দেড় দশকে শত নির্যাতন-নিপীড়ন, গুম-খুনেও রাজপথ ছাড়েনি বিএনপি : যুবদল সভাপতি মুন্না

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৬ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৬ পিএম

 

 

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, স্বৈরাচার হাসিনা সরকার গত সাড়ে ১৫ বছরে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপরে অত্যাচার-নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। শত নির্যাতন-নিপীড়ন, গুম-খুন সত্ত্বেও বিএনপি রাজপথ ছাড়েনি।

হাসিনাবিরোধী আন্দোলন থেকে বিএনপির নেতাকর্মীরা একদিনের জন্যও সরে যায়নি। সাড়ে ১৫ বছরের ওই আন্দোলনের ধারাবাহিকতায় ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। তিনি বলেন, দেশে আগামীতে একটি অবাধ-সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার গঠিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে এই গণসমাবেশ হয়।

মোনায়েম মুন্না বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ জিয়াউর রহমানের হাত ধরে এ দেশে প্রকৃত গণতন্ত্রের সূচনা হয়েছিল। ঘটনা পরম্পরায় দেশে বহুবার এই গণতন্ত্র ক্ষত-বিক্ষত হয়েছে। স্বৈরাচার এরশাদ সরকারের ৯ বছরের শাসনামল ছিল গণতন্ত্র ক্ষত-বিক্ষত হওয়ার আরেকটি ধাপ। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ আন্দোলনে দেশে স্বৈরাচার এরশাদ সরকারের পতন হয়েছিল।

 

এরপর স্বৈরাচার হাসিনা সরকারের শাসনামল। গত ১৭ বছর ধরে আমরা বাংলাদেশে নিষ্পেষিত-নির্যাতিত। বিশেষ করে আওয়ামী ফ্যাসিস্ট রেজিমের গত সাড়ে ১৫ বছর আমরা নির্যাতিত, গুম-খুনের শিকার। গণতান্ত্রিক আন্দোলনের পথ পরিক্রমায় সবচেয়ে নির্যাতিত জিয়া পরিবার। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছিল। সাড়ে ছয় বছর তিনি কারাবন্দি ছিলেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মঈনুদ্দিন-ফখরুদ্দিন সরকার অন্যায়ভাবে গ্রেপ্তার করে যে নির্যাতন-নিপীড়ন চালিয়েছিল, বাংলাদেশের ইতিহাসে তা বিরল ঘটনা। এই ধরনের নির্যাতন-নিপীড়ন বিএনপির প্রতিটি নেতাকর্মীর ওপর চালানো হয়েছে।

আওয়ামী লীগ সরকারের আমলে ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ পাঁচ শতাধিক নেতাকর্মীকে গুম করা হয়েছে। এই স্টেজে (গণসমাবেশ মঞ্চ) এমন কোনো নেতা নেই, যিনি কারাবন্দি ছিলেন না। কিন্তু শত নির্যাতন-নিপীড়ন সত্ত্বেও বিএনপি রাজপথ ছাড়েনি। হাসিনাবিরোধী আন্দোলন থেকে বিএনপির নেতাকর্মীরা একদিনের জন্যও রাজপথ থেকে সরে যায়নি। সাড়ে ১৫ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে।

যুবদল সভাপতি বলেন, আন্দোলনের শুরুতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের রাজপথে থাকার নির্দেশ দিয়েছিলেন। নির্দেশনা মেনে আমরা রাজপথে ছিলাম। একপর্যায়ে তিনি একদফার ভিত্তিতে আন্দোলনের ডাক দেন। সুতরাং ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে রাজপথে বিএনপির কী ভূমিকা ছিল, দেশের জনগণ তা ভালভাবে জানে। তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছিল, তা এখনো চলমান রয়েছে। আগামীতে একটি অবাধ-সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার গঠিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।

তিনি বলেন, সম্প্রতি নিজ এলাকা গোপালগঞ্জে যাওয়ার পথে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর ওপর হামলা চালানো হয়। আওয়ামী লীগের প্রত্যেকটি স্টেকহোল্ডার গোপালগঞ্জে অবস্থান করছে। প্রশাসনের কাছে অনুরোধ করব, অবিলম্বে তাদের গ্রেপ্তার করুন।

তিনি আরও বলেন, হাসিনার ফ্যাসিস্ট রেজিমকে দীর্ঘায়িত করতে প্রশাসনের যারা ভূমিকা রেখেছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। তাদের অনেকে এখনো প্রশাসনে বহাল রয়েছে।

মোনায়েম মুন্না বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আমরা তারেক রহমানের নেতৃত্বে রাজপথে আছি, আগামীতেও থাকব।

সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির ভাষণ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের যৌথ সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদিন, ড. আসাদুজ্জামান রিপন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, নিউমার্কেট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর পাটোয়ারিসহ দল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
 

বিভাগ : মহানগর


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সিংগাইরের তহরা হত্যা মামলা : শিক্ষক লালমুদ্দিনের ব্লাকমেইলের শিকার ছাত্রী আইরিন আক্তার

সিংগাইরের তহরা হত্যা মামলা : শিক্ষক লালমুদ্দিনের ব্লাকমেইলের শিকার ছাত্রী আইরিন আক্তার

১৫ জানুয়ারি বিদায়ী ভাষণ দেবেন জো বাইডেন

১৫ জানুয়ারি বিদায়ী ভাষণ দেবেন জো বাইডেন

’৭১ প্রশ্নে জামায়াতে নতুন আলোচনা, আসতে পারে সিদ্ধান্ত

’৭১ প্রশ্নে জামায়াতে নতুন আলোচনা, আসতে পারে সিদ্ধান্ত

ঘণকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস চালু হয়েছে

ঘণকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস চালু হয়েছে

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে বিদেশি জাহাজ মোংলায়

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে বিদেশি জাহাজ মোংলায়

চীন সফরে রেচেল রিভস , যুক্তরাজ্যের উন্নতির প্রতিশ্রুতি

চীন সফরে রেচেল রিভস , যুক্তরাজ্যের উন্নতির প্রতিশ্রুতি

দায়িত্ব পেলে আমরা ধর্ম ও দল দেখব না : জামায়াতের আমির

দায়িত্ব পেলে আমরা ধর্ম ও দল দেখব না : জামায়াতের আমির

'মুরুব্বী মুরুব্বী কামডা করল কী'

'মুরুব্বী মুরুব্বী কামডা করল কী'

বায়ুদূষণের শীর্ষে কলকাতা, ঢাকা দ্বিতীয়

বায়ুদূষণের শীর্ষে কলকাতা, ঢাকা দ্বিতীয়

তথ্য গোপন মামলায় ট্রাম্প দোষী সাব্যস্ত হলেও নেই কোনও শাস্তি

তথ্য গোপন মামলায় ট্রাম্প দোষী সাব্যস্ত হলেও নেই কোনও শাস্তি

সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী কারেন বিদ্রোহীরা, প্রশাসন গঠনে চ্যালেঞ্জ

সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী কারেন বিদ্রোহীরা, প্রশাসন গঠনে চ্যালেঞ্জ

ভ্যাট ও শুল্ক বৃদ্ধির ইস্যুতে প্রতিক্রিয়া জানাবে জাতীয় নাগরিক কমিটি

ভ্যাট ও শুল্ক বৃদ্ধির ইস্যুতে প্রতিক্রিয়া জানাবে জাতীয় নাগরিক কমিটি

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা ১১, সংকট আরও বাড়ছে

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা ১১, সংকট আরও বাড়ছে

মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত অন্তত ২, একাধিক নিখোঁজ

মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত অন্তত ২, একাধিক নিখোঁজ

গাজায় টেলিকম সেবা বন্ধের আশঙ্কা , জ্বালানি সংকটে জরুরি সেবা বিপর্যস্ত

গাজায় টেলিকম সেবা বন্ধের আশঙ্কা , জ্বালানি সংকটে জরুরি সেবা বিপর্যস্ত

সিরিয়ায় আসাদ অনুগত কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর

সিরিয়ায় আসাদ অনুগত কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর

ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস বন্ধ

ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস বন্ধ

ইয়েমেনে বিদ্যুৎ কেন্দ্র-বন্দরে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলা

ইয়েমেনে বিদ্যুৎ কেন্দ্র-বন্দরে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলা

ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত আরও ২১, মানবিক বিপর্যয় চরমে

ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত আরও ২১, মানবিক বিপর্যয় চরমে

ফেনীর মহিপালে এক শিশুসহ ৭ রোহিঙ্গাকে আটক

ফেনীর মহিপালে এক শিশুসহ ৭ রোহিঙ্গাকে আটক