকার এটাকে পূঁজি করে ব্যবসা করে আসছে। ছাত্রদের রাজাকারের নাতি-পুতি বলে চপেটাঘাত খেয়ে এখন তা অস্বীকার করছে।
আজ বুধবার বিকেলে পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ হারুন অর রশিদ, মুফতী মোস্তফা কামাল, মুহাম্মদ ওবায়দুল্লাহ।
মুফতী ফয়জুল করীম বলেন, সরকার একটি মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে। এই দেশটিতে এখন কোনো গণতান্ত্রিক বিধিব্যবস্থা আছে, এটি মনে করার কোনো কারণ অবশিষ্ট নেই। সরকার আজ পর্যন্ত এত নির্মমতা, এত হত্যাকা-, এত নির্যাতন, এত নিপীড়নের পরও কোনো ধরনের দায়দায়িত্ব স্বীকার করেনি। এমনকি প্রধানমন্ত্রী স্থাপনা ধ্বংসে মায়াকান্না করলেও শত শত জীবন চলে গেল এর জন্য অনুতপ্ত নেই, দু:খ নেই। এটাই সরকারের জন্য বুমেরাং হয়ে দাঁড়াবে। তিনি বলেন, দেশবাসী স্পষ্টভাবে দেখেছি, এই সহিংসতা ছড়ানোর পেছনে ওবায়দুল কাদেরের কী পরিমাণ দায় রয়েছে। তিনি ছাত্রলীগকে নির্দেশ দিয়েছিলেন, তার পরেই কিন্তু সংঘর্ষ ছড়িয়েছে। এই আন্দোলন এখন আর শিক্ষার্থীদের আন্দোলন নেই। এটি শিক্ষক-শিক্ষার্থী-জনতার আন্দোলন হয়ে গেছে। এখন সকলেরই উচিত যার যার অবস্থান থেকে এ আন্দোলনে নেমে পড়া, সহযোগিতা করা।
মুফতী ফয়জুল করীম ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা, গ্রেফতার, টিয়ার সেল নিক্ষেপের নিন্দা জানিয়ে গ্রেফতারকৃত সকল ছাত্র, বিরোধী দলের নেতাদের মুক্তি দাবি করেন।
এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ'র সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে বলেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে নিরাপরাধ শিশু ও শিক্ষার্থীদেরকে নির্বিচারে গুলির করে হত্যার বিচার এদেশের মাটিতেই হবে। এই জঘন্য কর্মকা-ের সঙ্গে যারা জড়িত তারা সবাই আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য। তাদের ছাড় দেয়ার কোন সুযোগ নেই। সাধারণ একটি ইস্যুকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে গিয়ে যুদ্ধ ব্যতীত হেলিকপ্টার থেকে গুলি করে যেভাবে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে, তা পৃথিবীর ইতিহাসে বিরল। এটা একমাত্র ফ্যাসিবাদী, বিনা ভোটে নির্বাচিত সরকারের পক্ষেই সম্ভাব।
ডিবি হেফাজতে কোন নাগরিক নিরাপদ নয়, উল্লেখ করে নেতৃদ্বয় আরো বলেন, সন্তান তার মা-বাবা, পরিবারের কাছেই নিরাপদ। যাদেরকে সাদা পোশাকধারী গোয়েন্দা সংস্থার পরিচয়ে তুলে আনা হয়েছে তাদেরকে অতি দ্রুত তাদের পরিবারের কাছে ফেরত দিন। তা নাহলে জনজীবনে নিরাপত্তার শংকা আরো প্রকট হবে এবং তার দায়ভার সরকারকেই বহন করতে হবে।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
মিজানুর রহমান আজহারীর ব্যাখ্যা
বিতর্কিত চিন্ময় কাণ্ড: আত্মসমর্পণের পর জামিন পেলেন ৬৩ আইনজীবী
শরীয়তপুরে ১০ বছরেও নির্মাণ হয়নি আদালত ভবন
শুভেন্দুর হুঙ্কার : ‘বাংলাদেশকে জবাব দিতে পাঁচ-সাতটি ড্রোনই যথেষ্ট’
ষড়যন্ত্র ও হয়রানির বিরুদ্ধে ন্যায়বিচারের আবেদন বঞ্চিত বিধবার
মার্কিন মুদ্রার বিপরীতে ভারতীয় রুপির সর্বনিম্ন রেকর্ড
দোয়ারাবাজারে অভিযুক্ত বাঁধে বালু অপসারণ!
তালেবান শাসনকে বৈধতা না দেওয়ার আহ্বান নোবেলজয়ী মালালার
ফের সচিবালয়ের সামনে অবস্থান অব্যাহতি পাওয়া এসআইদের
ঢাকার বাইরে প্রথম নরসিংদীতে রয়েল এনফিল্ড লঞ্চ
ধর্মীয় শিক্ষার মাধ্যমেই দেশ ও জাতির কল্যাণ সাধিত করা সম্ভব
অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না : হাইকোর্ট
বিদ্যুৎ প্লান্টের পাঁচ লাখ টাকার লোহা তামা স্টিল সামগ্রী চুরির দায়ে ৫০ জনের নামে মামলা
নেত্রকোনা গত ১ বছরে ২৩২টি অস্বাভাবিক মৃত্যু
মেহেরপুর শহরে অবৈধ গাড়ির দৌরাত্ম ফুটপথ দখল, সরু সড়ক, যানজট লেগেই থাকে
অ্যাপলের ডাইভার্সিটি নীতি , বৈচিত্র্য রক্ষার লড়াইয়ে বোর্ডের বার্তা
ঢাবি,ভিকি,এনএসইউ ওয়েটিং লিস্টে থাকে,বান্নাহ খাওয়া মাল খায় না'
দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামার ঘোষণা কর্নেল অলির
আশুলিয়া থানা জমিয়তের কমিটি গঠন
বাংলাদেশের সীমান্তে ১৬০ জায়গায় কাটাতারের বেড়া দিয়েছে ভারত : রিজভী