আওয়ামী সরকার পতনের পর অবাঞ্ছিত হলেন যেসকল শিক্ষক
০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৪ এএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৪ এএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে স্পষ্ট অংশগ্রহণ ও আন্দোলন থেকে শিক্ষার্থীদের সরিয়ে রাখার জন্য নানা রকম কারসাজি করেছিল এমন কয়েকজন শিক্ষককে পদত্যাগ ও অবাঞ্ছিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এসকল শিক্ষকদের অনেকেই ছাত্রজীবনে ছাত্রলীগের হল,বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন এবং পেশাগত জীবনে এসে আওয়ামীপন্থী শিক্ষকদের নিয়ে নানা রকম সংগঠন গড়ে তুলেন।
ক্লাস, সেমিনারে যেসকল শিক্ষক সবসময় আওয়ামী সরকারের সাফাই করতেন, ছাত্রলীগ হিসেবে নিজেদের ব্যক্তিগত অর্জনকে জাহির করতেন, বিরোধী দলীয় মতাদর্শে বিশ্বাসী কোন শিক্ষক ও শিক্ষার্থীকে সহ্য করতে পারতেন না, ভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী শিক্ষার্থীদের পরীক্ষার খাতায় নাম্বার কম দেয়াসহ নানাভাবে বৈষম্য করতেন সাধারণ শিক্ষার্থীরা এদের বিরুদ্ধে মানববন্ধন,পদত্যাগের দাবী ও অবাঞ্ছিত ঘোষণা করেছেন। তবে আওয়ামী পন্থী শিক্ষকদের মধ্যে ডজন খানেক শিক্ষক এখনও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেখা যায় নি এবং ক্লাসেও ফেরেন নি।
সাধারণ শিক্ষার্থীদের দাবীর মুখে যেসকল শিক্ষকগণকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে তারা হলেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ড. মোস্তফা কামাল, বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল অদুদ ও সহযোগী অধ্যাপক ড. মোবারক হোসাইন। শিক্ষার্থীদের দাবীর মুখে বিভাগের চেয়ারম্যান থেকে পদত্যাগ করেছেন বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস। মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ জহির উদ্দিন আরিফের বিরুদ্ধে পদত্যাগের দাবী তুলে বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবন অবরুদ্ধ করে অবস্থান গ্রহণ করেন সাধারণ শিক্ষার্থীরা। কিন্তু তিনি পদত্যাগ না করে বিশ্ববিদ্যালয়ের কাছে নিজের অব্যাহতির দাবী জানান। জানা যায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানকে সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক।
আওয়ামী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দেবতা হয় তবে তার অন্যতম নারী-পূজারী ছিলেন নৃবিজ্ঞান বিভাগে শিক্ষক কামরুন্নাহার লিপি। গত ৭ আগস্ট গণভবন ও সংসদ ভবন পরিষ্কার করার ছবি দিয়ে শিক্ষার্থীদের সুইপার (ঝাড়ুদার) বলে সম্বোধন করে সামাজিক যোগাযোগ-মাধ্যম ফেসবুকে পোস্ট দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক কামরুন্নাহার লিপি। কামরুন্নাহার লিপি গত ১৭ জুলাই তার এক ফেসবুক পোস্টে লেখেন, ‘কেউ আমাকে সুশীল আর নিরপেক্ষ ভেবে থাকলে ভুল ভেবেছেন। যারা নিজেদের স্বঘোষিত রাজাকার দাবি করে জনসম্মুখে মিছিল করেছেন, আমি তাদের চরম প্রতিপক্ষ।’ ঝিনাইদহ শৈলকুপা নামে তার আরেক ফেসবুক পেজে লিপি লেখেন, ‘সারা বাংলায় খবর দে, ১ দফার কবর দে, ১ দফা বলিস না, নিজের কপাল পুড়াইসনা।’ স্বৈরাচারী হাসিনা পালানোর পরের দিন নিজের ফেসবুক প্রোফাইল চেঞ্জ করে হাসিনার সাথে তার ফুলের তোড়া প্রদানের ছবিটি প্রকাশ করে আওয়ামী লীগের অন্ধভক্ত বলে নিজেকে পরিচয় দেন। আওয়ামী সরকার পালানোর পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে বিভাগে অবাঞ্ছিত ঘোষণা করে।
ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক জনাব নিউটন হাওলাদার। আন্দোলন সময়ে তিনি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করেছেন।সে সময় সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করলে অনেককে প্রক্টর অফিসে ডেকে এনে ফোন সার্চ করতো। আন্দোলনের কোন ছবি বা ভিডিও ফেসবুক বা ফোনে পাওয়া গেলে তাকে পুলিশের কাছে হস্তান্তর করার হুমকি দেন। এছাড়াও মেসে মেসে গিয়ে পুলিশ রেড দিলে সহকারী প্রক্টর হিসেবে তার দ্বারস্থ হলে তিনি উল্টো শিক্ষার্থীকে থানায় নিয়ে যেতে বলেন। ২৬ জুলাই শুক্রবারে সাধারণ শিক্ষার্থী জুমা নামাজ পড়তে চাইলে তিনি বাধা দেন এবং গোয়েন্দাকে দিয়ে একজন শিক্ষার্থীকে উঠিয়ে নিয়ে যেতে বলেন এমন অভিযোগও রয়েছে। বিভাগ ছাত্রলীগের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের নানারকম হুমকি দিতেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক পেজে তাকে অবাঞ্ছিত ঘোষণা ও দেখা হলে জন্মদিনের কেক কেটে সমাদর করা হবে বলে পোস্ট করেন শিক্ষার্থীরা।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
মুকসুদপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বিএনপির দু গ্রুপের সভা হয়নি গোটা উপজেলার পরিবেশ শান্ত
সংস্কারের ৩১দফায় তারেক রহমান শিক্ষকদের অধিক গুরুত্ব দিয়েছেন - ডা. মাজহার
৪৩তম বিসিএসের ২৬৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম জয়ন্ত ও মধুমেলা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভা
পাকিস্তানের সামরিক আদালতের বিচারকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন
রেকর্ড ও পরিসংখ্যানের আয়নায় তামিম
আমরা বিগত ১৮ বছর আওয়ামী জাহেলিয়াতের যুগ পার করেছি- মাওলানা এ টি এম মা’ছুম
টঙ্গীতে নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ
দোয়ারাবাজারে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
ক্যাম্পাস সমূহ র্যাগিং ও মাদকমুক্ত রাখতে হবে: প্রফেসর ড. মাছুমা
নানা আয়োজনের মধ্য দিয়ে নবীনদের বরণ করে নিলো শহীদ নূর আলী কলেজ
ঈশ্বরগঞ্জে শহীদ পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তা
ডনবাসের তিনটি এলাকা মুক্ত করেছে রাশিয়া
মার্চের মধ্যে সাড়ে ৪ লাখ ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে: পরিবহন উপদেষ্টা
খনন ফিল্ডে প্রত্নতাত্ত্বিক তারিখ নির্ধারন সংক্রান্ত মাঠ কর্মশালা
বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরে যুব সমাবেশ
ফ্যাসিস্ট দোসর তাপসকে হঠাৎ হিরো বানানোর চেষ্টা!
আ’লীগের নিবন্ধন থাকবে কি না সময় বলে দিবে: সিইসি
সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব ব্যাডমিন্টন খেলা নিয়ে সংঘর্ষ, আহত ৪ নিহত ১
দিনাজপুরের প্রখ্যাত লেখক, গবেষক ও সাঁওতাল লোকসংস্কৃতিবিদ গণেশ সরেন আর নেই