রিমান্ডে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য হাবিব-বিপ্লব গংদের নির্দেশে পুলিশ নেতা সেজে বিভ্রান্ত করেছিলেন কনস্টেবল জয়
১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩০ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩০ পিএম
যে কোন মূল্যে রাজধানীর রাজারাবগ পুলিশ লাইনসহ সারাদেশের পুলিশ লাইনগুলোতে বিদ্রোহ গড়ে তুলতে হবে। এজন্য যত টাকার প্রয়োজন তোমাদের কাছে চলে যাবে। পুলিশকে বিদ্রোহী করে তুলতে পারলে আওয়ামীলীগ টিকে যাবে। এভাবেই পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তারা বৈষম্যবিরোধী আন্দোলনে শেখ হাসিনার সরকার পতনের পর সারাদেশের পুলিশ লাইনে অবস্থানরত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উস্কে দিতে পরামর্শ দিয়েছিলেন পুলিশ কনস্টেবল শোয়াইবুর রহমান জয়সহ বেশ কয়েকজন পুলিশ সদস্যকে। ডিএমপির সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান ও জয়েন্ট কমিশনার বিপ্লব কুমারসহ বেশ কয়েকজন শীর্ষ দলবাজ পুলিশ কর্মকর্তার কাছ থেকে ওই নির্দেশনা পাওয়ার পর বেপরোয়া হয়ে উঠেন কনস্টেবল শোয়াইবুর রহমানসহ ১২ থেকে ১৫জন পুলিশ সদস্য-কর্মকর্তা। ডিএমপির শাহজাহানপুর থানায় সাইবার ক্রাইম আইনে দায়ের হওয়া মামলায় রোববার যশোর থেকে শোয়াইবুর রহমান জয়কে গ্রেপ্তার করা হয়েছে। তাকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবি। থানা পুলিশ ও ডিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে বলে পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে।
পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, নেপথ্যে থেকে সাবেক পলাতক শীর্ষ পুলিশ কর্মকর্তাদের এমন কৌশল তারা বুঝতে পারেননি। সাবেক দুর্নীতিবাজ ও দলবাজ পুলিশ কর্মকর্তারা যে এত বেপরোয়া হয়ে উঠবে তা তাদের (বর্তমান পুলিশ কর্মকর্তা) মাথায়ও আসেনি। চরম অপেশাদার সাবেক বেশ কিছু কর্মকর্তার কারনেই রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে বিদ্রোহের ঘটনা ঘটে। পরে এদের শান্ত করতে দফায় দফায় বৈঠক করতে রাজারবাগ পুলিশ লাইনে ছুটে যেতে হয়েছিল সদ্য নিয়োগ পাওয়া আইজিপি মো: ময়নুল ইসলাম ও ডিএমপি কমিশনার মো: মাইনুল হাসানকে। জীবনের ঝুকি নিয়েই তারা পুলিশ বাহিনীকে পুর্নগঠন করেছেন। বৈষম্যবিরোধী আন্দোলনে দমনে শেখ হাসিনা সরকারের হয়ে সবচেয়ে বেশি নৃশংস ভূমিকা রেখেছে পুলিশ। সরকার পতনের পর খোদ পুলিশ বাহিনী রাজনৈতিক ব্যবহার মুক্ত ও সংস্কারে আন্দোলনের ডাক দেয় বাহিনীর অধীনস্থ সদস্যরা। যা এখন চলমান রয়েছে। রাজারবাগে আন্দোলন চলার সময় আন্দোলন জোরদার করতে এসপি ও ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তাদের মোবাইলে ফোন করেও হুমকি দেয়া হয় আন্দোলনে যোগদান করার জন্য।
সোমবার শোয়াইবুর রহমানের রিমান্ডে আবেদনে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আসামিরা ফেসবুকে অন্যান্য আসামিদের সঙ্গে পরস্পর যোগসাজশে একে অপরের সহযোগিতায় বিভিন্ন শ্রেণি ও সপ্রদায়ের মধ্যে শত্রুতা সৃষ্টি এবং সাম্প্রদায়িক স¤প্রতি বিনষ্ট করতে উসকানিমূলক বার্তা পোস্ট করেছে এবং করছে। এটা জন-শৃঙ্খলা পরিপন্থী কাজে, কোনও ব্যক্তি বা গোষ্ঠীর সুবিধার্থে ব্যবহার হতে পারে। ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, তা খুঁজে বের করা দরকার। আইনশৃঙ্খলা বাহিনীর মতো একটি সুশৃঙ্খল বাহিনীতে অরাজকতা বা বিশৃঙ্খলতা সৃষ্টির কারণ উদঘাটন ও অর্থদাতাদের খুঁজে বের করতে হবে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের নিয়ে অভিযান চালিয়ে পলাতক আসামিদের গ্রেফতারে আসামির ১০ দিনের রিমান্ড প্রয়োজন।
সূত্র জানায়, আদালতে পুলিশ সদস্য বলেছেন, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বিকাল থেকে সিনিয়র অফিসাররা আমাদের রাজারবাগ পুলিশ লাইনে রেখে পালিয়ে যান। কোটা আন্দোলনের সময় আমাদের অনেক সহকর্মী মারা গেছেন। কেন মারা গেছেন? অফিসাররা সরকারের দালালি করতে গিয়ে আমাদের জনগণের সামনে দাঁড় করিয়ে দেওয়ায় তাদের মরতে হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, হঠাৎ পুলিশের ‘নেতা' বনে যাওয়া কনস্টেবল সোয়াইবুর রহমান জয়ের অতীত এবং বর্তমান কর্মকান্ড নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমানের গৃহপালিত হিসেবে পরিচিত এই পুলিশ কনস্টেবল 'পুলিশ থিয়েটার' এর সদস্য। গত আগস্টে অভিশপ্ত আগস্ট মঞ্চ নাটকে শেখ কামাল চরিত্রে দেখা যায় তাকে। পরিবর্তিত পরিস্থিতিতে কেন্দ্রীয় সমন্বয় কমিটি'র নেতা হিসেবে নিজেকে ঘোষণা করে জয়। পুলিশের বিশৃঙ্খলা তৈরির উদ্যোগ হিসেবে তার নাম দিয়ে উস্কানিমূলক নানা বার্তা পাঠানো হচ্ছে সাধারণ পুলিশ সদস্যদের কাছে। পুলিশ কনস্টবল শেখ শোয়েবুর রহমান জয়, পিতা- শেখ হাবিবুল্লাহ, মাতা- হাসনা বেগম, গ্রাম- পিঠাভোগ, রূপসা, খুলনা'র আসল পরিচয়।
নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন এসআই ও এএসআই ইনকিলাবকে জানান, ডিএমপির সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমানের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় পুলিশ থিয়েটার নামের এই নাট্য দলটি গঠন করা হয়। সাধারণত একজন পুলিশ কনস্টেবলের পক্ষে কমিশনারের মত উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছাকাছি যাওয়া কঠিন। তবে নাট্যদলের সদস্য হিসেবে বিভিন্ন সময় ডিএমপি কমিশনার হাবিবুরের সাথে দেখা যেত সোয়াইবুর রহমান জয়কে।
আরেকজন সাব ইন্সপেক্টর পুলিশের গোপালগঞ্জ বেল্টের কর্মকর্তাদের এই উস্কানির জন্য দায়ী করে বলছেন, হাবিব স্যার অনেক লোক নিয়োগ দিয়ে গেছেন। পুলিশের শৃঙ্খলা ফিরলে, সংস্কার হলে হাবিবদের আর আধিপত্য থাকবে না। কাউকে কাউকে জেলেও যেতে হতে পারে। এই বিষয়গুলো বুঝতে পেরে তারা পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করেন। তারা জানেন পুলিশ ঘুরে দাঁড়াতে না পারলে এই সরকারের পক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব না। আওয়ামী পুলিশের কর্মকর্তাদের ছাত্র-জনতা খুনের জন্য দায়ী করে এক সাব-ইন্সপেক্টর বলেন, তারা আমাদের গুলি করতে বাধ্য করেছে। এখন ছাত্র জনতা হত্যার বিচার করতে হলে তারা সবার আগে ফাঁসবেন। তাই নিজেদের দায়মুক্তি আদায়ের জন্য তারা পুরো ফোর্সকে উস্কানি দিয়েছিলেন, যা ব্যর্থ হয়েছে।
সূত্র জানায়, পুলিশের পলাতক শীর্ষ কর্মকর্তাদের গ্রেফতার ও বিচার এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবী যখন জোরালো হচ্ছে তখন ঐসব পলাতক কর্মকর্তাদের বিভিন্ন অপকর্মের ঘনিষ্ঠ সহযোগী এই কনস্টবল শোয়েবুর রহমান আন্দোলনের নেতা সেজে সারাদেশের পুলিশ সদস্যদেরকে বিভ্রান্ত করার ব্যর্থ চেষ্টা করেছে এবং কাজে যোগদানে বাধা দিয়েছে। ছাত্র-জনতার অভূতপূর্ব এই গণ-অভ্যুত্থানের পর দেশের জন-শৃঙ্খলার কাজে নিয়োজিত না হয়ে বিগত ফ্যাসিবাদী সরকারের দোসর পলাতক পুলিশ কর্মকর্তাদের সহযোগী এই শোয়েবুরের আহবানে বিভ্রান্ত না হয়ে পুলিশ সদস্যরা ছাত্র-জনতার পাশে দাঁড়িয়ে দেশগঠনে ভূমিকা রাখুক এটাই জনগণের প্রত্যাশা।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
হবিগঞ্জের সড়কে প্রাণ গেল তিন নারী পোশাক শ্রমিকের
বরিশালে জাতীয় মহাসড়কের ওপর নির্মিত পাক অপসারণে নগর ভবনকে সড়ক অধিদপ্তরের চিঠি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, আহত ৩
দুইবার আবেদন করেও দুর্নীতির অভিযোগ থাকায় মাল্টার নাগরিকত্ব পায়নি তারিক সিদ্দিকের পরিবার
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
এবি পার্টির জাতীয় কাউন্সিল শুরু সোহরাওয়ার্দী উদ্যানে
মায়ের জন্য রান্না করা খাবার নিয়ে হাসপাতালে তারেক রহমান
রাজশাহীতে এবেলা ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটল মার্কিন যুদ্ধজাহাজ
আশুলিয়ায় মেরামতের নাম করে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে
'বিয়ের গন্ডগোল' নিয়ে জোভান–তটিনী আত্মপ্রকাশ
ভারতে বসে আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করছেন ফ্যাসিস্টের দোসর আলাউদ্দিন নাসিম
রুশ জ্বালানিখাতে আবারও যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
সিরিয়ার দামেস্কের মসজিদে পদদলিত হয়ে নিহত ৪ জন
কিছুটা নিয়ন্ত্রণে আসছে লস অ্যাঞ্জেলেসের দাবানল
খাদ্য পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখতে পুনর্গঠন হলো এফপিএমসি
দেশে অস্তিত্বহীন দলবাজরা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে: জয়নুল আবদিন ফারুক
ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১২ বাংলাদেশি
লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সবশেষ যা জানা গেল