জালিয়াতি, পাচার ও প্রাণনাশের হুমকির অভিযোগে ইউনাইটেড গ্রুপের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৯ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৯ এএম
পতিত হাসিনা সরকারের সর্বোচ্চ শক্তির অপব্যবহার করে জালিয়াতি ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন এমএমএ কাদের নামে এক ভুক্তভোগী। তিনি ইউনাইটেড গ্রুপের বিচার চেয়ে প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) ভাটারা থানাধীন মাদানী এভিনিউর নেপচুন সিটি প্রকল্পে আয়োজিত এক সংবাদ সম্মেলন এই দাবি জানান।
লিখিত বক্তব্যে এমএমএ কাদের বলেন, ‘২০০৪ সালে ইউনাইটেড গ্রুপের নেপচুন সিটির সাতারকুল মৌজার ১০৩, ১০৬ ও ১১১ নম্বর রোডের ৪১, ৩৯, ১২ নম্বর প্লটে দুই বিঘা এবং কাঠালদিয়া মৌজার ১০৩ ও ১০৮ নম্বর রোডের ৫১ নম্বর প্লটে এক বিঘা জমি ক্রয় করেন। কর্তৃপক্ষ প্রথমে তাদের প্লট বুঝিয়ে দেয়। এরপর দলিল করে দেওয়ার পর থেকে তিনি ওই জমিতে বিলাসবহুল ভবন (নির্মানাধীন) ও ব্যবসা প্রতিষ্ঠান করে ভোগ দখল করে আসছেন। নিয়মিতভাবে জমির খাজনা ও অন্যান্য খরচ বহন করে আসছেন।
তিনি বলেন, চারতলা ভবনের কাজ কিন্তু জমির মুল্য বৃদ্ধি পাওয়ায় প্রায় ১৬ বছর পর ২০২০ সালের ৪ অক্টোবর হঠাৎ করে ইউনাইটেড গ্রুপ তার ৫১ নম্বর প্লটে থাকা সকল স্থাপনা সরিয়ে ফেলতে বলে। কিন্তু তাতে রাজি হইনি। পরে ওই মাসের ১১ তারিখ কাউকে কিছু না বলে বুলডোজার দিয়ে সমস্ত স্থাপনা গুড়িয়ে দেয় ইউনাইটেড কর্তৃপক্ষ। অপর প্লটে ১২ বছর আগে ভবন নির্মানের কাজ শুরু করলেও আংশিক জমির নামজারি না করে দেওয়ায় ভবনের কাজ শেষ করতে পারছি না।
তিনি বলেন, এই ব্যপারে আদালতে মামলা করা হলে সাবেক সরকারের উচ্চ পর্যায়ের নেতা, পিবিআইর সাবেক প্রধানসহ পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের দিয়ে হুমকি দিতে থাকে। এমনকি শীর্ষ সন্ত্রাসী জিসানের নাম ব্যবহার করে পরিবারের সদস্যসহ আমাকে হত্যা করে ওই জমির মাটিতে পুঁতে ফেলার হুমকি দিতে থাকে। এতে ভয়ে আমার দুই ছেলে বিদেশ পালিয়ে যেতে বাধ্য হন। বিচারের আশায় সরকারের বিভিন্ন সংস্থার দ্বারেদ্বারে ঘুরলেও কোনো লাভ হয়নি।
এমএমএ কাদের বলেন, শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় ইউনাইটেড গ্রুপ বিদ্যুৎখাতসহ বিভিন্ন খাত থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। তাদের বিরুদ্ধে কথা বলার সাহস কারো ছিল না। কিন্তু অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ অন্য উপদেষ্টামন্ডলীর কর্মকান্ড দেখে অনেকের মতো আমিও ন্যায় বিচার পাওয়ার আশায় বুক বেধেছি। তারা পুরো ঘটনাটি তদন্ত করে ন্যায় বিচারের ব্যবস্থা করবেন এটা আমাদের কাম্য।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
হেরেই চলেছে ঢাকা, পরাজয়ের বৃত্ত ভাঙল সিলেট
মুকসুদপুরে ক্যালেন্ডার বিতরনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত ২০ জন
১০ জেলায় শৈত্যপ্রবাহসহ সারাদেশে তীব্র শীত
আ.লীগ ক্রীড়াঙ্গনেও ব্যাপক দলীয়করণ করেছিল : মির্জা ফখরুল
নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিন ও পাম্প জব্দ
ছাগলনাইয়ায় এসএসসি ব্যাচ-২০০০’র বন্ধুদের মেজবান ও মিলনমেলা
রাতের আধারে দুস্থ রোগীদের শীতবস্ত্র দিলেন ইউএনও
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : চিকিৎসক
ঝগড়ার সময় স্ত্রীকে বাপের বাড়ী চলে যেতে বা মন ইচ্ছামতো চলতে বলা প্রসঙ্গে।
ফারুক হাসানের উপর হামলা ও আসামিদের জামিন পাওয়া অত্যন্ত নিন্দনীয় : খসরু
মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার
আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব
সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!
মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ
ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ
কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১
ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন
বিএআরএফ'র ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত
‘আলেমদের নেতৃত্বে চলবে দাওয়াতে তাবলিগ খুনীদের নেতৃত্বে নয়’
কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে ৫০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ