শহীদ হওয়ার ১২ দিন পর পাওয়া গেলো চা বিক্রেতা হতভাগা সজিবের লাশ
১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৬ এএম
প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে হেলিকপ্টার-যোগে শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়নের খবর ছড়িয়ে পড়লে যাত্রাবাড়ী থানায় হামলা করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এদিকে পুলিশ থানার মধ্যে আটকে পড়লে এলোপাথাড়ি গুলি-টিয়ার-শেল ছুড়তে থাকে। এই সময় পুলিশের গুলিতে নিহত হন সজিব হাওলাদার নামে এক ভ্রাম্যমাণ চা বিক্রেতা। বিভিন্নজনের সাথে কথা বলে জানা যায়, সজিব প্রায়ই বলতো স্বৈরাচারের পতন ঘটাতে না পারলে আল্লাহর কাছে জবাব দিতে হবে।
রাজধানীর ডেমরা মিরপাড়ার একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন হতভাগা সজিব। তার স্ত্রী রাবেয়া এবং মো. আব্দুর রহমান (২ বছর) ও মো. আহাদ (৭ মাস) নামে দুটি শিশু সন্তান রয়েছে। সজিব শরিয়তপুর জেলার বেদরগঞ্জ উপজেলার চর কুমারিয়া, মাঝি কান্দি গ্রামের নজরুল হাওলাদারের ছেলে। আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী এলাকা থেকে নিখোঁজ সজিবকে আর জীবিত পাওয়া যায়নি। নিখোঁজের ১২ দিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।
পরিবার সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রায় প্রতিটি কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি। চা বিক্রয়ের ফাঁকে আন্দোলনরত শিক্ষার্থীদের পানি-বিস্কুটসহ বিভিন্ন শুকনো খাবার বিতরণ করেছে। ওই দিন সকাল সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ী এলাকায় আন্দোলনরত আহতদের সহযোগিতা করতে দেখা যায় তাকে। নিখোঁজের পর বহু খোঁজাখুঁজি করেও কোন সন্ধান না পেয়ে নিরাশ হয় পরিবারের সদস্যরা।
তবে নিখোঁজের ১২ দিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে একটি ভাসমান অর্ধগলিত লাশ উদ্ধার করে সোনারগাঁও থানার পুলিশ। লাশের জিন্স প্যান্টের পকেটে একটি নষ্ট মোবাইল ফোন পায় তারা। পুলিশ ওই মোবাইল ফোনের সূত্র ধরেই খুঁজে পায় সজিবের পরিবারকে। পরে স্ত্রী রাবেয়া খাতুন লাশটি তার স্বামীর বলে দাবি করেন। নিহতের ভাই রানা গণমাধ্যমকে জানান, লাশে অনেকগুলো ক্ষত চিহ্ন ছিল। আন্দোলনের বিরোধী শক্তির লোকজন হয়তো তার লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়।
তিনি আরও জানান, আমার ভাই এই দেশটাকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করার জন্য আন্দোলনের সাথে যুক্ত হয়েছিলেন। বিষয়টি নিয়ে প্রায় ফোনে আমার সাথে কথা হতো। দেশ স্বৈরাচার মুক্ত হলেও অথৈই সাগরে ভাসিয়ে দিয়েছে তার পরিবারকে। তার স্ত্রীসহ দুটি শিশু সন্তান রয়েছে। তাদের একজনের বয়স দেড় বছর ও অন্য জনের বয়স সাত মাস। স্ত্রী রাবেয়া খাতুন গণমাধ্যমকে জানান, আন্দোলনে যেতে আমি নিষেধ করলেও শোনেনি। চা বিক্রির অজুহাত দিয়ে আন্দোলনে যেত। ৫ আগস্ট দুপুরের পর থেকে ফোনে আর তাকে পাওয়া যায়নি। এখন আমি বাচ্চা দুটোকে নিয়ে কিভাবে চলবো? তিনি বলেন, এখন আমি চারদিকে অন্ধকার দেখছি।
সজিবের মা গণমাধ্যমকে বলেন, আমাকে ফোন করে বলতো এই আন্দোলনে না গেলে আমাদের আল্লাহ কাছের জবাব দিতে হবে। এখন দেশ স্বাধীন হলেও আমার ছোট দুটি নাতির জীবন পড়ছে অন্ধকারের মধ্যে। বড্ড অসহায় হয়ে গেলো ওরা। আহত ও নিহতদের পরিবার বিভিন্নভাবে সহযোগিতা পেলেও আমার ছেলেকে কেউ একটু খোঁজ নেয়নি, কোন সহযোগিতা পায়নি তার পরিবার। দেশবাসী ও সরকারের কাছে আমার দাবি, এই এতিম অসহায় শিশু দুটির দায়িত্ব যেন তারা নেন।স্থানীয় লোকজন জানান, স্বামীকে হারিয়ে মানবেতর জীবন পার করছে রাবেয়া। দুটি শিশুর চোখে রয়েছে করুণ চাহনি।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লক্ষ্মীপুরে লিফলেট বিতরণ
মেঘনা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষে নিহত ৩, নিখোঁজ ১
হবিগঞ্জের সড়কে প্রাণ গেল তিন নারী পোশাক শ্রমিকের
বরিশালে জাতীয় মহাসড়কের ওপর নির্মিত পাক অপসারণে নগর ভবনকে সড়ক অধিদপ্তরের চিঠি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, আহত ৩
দুইবার আবেদন করেও দুর্নীতির অভিযোগ থাকায় মাল্টার নাগরিকত্ব পায়নি তারিক সিদ্দিকের পরিবার
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
এবি পার্টির জাতীয় কাউন্সিল শুরু সোহরাওয়ার্দী উদ্যানে
মায়ের জন্য রান্না করা খাবার নিয়ে হাসপাতালে তারেক রহমান
রাজশাহীতে এবেলা ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটল মার্কিন যুদ্ধজাহাজ
আশুলিয়ায় মেরামতের নাম করে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে
'বিয়ের গন্ডগোল' নিয়ে জোভান–তটিনী আত্মপ্রকাশ
ভারতে বসে আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করছেন ফ্যাসিস্টের দোসর আলাউদ্দিন নাসিম
রুশ জ্বালানিখাতে আবারও যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
সিরিয়ার দামেস্কের মসজিদে পদদলিত হয়ে নিহত ৪ জন
কিছুটা নিয়ন্ত্রণে আসছে লস অ্যাঞ্জেলেসের দাবানল
খাদ্য পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখতে পুনর্গঠন হলো এফপিএমসি
দেশে অস্তিত্বহীন দলবাজরা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে: জয়নুল আবদিন ফারুক
ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা