পদধারী আঃ লীগ নেতাকে ও বিএনপির কর্মী দাবি তুরাগে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
১০ অক্টোবর ২০২৪, ০৮:৪৫ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৪, ০৮:৪৫ পিএম
গত শনিবার ৫ই অক্টোবর রাজধানীর তুরাগ বাউনিয়ায় বিএনপি নেতা হাজী মোস্তফা জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত প্রতিবাদ সভা মঞ্চে আওয়ামী লীগ নেতা কর্মীদের উপস্থিতিকে কেন্দ্র করে রবিবার ৬ই অক্টোবর দৈনিক ইনকিলাব পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠে।
এর ফলে নড়েচড়ে বসেন উত্তরাসহ তুরাগ থানা বিএনপির নেতাকর্মীরা।
উক্ত সংবাদের প্রতিবাদে ১০ই অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২ টায় দলিপাড়া বাজার এলাকার এ এম স্কুল এন্ড কলেজে সংবাদ সম্মেলন করেন তুরাগ থানা বিএনপির নেতাকর্মীরা।
৬ই অক্টোবর রবিবার যাদের নাম এবং ছবি ব্যবহার করে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয় তাদের প্রত্যেককে সংবাদ সম্মেলনে বিএনপির নেতাকর্মী বলে দাবি করেন তুরাগ থানা বিএনপি ১ নং যুগ্ম- সাধারণ সম্পাদক আবু তাহের খান আবুল।
সংবাদ সম্মেলনে তিনি বলেন গত শনিবার তুরাগে বাউনিয়া এলাকায় বিএনপির এক প্রতিবাদ সভার মঞ্চে এবং দর্শক সাড়িতে আওয়ামী লীগের পদধারী নেতাকর্মীদের উপস্থিতি মর্মে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হলে সংবাদটি মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করেন বিএনপির এই নেতা।
উক্ত সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আবু তাহের খান আবুল সাংবাদিকদের উল্লেখ করে বলেন প্রতিবাদ সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি'র সাবেক ১ নং যুগ্ম-আহবায়ক হাজী মোহাম্মদ মোস্তফা জামান। প্রধান অতিথি বক্তব্য দেওয়ার সময় তার সাথে যাদের ছবি ব্যবহার করে সংবাদ প্রচার করা হয়েছে তারা সবাই বিএনপির নেতাকর্মী এবং তারা সকলেই বিএনপির রাজনীতির সাথে অনেক আগে থেকেই জড়িত। তিনি আরো বলেন, তারা আওয়ামী লীগের কোন কমিটিতে ছিল না। সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীসহ তুরাগ থানা বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, সংবাদ সম্মেলনে যাদের কে বিএনপির নেতাকর্মী বলে দাবি করে বক্তব্য দেন আবু তাহের খান আবুল, দেখা যায় তাদের মধ্যে অনেকেই আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন পদপদবীতে ছিলেন। তারা হলেন ঢাকা মহানগর উত্তর বঙ্গবন্ধু সৈনিক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ খান, যুবলীগ পদ প্রত্যাশী সোহেল রানা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক সাবেক এমপি খুসরু চৌধুরীর নির্বাচনে বাদালদী এলাকার সমন্বয়ক সানাউল্লাহ, তুরাগ থানা কৃষক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইসলাম উদ্দিন, আওয়ামী লীগ নেতা সেলিম মাদবর, তুরাগ থানা কৃষকলীগের ভুমি বিষয়ক সম্পাদক সেলিম মিয়া।
কৃষক লীগ নেতা সেলিম মিয়া এবং ইসলাম উদ্দিন তুরাগ থানা কমিটি থেকে পদত্যাগ করেছেন কিনা জানতে চাইলে তুরাগ থানা কৃষক লীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি সাজিদুল ইসলাম জানান, সেলিম মিয়া তুরাগ থানা কৃষকলীগের ভূমি বিষয়ক সম্পাদক এবং ইসলাম উদ্দিন ধর্ম বিষয়ক সম্পাদক, তারা কৃষক লীগের পদ থেকে পদত্যাগ করেননি। কমিটিতে থাকা অবস্থায় তার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিলো। তিনি আরো বলেন, ২০২২ সালের শেষের দিকে বিএনপি নেতা হাজী মোস্তফা জামানের সাথে তারা বিএনপির রাজনীতি শুরু করেন বলে শুনেছি। তবে তারা দুজনের একজনও কৃষক লীগ থেকে পদত্যাগ করে নি।
এ দিকে রাজধানীর উত্তরা-পশ্চিম থানায় গত ৮ অক্টোবর বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা করা হয়। ২০১৫ সালের এক ঘটনার জেরে ৯ বছর পর করা এ মামলার বাদী সাবেক যুবদল নেতা এস এম জাহাঙ্গীর। তবে মামলায় হাবিব হাসানের ভাগনী জামাই আওয়ামী লীগ নেতা ইসহাক-কে মামলা আসামি করায় এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
বিষয়টির সুরাহা চেয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে লিখিত অভিযোগ করেছেন নামধারী বিএনপি নেতা মো. ইসহাক মিয়া। বর্তমানে তিনি নিজেকে ঢাকা মহানগর উত্তর ৫২নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি দাবি করেন। । মামলায় তিনি ৭৯ নম্বর আসামি। কিন্তু সই করা কমিটির কাগজে ৫২ নং ওয়ার্ড বিএনপির কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে ইসহাকের কোন নাম নেই। স্থানীয় বিএনপি নেতা কর্মীরা বলেন ব্যক্তিগত স্বার্থে কিছু নেতা তাদেরকে বিএনপি বানিয়ে ফায়দা নিতে চায়। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএন পি'র সিনিয়র ভাইস চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে স্বৈরাচার আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে আমাদের কোন আপোষ নেই।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আজ ঐতিহ্যবাদী লেখক হোসেন মাহমুদের ৫ম মৃত্যুবার্ষিকী
দ. আফ্রিকাকে প্রথমবার হোয়াইটওয়াশের অভিযানে পাকিস্তান
পাকিস্তানে তল্লাশিচৌকিতে সশস্ত্র হামলা, নিহত ১৬ সেনা
বড়দিনের ধর্মীয় ইতিহাস ও তাৎপর্য
ঝিকরগাছায় মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১৫
হিলিতে বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের খসড়া তালিকা প্রকাশ
বদলগাছীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
পুঁজিবাজারে অস্থিরতার পেছনে প্লেয়ার ও রেগুলেটরদের দায় আছে: অর্থ উপদেষ্টা
সা'দ অনুসারী কতৃক হত্যা-তান্ডবের বিচার দাবীতে কটিয়াদীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল
এক সময় কোরআন ও হাদিসের আলোকে কথা বলা দুরহ ছিল: অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল
নিম্নচাপের প্রভাবে উপকূলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত, বৃষ্টি ও শীতে জনজীবনে চরম ভোগান্তি
মিয়ানমারে বিদ্রোহীদের দখলে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি
মাহফিল থেকে ফেরার পথে ফুলগাজীতে বাস উল্টে আহত ২১
একমাস ধরে চলছে সড়কের গাছ কর্তন, জানেনা প্রশাসন
যানবাহন চালনার ক্ষেত্রে নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্বারোপ করতে হবে : খুবি উপাচার্য
চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাঈদী গ্রেপ্তার
কিশোরগঞ্জ হাওরের অলওয়েদার সড়কের সমস্যাগুলো সমাধান করা হবে: ফাওজুল কবির খান
মোংলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
এবিসির প্রতিবেদন: ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায়