জনগণ যেনো থানা থেকে দ্রুত সেবা পায় সেটা নিশ্চিত করার চেষ্টা চলছে
১৬ অক্টোবর ২০২৪, ১২:১১ এএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৪, ১২:১১ এএম
ইমেজ সংকটে থাকা পুলিশের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি এবং পুলিশ সদস্যদের ট্রমা থেকে মুক্ত করে পুলিশের আইনি সেবা জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়া এখন বর্তমান পুলিশ নেতৃত্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মঙ্গলবার ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মো: আশরাফুর রহমান দৈনিক ইনকিলাবকে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ইতোমধ্যেই পুলিশের প্রতি মানুষের আস্থা বৃদ্ধির জন্য ময়মনসিংহ পুলিশ রেঞ্জের সকল থানা/ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বদলি করা হয়েছে। অন্যান্য পদমর্যাদার কর্মকর্তাদেরকেও বদলি ও নতুন করে পদায়ন করার প্রক্রিয়া চলমান রয়েছে। ফোর্স-অফিসারদের মনোবল বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ব্যবস্থাপনাকে ঢেলে সাজানো হয়েছে এবং প্যারেড গ্রাউন্ডে বিধি মোতাবেক পিআরবি অনুযায়ী প্যারেড-পিটি অনুশীলনের মাধ্যমে পুলিশ সদস্যদের শৃঙ্খলা ফিরিয়ে আনার কার্যক্রম চলমান। পুলিশ স্টেশন থেকে যেন মানুষ ভালো বেবহার পায় এবং এলাকার মানুষও তাদের ধৈর্য প্রদর্শন পূর্বক পুলিশকে সহযোগিতা করবে এটা এখন সবার আশা।
ডিআইজি ড. মো: আশরাফুর রহমান বলেন, পুলিশ বড় একটি প্রশিক্ষিত বাহিনী। এখানে নানা বংশের, নানা বর্ণের, নানা গোষ্টীর লোকজনের সমাবেশ। রিক্রুটমেন্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে পুলিশ সদস্যের বাছাই করে বেসিক ট্রেনিং এবং পরবর্তীতে ইন-হাউজ প্রশিক্ষণ এর মধ্য দিয়ে তাদেরকে আইন,শৃঙ্খলা, মানবাধিকার এবং জন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ে নিবিড় ট্রেনিং দিয়ে সাধারণ মানুষকে পুলিশের উপযুক্ত করে জন-সেবার জন্য প্রস্তুত করা হয়। সরকারের পক্ষ থেকে প্রদত্ত সকল নির্দেশনা, সুযোগ এবং মনিটরিং নিশ্চিত করার পরেও যদি পেশাদার মনোভাব থেকে কোনও সদস্যের বিচ্যুতি নি:সন্দেহে পীড়াদায়ক ।এই জন্য পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রভিশন রয়েছে। সেটা বিভাগীয় তদন্ত ব্যবস্থা অথবা ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত হলে সে মতে ব্যবস্থা গ্রহণ করা হয়। অপেশাদারদের শাস্তি নিশ্চিত হলেই আমি মনে করি পুলিশের মধ্যে শৃঘ্খলা ফিরবে এবং জনমনে আস্থা ফিরে আসবে।
তিনি বলেন, বিগত সরকারের সময়ে পুলিশকে রাজনৈতিক ব্যবহার এবং কতিপয় উর্ধ্বতন কর্মকতাদের দলীয় চিন্তায় অপেশাদার আচরণের কারণে পুলিশ তার ইমেজ হারিয়েছে। এখন এই ইমেজ ফিরিয়ে এনে কিভাবে জনগণের পাশে পুলিশকে দাঁড় করানো যায় এটিই আমার লক্ষ্য। এইজন্য আমি বলেছি যে, পুলিশ বাদী হয়ে কোনও মামলা নিবে না। এর ফলে জনমনে সস্থি সৃষ্টি হয়েছে। আমরা ইতিমধ্যে যে সকল ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে সে সব মামলার সঠিক তদন্তের ব্যবস্থা করেছি যেন বাদী তার বিচার পায়। এছাড়াও বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং নতুন আঙ্গিকে শুরু হয়েছে। তাছাড়া ইতিপূর্বে চাঁদাবাজি, সরকারি মালামাল লুটপাটকারী, টেন্ডারবাজ, বালুবাজ, অন্যায় সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নিমিত্ত আমরা তদন্ত শুরু করেছি। এর ফলে জনমনে সস্থি ফিরবে বলে আমার বিশ্বাস। বর্তমানে মাদক, ইভ টিজিং, কিশোর অপরাধ এবং ডিজিটাল ক্রাইম বিশেষত নারীর প্রতি সহিংহ্সতা বৃদ্ধির ক্ষেত্র বিবেচনা করে ময়মনসিংহ রেঞ্জের অধীনে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে কেন্দ্র করে স্টুডেন্টদের সাথে আলোচনা, সেমিনার ,ভিডিও প্রদর্শন ইত্যাদি কার্যক্রম পরিচালনার মাধ্যমে নিবিড় প্রচারণা ও জনসচেতনতার মাধ্যমে সামাজিক আন্দোলনের কার্যক্রম গ্রহণ করেছি এবং সেই সাথে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ এনফোর্সমেন্ট অব্যাহত রাখার বিষয়ে পুলিশ কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে । খুব শীগ্রই এর সুফল জনগণ পাবে। সড়ক মৃত্যু কমিয়ে আনা এবং ট্রাফিক পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে প্রতি তিন মাস পরপর ট্রাফিক সপ্তাহ পালনের সিদ্দান্ত নেওয়া হয়েছে। এছাড়াও অপরাধ নিয়ন্ত্রণে অত্যাধুনিক পুলিশ অপারেশন কন্ট্রোল রুম, সাইবার ক্রাইম ইউনিট গঠন এবং রেঞ্জ এক্টিভিটিস নিয়ে” রেঞ্জ পুলিশ মাসিক বুলেটিন “ইউ টিউব চ্যানেল, ডেডিকেটেড ফেসবুক পেজ ইত্যাদি এর মাধ্যমে আমাদের কর্মসূচি জনগণের দ্বারপ্রান্তে নিয়ে যেতে চাই। এর মাধ্যমে সহজেই জনগণ তার মতামত প্রকাশ করতে পারবে এবং পুলিশ তার কার্যকরী ভূমিকা রাখতে পারবে বলে আমি বিশ্বাস করি। এছাড়া আমাদের পুলিশিং তো রয়েছেই। সব মিলিয়ে আমরা জনগণকে নিয়েই এগিয়ে যাবো।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন সেনাপ্রধান
কল্যাণ রাষ্ট্র গঠনে প্রতিশ্রুত নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই: সমাজকল্যাণ উপদেষ্টা
তারকাখচিত বরিশালকে উড়িয়ে রংপুরের তিনে তিন
নতুন ছয় লাখ টিসিবি কার্ড বিতরণ করা হবে: বাণিজ্য উপদেষ্টা
সিংগাইরে শীতার্তদের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ
বিস্ফোরক মামলায় নিক্সন চৌধুরীর অন্যতম সহযোগী জব্বার মাস্টার গ্রেপ্তার
২১ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেল রিজার্ভ
সাবেক এমপি কবির উদ্দিন আহমেদ আর নেই
রেকর্ড ৫,৬৩৪ কোটি টাকা পরিচালন মুনাফা সোনালী ব্যাংকের
১৪৮ চিকিৎসককে বিভিন্ন প্রতিষ্ঠানে বদলি
৭ উইকেট ছেলেকে দিলেন তাসকিন
প্রধান উপদেষ্টার রাজবাড়ী সফর স্থগিত
ভিসা সত্যায়নের বেড়াজালে বিপুল সংখ্যক সউদীগামী কর্মী বায়রা নেতৃবৃন্দের সাথে বিএমইটির ডিজি
মোবাইলের ব্যাককভারে প্রিন্ট করা ছবি লাগানো প্রসঙ্গে
প্রেমিকাকে বিয়ে করলেন জনপ্রিয় গায়ক আরমান মালিক
সরকারি দপ্তরে তদবির বন্ধে সচিবদের উদ্দেশে পত্র দিয়ে তথ্য উপদেষ্টার অনন্য দৃষ্টান্ত
ফুলপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৫ পরিবহনকে জরিমানা
গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতায় উৎসবের আমেজ
সাইবার আক্রমণ: আসিফ-সাদিক-হান্নানের ফেসবুক আইডি সচল
গোয়ালন্দে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ উপহার