এখনও কর্মস্থলে অনুপস্থিত অনেক পুলিশ সদস্য!
১৯ আগস্ট ২০২৪, ০১:১৪ পিএম | আপডেট: ১৯ আগস্ট ২০২৪, ০১:১৪ পিএম
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতনের পর ভেঙে পড়া পুলিশি ব্যবস্থা এখনো স্বাভাবিক হয়নি। ডিএমপির ৫০টি থানার মধ্যে এখনও কার্যক্রম শুরু করতে পারেনি বাড্ডা ও যাত্রাবাড়ী থানা। যাত্রাবাড়ী থানা ভবন পুড়ে যাওয়ায় পার্শ্ববর্তী ডেমরা থানায় অবস্থান নিয়ে পুলিশ ম্যানুয়াল পদ্ধতিতে জিডি ও মামলা নিলেও সরেজমিনে তদন্ত বা অপারেশনে যেতে পারছে না। পুলিশের অনেক সদস্য এখনও কর্মস্থলে যোগ দেন নি। ডিএমপি সদর দফতরের একজন কর্মকর্তা জানান, অনুপস্থিত কেউ কেউ অসুস্থতার জন্য ছুটির আবেদন করে রেখেছেন। আবার কেউ একেবারে সাড়া দেয় নি। যারা সাড়া দেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওই কর্মকর্তা। তিনি বলেন, তালিকা তৈরি হচ্ছে। শিগগিরি যাচাই-বাছাই করে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, ডিএমপির প্রায় সব থানার ওসিকে ঢাকার বাইরে বদলি করা হয়েছে। রোববার (১৮ আগস্ট) এক আদেশে ডিএমপির ৩২ থানার ওসিকে ঢাকার বাইরে বদলি করা হয়। সোমবার (১৯) সকাল থেকে এই ৩২ থানার ওসিকে বিদায় জানাতে থানাগুলোতে পুলিশ সদস্যদের উপস্থিতির হার ছিল গত কয়েক দিনের তুলনায় বেশি। এর আগে গত ১৩ আগস্ট ডিএমপির ১৮ থানার ওসিকে বদলি করা হয়।
ডিএমপির ওয়ারী, শ্যামপুর, কদমতলী, যাত্রাবাড়ী, ডেমরা ও রমনা থানার কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, কনস্টেবল থেকে এসআই পদে বেশিরভাগ পুলিশ সদস্যই নিজ নিজ ইউনিটে যোগদান করেছেন। যারা অনুপস্থিত আছেন তারা কেউ কেউ এখনও ভয় কাটিয়ে উঠতে পারেননি। আবার কেউ কেউ অসুস্থতার কারণ দেখিয়ে আসেন নি। তবে হাসিনা সরকারের আস্থা-ভাজন হিসেবে পরিচিত ঊর্ধ্বতন কর্মকর্তারা এখনও আত্মগোপনে। কয়েকজনকে অব্যাহতি ও অনেককে বদলি করা হয়েছে। বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সমালোচিত মোহাম্মদ হারুন অর রশীদ, বিপ্লব কুমার সরকার, প্রলয় কুমার জোয়ারদারসহ অনেকেই এখনো কাজে যোগ দেননি। তারা কোথায় আছেন সে সম্পর্কে পুলিশ বিভাগের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।
ডেমরা জোনের একজন কর্মকর্তা জানান, থানাগুলোর কার্যক্রম শুরু হলেও পুলিশের দায়িত্ব পালন করার মতো অবস্থা এখনও তৈরি হয়নি। অস্ত্র, পোশাক, ওকিটকি, কম্পিউটার, রেকর্ড বইসহ মূল্যবান নথিপত্র পুড়ে যাওয়ায় ম্যানুয়াল পদ্ধতিতে জিডি ও মামলা নেয়া ছাড়া পুলিশ কোনো কাজ করতে পারছে না। অপারেশন টিম মাঠে যেতে পারছে না।
যাত্রাবাড়ী থানার একজন কর্মকর্তা জানান, পুরো থানা ভবন পড়ে যাওয়ায় সেখানে বসার মতো অবস্থা নেই। বাধ্য হয়ে আমরা পাশর্^বর্তী ডেমরা থানায় বসে কাজ চালাচ্ছি। থানা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ চলমান রয়েছে। তবে পোড়া গন্ধে বসা যায় না। তিনি জানান, বেশিরভাগ সদস্যই কাজে যোগদান করেছে। তবে তারা সিভিল পোশাকেই অবস্থান করছে বলে হয়তো মনে হতে পারে সদস্য সংখ্যা কম। পোশাকের অভাবে সিভিল পোশাকেই তারা কর্মস্থলে উপস্থিত হচ্ছে।
এর আগে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছিল যারা গত বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগদান করবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এই ঘোষণার পর বৃহস্পতিবারের মধ্যেই বেশিরভাগ পুলিশ সদস্যই কাজে যোগদান করেন। কিছু অংশ পরদিন শুক্রবার ও শনিবার কাজে যোগ দিয়েছেন বলে ডিএমপি সূত্র জানায়। তবে রোববারের পরে যারা বিনা কারণে অনুপস্থিত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ সদর দফতরের একজন কর্মকর্তা জানান।
বিশেষজ্ঞদের মতে, সরকারের ঘোষণা অনুযায়ী যারা নির্ধারিত তারিখের মধ্যে কাজে যোগদান না করবে বুঝতে হবে তারা হাসিনা সরকারের দালাল, সুবিধাভোগী। এরাই ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছে। তাদেরকে অবশ্যই চাকরি থেকে বহিষ্কারসহ আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
চিরিরবন্দরে ধর্ষণ মামলা ধামাচাপা দিতে পুড়িয়ে মারার চেষ্টা
মুরাদনগরে একাডেমিক ভবন সংকটে ভর্তি হতে পারেনি দুইশতাধিক শিক্ষার্থী
আমরা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে চাঁদাবাজি মুক্ত করতে চাই
ছাত্র জনতার উপর হামলা মামলায় ৮ আইনজীবী কারাগারে
আটঘরিয়ায় সরিষা খেতে মৌবাক্স
সরকারি বীজ সার বিক্রয়ের সময় জনতার হাতে আটক কৃষি কর্মকর্তা
খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল সিলেট
আসছে বাংলাদেশি শরণার্থীদের গণহত্যামূলক সিরিজ 'ফেউ'
ভারত দলে ফিরলেন শামি
কলাপাড়ায বিজ্ঞান ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন
বদলগাছীতে সেলোমিশিন চালিত ট্রলির চাকায় পিষ্ট হয়ে হেল্পার জয় নিহত
সীমান্তে উদ্ভূত পরিস্থিতি : ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্রসচিবের দপ্তরে ডেকেছে সরকার
ফরিদপুরে আবারও সড়ক দুর্ঘটনা ৫ ঘন্টার ব্যবধানে দুই মটরসাইকেল আরোহী নিহত
আগামী নির্বাচনকে ইতিহাসের সেরা ও ঐতিহাসিক করতে চাই: প্রধান উপদেষ্টা
রাবিতে চার হলে পবিত্র কোরআন পোড়ানো: তদন্ত কমিটি, সর্বোচ্চ শাস্তির হুঁশিয়ারি
রামগড় স্থলবন্দরের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনে - উপদেষ্টা ব্রি:জে:(অব) ড. এম সাখাওয়াত হোসেন
বগুড়ায় বিমানবন্দর চালুর উদ্যোগ
দুমকীতে বিএনপি অফিস ভাংচুর মামলায় ছাত্রলীগ নেতা আটক
তারেক রহমানের ৩১ দফা ছড়িয়ে দিতে রাষ্ট্রসংস্কারে-আরিফুল ইসলাম বিলাত
বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, জনগণের স্বপ্ন পূরণে নতুন পুলিশ সদস্যরা কাজ করবে- অ্যাডিশনাল আইজি