তীব্র প্রতিবাদের পরও পদত্যাগ করছেন না ঢাবির দুই প্রফেসর
০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৪ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১১ পিএম
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও দেশান্তরিত হওয়ার পর থেকে রাষ্ট্রের সর্বত্র তার অনুগতদের অপসারণ করা হচ্ছে। এ তালিকায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট, হল ও অনুষদের প্রদানদের অপসারণও। এদের কেউ কেউ স্বেচ্ছায় পদত্যাগ করলেও বেশিরভাগই শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হয়েছেন। কিন্তু ব্যতিক্রম দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) দুই প্রফেসর ড. অহিদুজ্জামান চাঁন ও মাহবুবুর রহমান লিটুকে। শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদ সত্ত্বেও এখনো পর্যন্ত পদত্যাগে রাজি হচ্ছেন না এই দুই প্রফেসর। এই ইনস্টিটিউটে হাসিনা সরকারের অন্যতম দোসর বলে তাদের স্থায়ী অব্যাহতির দাবিতে সরকার পতনের পর থেকে লাগাতার আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।
আজ শনিবার (০৭ সেপ্টেম্বর) ঢাবির এই দুই প্রফেসরের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, ধর্মীয় পোশাক নিয়ে কুটুক্তি ও হেনস্থার অভিযোগে স্থায়ী অব্যাহতির দাবিতে "লং মার্চ টু আইইআর" কর্মসূচী পালন করে ইনস্টিটিউটের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
স্বৈরাচার সরকারের পৃষ্ঠপোষকতা, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা, রাজনৈতিক পেশি শক্তি খাটিয়ে শিক্ষার্থীদের মানসিক নিপীড়ন ও ধর্মীয় পোশাকের ভিত্তিতে শিক্ষার্থীদের হেনস্থা ও অকৃতকার্য করিয়ে দেওয়া, শিক্ষক হিসেবে অযোগ্যতা, অনৈতিকতা, চাটুকারিতার মতো অসংখ্য অভিযোগ রয়েছে এই শিক্ষকের বিরুদ্ধে। এছাড়া এই ইনস্টিটিউটে নিয়োগ প্রক্রিয়ায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আসছেন প্রফেসর অহিদুজ্জামান। ইনস্টিটিউটের পরিচালক হওয়ার পূর্বে তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্ব পালন করেন। সেখানেও নানান দুর্নীতির সাথে নিজের নাম জড়ান। তার স্ত্রী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. জিনাত হুদাও স্বৈরাচার হাসিনার অন্যতম ভ্যানগার্ড হিসেবে শিক্ষক মহলে পরিচিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে বিভিন্ন সভা, সেমিনার কিংবা সমাবেশে শেখ হাসিনার পক্ষের শক্তি হিসেবে নিজের পরিচয় দিতে দেখা যায়।
তথ্য মতে, গত প্রায় এক মাস যাবত ঢাবির এই দুই শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন, ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি, বিক্ষোভ মিছিলসহ নানান প্রতিবাদী কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সর্বশেষ গতকাল শনিবার শিক্ষার্থীরা 'লংমার্চ টু আইইআর' পালন করেন। এর আগে গত ২২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৪জন শিক্ষকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব বিরোধী ১০০ শিক্ষকের তালিকা প্রকাশ করে অধিকার সচেতন শিক্ষার্থী সমাজ নামের একটি সংগঠন। এ তালিকায় ১ নাম্বরে ছিল ড. অহিদুজ্জামান চাঁনের নাম। এছাড়া অন্য প্রফেসর মাহবুবুর রহমানের নাম দেখা যায় তালিকায় ৩ নাম্বরে। এ তালিকায় স্থান পায় ড. অহিদুজ্জামানের স্ত্রী ড. জিনাত হুদাও।
আইইআর সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে এই দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে গত ১ সেপ্টেম্বর ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলাকালীন সময়ে তাদের প্রশাসনিক ও অ্যাকাডেমিক দায়িত্বসমূহ থেকে সাময়িক অব্যাহতিও দেয়া হয়। তবে এখনো প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখছেন শিক্ষার্থীরা। তাদের দাবি ইনস্টিটিউটকে কলঙ্কমুক্ত করার আগ পর্যন্ত তাদের এ প্রতিবাদ চলবে।
ইনস্টিটিউটের এক শিক্ষার্থী বলেন, একমাসব্যাপী চলা এই আন্দোলনকে সফল করতে শিক্ষার্থীরা প্রায় প্রতিদিনই বিভিন্ন কর্মসূচী চালিয়ে যাচ্ছে এবং ইনস্টিটিউটকে কলঙ্কমুক্ত না করা পর্যন্ত তাদের কর্মসূচী অব্যাহত থাকবে। তদন্তের জন্য তথ্যানুসন্ধান কমিটি গঠনের মাধ্যমে তাদের দাবির কেবল একটি অংশ পূরণ হয়েছে। সামনে রয়েছে আরো দীর্ঘপথ। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল ১০ টায় "মার্চ টু আইইআর" কর্মসূচি পালিত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী বলেন, ১৫ জুলাই ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করলে আন্দোলনকারী শিক্ষার্থীরা ইনস্টিটিউটের ভেতরে ঢুকতে চাইলে লিটু স্যার গেট খুলেননি। এছাড়া এই দুইজন শিক্ষক ধর্মীয় পোশাকের ভিত্তিতে শিক্ষার্থীদের হেনস্থা করেছেন। মাহবুবুর রহমান লিটু স্যার ২৬তম ব্যাচের একজন শিক্ষার্থীকে ভাইভা বোর্ডে ফেইল করে দিয়েছেন হিজাব না খোলার কারণে। চান স্যার আমাদের অনেক শিক্ষার্থীকে পরীক্ষার হলে হিজাব পরে আসার কারণে হেনস্থা করেছেন। পরীক্ষার হল থেকে বের হয়ে যেতে বলেছেন। বিশ্ববিদ্যালয় যতদিন পর্যন্ত আমাদের দাবি মেনে নিয়ে দুই শিক্ষককে স্থায়ী অব্যাহতি না দেবে ততদিন আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
এছাড়া গতকালের কর্মসূচি চলাকালীন বর্তমান এবং প্রাক্তন সকল শিক্ষার্থীরা মিলে কবিতা আবৃত্তি, গান, শিক্ষকদ্বয়ের দ্বারা নিপীড়িত হওয়ার অভিজ্ঞতা বলা, অভিযুক্ত দুই শিক্ষক দ্বারা প্রাক্তন ও বর্তমানদের মধ্য থেকে কারা বেশি নিপীড়িত বিষয়ক রম্য বিতর্কসহ বিভিন্ন সাংস্কৃতিক কার্যকলাপের মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচীটি পালন করতে দেখা যায়। আবির ছদ্মনামে এক শিক্ষার্থী ইনকিলাবকে বলেন, এমন নির্লজ্জ শিক্ষক বোধহয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আর একটাও নেই। শিক্ষার্থীদের এমন তীব্র নিন্দা ও ক্ষোভ সত্ত্বেও তারা পদত্যাগ করছেন না। মানসম্মান থাকলে অনেক আগেই তা করা উচিত ছিল। সত্যি বলতে তাদের ছাত্র হয়ে আমি নিজেও লজ্জিত।
মন্তব্য জানতে প্রফেসর অহিদুজ্জামানের মুঠোফোনে কল ও ক্ষুদে বার্তা পাঠিয়েও তার কোনো সাড়া পাওয়া যায়নি। অন্যদিকে প্রফেসর মাহবুবুর রহমান লিটু বলেন, তদন্তাধীন বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। আমি সহকারী প্রক্টর হিসেবে সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলাম, তাদের থানা থেকে ছাড়িয়ে আনা থেকে হাসপাতালে দেখতে যাওয়া ইত্যাদি বিষয়ে সার্বক্ষণিক খোঁজ খবর রাখতাম। তবুও কেন তারা এই আন্দোলন করছে তা আমার বুঝে আসছে না।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
সংস্কারের ৩১দফায় তারেক রহমান শিক্ষকদের অধিক গুরুত্ব দিয়েছেন - ডা. মাজহার
৪৩তম বিসিএসের ২৬৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম জয়ন্ত ও মধুমেলা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভা
পাকিস্তানের সামরিক আদালতের বিচারকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন
রেকর্ড ও পরিসংখ্যানের আয়নায় তামিম
আমরা বিগত ১৮ বছর আওয়ামী জাহেলিয়াতের যুগ পার করেছি- মাওলানা এ টি এম মা’ছুম
টঙ্গীতে নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ
দোয়ারাবাজারে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
ক্যাম্পাস সমূহ র্যাগিং ও মাদকমুক্ত রাখতে হবে: প্রফেসর ড. মাছুমা
নানা আয়োজনের মধ্য দিয়ে নবীনদের বরণ করে নিলো শহীদ নূর আলী কলেজ
ঈশ্বরগঞ্জে শহীদ পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তা
ডনবাসের তিনটি এলাকা মুক্ত করেছে রাশিয়া
মার্চের মধ্যে সাড়ে ৪ লাখ ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে: পরিবহন উপদেষ্টা
খনন ফিল্ডে প্রত্নতাত্ত্বিক তারিখ নির্ধারন সংক্রান্ত মাঠ কর্মশালা
বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরে যুব সমাবেশ
ফ্যাসিস্ট দোসর তাপসকে হঠাৎ হিরো বানানোর চেষ্টা!
আ’লীগের নিবন্ধন থাকবে কি না সময় বলে দিবে: সিইসি
সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব ব্যাডমিন্টন খেলা নিয়ে সংঘর্ষ, আহত ৪ নিহত ১
দিনাজপুরের প্রখ্যাত লেখক, গবেষক ও সাঁওতাল লোকসংস্কৃতিবিদ গণেশ সরেন আর নেই
ফ্যাসিস্টরা জয়ী হলে ২ লাখ মানুষকে জেলে যেতে হতো : প্রেস সচিব