ঢাকায় কয়েকটি পাঁচতারকা হোটেলে আকস্মিক অভিযান

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

০২ জানুয়ারি ২০২৫, ১১:৫৭ এএম | আপডেট: ০২ জানুয়ারি ২০২৫, ১২:০২ পিএম

ইংরেজি বর্ষ বরণের রাতে নিষেধাজ্ঞা অমান্য করে (থার্টিফার্স্ট নাইট) অবৈধ মদ ও বিয়ার বিক্রির অভিযোগে রাজধানীর কয়েকটি পাঁচতারকা হোটেলে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (নারকোটিক্স)। এতে হোটেলগুলোতে আয়োজিত কথিত ডিজে পার্টিসহ পাশ্চাত্য ধাঁচের নানা অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। সংশ্লিষ্ট বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, থার্টিফার্স্ট নাইটে বিশৃঙ্খলা রোধে সন্ধ্যার পর হোটেলের বার বন্ধের নির্দেশনা দেওয়া হয়। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে কয়েকটি হোটেলে ডিজে পার্টিসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এমনকি হল ভাড়া দিয়ে অনুমোদনহীন এলাকায় মদ-বিয়ার পরিবেশনের ব্যবস্থা করা হয়। এক পর্যায়ে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়।

 

জানা যায়, রাত ১২টার দিকে গুলশানের পাঁচতারকা হোটেল ওয়েস্টিনে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত ১৩৬ বোতল বিদেশি মদ ও ৩২৬ ক্যান বিয়ার জব্দ করা হয়। এছাড়া বনানীর শেরাটন হোটেল থেকেও অবৈধ বিদেশি মদ-বিয়ার উদ্ধার করা হয়।

 

এ অভিযানের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (উত্তর) শামীম আহমেদ সাংবাদিকদের বলেন, থার্টিফার্স্ট নাইটে সন্ধ্যার পর বার বন্ধ রাখতে বলা হয়েছিল। কিন্তু বিশেষ পার্টিতে আগতদের কাছে পরিবেশনের জন্য হোটেল কর্তৃপক্ষ অবৈধভাবে মদ-বিয়ার মজুত করে। অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করা হয়েছে। তবে জড়িতরা পালিয়ে গেছে। প্রচলিত আইনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

সূত্র জানায়, থার্টিফার্স্ট নাইটে ডিজে পার্টি আয়োজনের জন্য কোটি টাকায় ওয়েস্টিনের তিনটি ভেন্যু ভাড়া দেওয়া হয়। এর মধ্যে বলরুম এবং ২৩ তলায় প্রেগো নামের মদের বার ভাড়া নেন আলোচিত পার্টি আয়োজক ডিজে প্রিন্স। এছাড়া হোটেলের স্পল্যাশ নামের পুল সাইড বার এলাকা সজিব এবং হৃদয় নামের দুই অ্যারেঞ্জারের কাছে ভাড়া দেওয়া হয়। পরে হোটেল কর্তৃপক্ষের যোগসাজশে তারা সেখানে অবৈধ মদ ও বিয়ারের মজুত গড়ে তোলে।

 

সংশ্লিষ্টরা জানায়, ওয়েস্টিন হোটেলে ডিজে পার্টির ঘোষণা দিয়ে আয়োজকরা ফেসবুকে ব্যাপক প্রচারণা চালায়। এতে উঠতি বয়সি থেকে শুরু করে শহুরে তরুণ-তরুণীদের অনেকে রীতিমতো হুমড়ি খেয়ে পড়ে। একেকটি টিকিট ৩ থেকে ১০ হাজার টাকায় বিক্রি করা হয়। কিন্তু হোটেলে আকস্মিক অভিযানে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। এছাড়া অভিযানের মুখে অনেকেই মুখ ঢেকে তড়িঘড়ি হোটেল থেকে বেরিয়ে যান। যথাযথ অনুমোদন না নিয়ে অনুষ্ঠানের টিকিট বিক্রি করায় তারা হোটেল কর্তৃপক্ষের ওপর ক্ষোভ প্রকাশ করেন।

 

সূত্র জানায়, ওয়েস্টিন ছাড়াও বনানী সুপার মার্কেটে অবস্থিত শেরাটন হোটেলের কয়েকটি ভেন্যু ডিজে পার্টি আয়োজনের জন্য ভাড়া দেওয়া হয়। ডিজে জুডো ও আতিক নামের দুই অ্যারেঞ্জার ৫০ লাখ টাকায় শেরাটনের রুফটফ ভাড়া নেয়। যথারীতি তারাও কয়েক সপ্তাহ ধরে অনলাইনে টিকিট বিক্রি করে। একেকটি টিকিট ৭ থেকে ১০ হাজার টাকায় বিক্রি করা হয়। কিন্তু অভিযানে শেরাটনের ডিজে পার্টিও বন্ধ হয়ে যায়। এ সময় আগতরা টিকিটের টাকা ফেরত চেয়ে হইচই করে।

 

গুলশানের হোটেল রেনেসাঁ ও খিলক্ষেত এলাকার হোটেল রিজেন্সিতেও অভিযান চালানো হয়। এ সময় হোটেল রিজেন্সির রুফটপসহ বেশ কয়েকটি জায়গায় ডিজে পার্টির আয়োজনের প্রমাণ মেলে। সেখানে টিকিট কেটে শত শত তরুণ-তরুণীকে ঢুকতে দেখা যায়। পরে হোটেলের বেশ কয়েকটি গোপন জায়গা থেকে ৯১ বোতল বিদেশি মদ ও ৩৬৭ ক্যান বিয়ার জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করা হয়।

 

সূত্র জানায়, রিজেন্সি হোটেলে অবৈধ মদ-বিয়ার বাণিজ্যের অভিযোগ পুরোনো। এর আগেও একাধিক অভিযানে রিজেন্সি থেকে বিপুল পরিমাণ মদ-বিয়ারসহ নানা ধরনের মাদক উদ্ধার করা হয়। হোটেল কর্তৃপক্ষের সঙ্গে হাত মিলিয়ে শাহিন ওরফে হিরো শাহিন নামের এক অ্যারেঞ্জার দীর্ঘদিন ধরে হোটেলে ডিজে পার্টি আয়োজন করে আসছে। মাদক ব্যবসার সুবাদে ইতোমধ্যে কোটিপতি বনে গেছেন শাহিন। ঢাকায় তিনি রীতিমতো অভিজাত জীবনযাপন করেন।

নারকোটিক্স কর্মকর্তারা জানান, থার্টিফার্স্ট নাইটে অবৈধ মদ-বিয়ারসহ মাদকদ্রব্যের বিস্তার রোধে ৮টি বিশেষ দল মাঠে নামে। এছাড়া সাদা পোশাকে নারকোটিক্সের জনবল বিভিন্ন হোটেল, মদের বার ও ক্লাবের আশপাশে দায়িত্ব পালন করে। এতে অন্য যে কোনো বছরের তুলনায় ইতিবাচক ফল মিলেছে। বিশেষ করে পাঁচতারকা হোটেলেও অভিযানের মধ্য দিয়ে নারকোটিক্স তার সক্ষমতার জানান দিতে চেয়েছে।


বিভাগ : মহানগর


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

‘দেশে নয়া ইসলামি সভ্যতা গঠনের প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার করলো ইরান দূতাবাস
ভারতীয় অপসংস্কৃতির আগ্রাসন থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে
উত্তরখানে পুলিশ ছাত্র-জনতা ও নাগরিক সমাজের সমন্বয় সভা
কম্বল বিতরণ করলেন ইউএনও রিনাত ফৌজিয়া
ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে চালু হচ্ছে জনতার বাজার
আরও

আরও পড়ুন

আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার আসামি গ্রেফতার

আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার আসামি গ্রেফতার

আটঘরিয়ায় প্রভাষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

আটঘরিয়ায় প্রভাষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

আরব বসন্ত থেকে বাংলাদেশ: স্বৈরাচার মুক্ত নতুন ব্যবস্থার সন্ধানে

আরব বসন্ত থেকে বাংলাদেশ: স্বৈরাচার মুক্ত নতুন ব্যবস্থার সন্ধানে

৫০০ হজ কোটা বহাল রাখতে প্রধান উপদেষ্টার সহায়তা কামনা

৫০০ হজ কোটা বহাল রাখতে প্রধান উপদেষ্টার সহায়তা কামনা

ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে পূর্ণাঙ্গ সিরিজ

ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে পূর্ণাঙ্গ সিরিজ

পাওনা টাকা ফেরত দিতে বিলম্ব যাওয়ায় পাওনাদার টাকা ফেরত নিতে না চাওয়া প্রসঙ্গে।

পাওনা টাকা ফেরত দিতে বিলম্ব যাওয়ায় পাওনাদার টাকা ফেরত নিতে না চাওয়া প্রসঙ্গে।

‘রাষ্ট্র সংস্কার শেষ করে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন দিতে হবে’

‘রাষ্ট্র সংস্কার শেষ করে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন দিতে হবে’

শীতে পশু-পাখিদের যত্ন

শীতে পশু-পাখিদের যত্ন

মানব পাচার রোধ করতে হবে

মানব পাচার রোধ করতে হবে

মজলুমের বিজয় ও জালেমের পরাজয় অবধারিত

মজলুমের বিজয় ও জালেমের পরাজয় অবধারিত

বিনিয়োগ বাড়ানোর কার্যকর পদক্ষেপ নিতে হবে

বিনিয়োগ বাড়ানোর কার্যকর পদক্ষেপ নিতে হবে

১১৬ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু

১১৬ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু

লাদাখে দুই প্রশাসনিক অঞ্চল তৈরী চীনের

লাদাখে দুই প্রশাসনিক অঞ্চল তৈরী চীনের

চিনির নিম্নমুখী বাজারে বিশ্বে কমেছে খাদ্যপণ্যের দাম

চিনির নিম্নমুখী বাজারে বিশ্বে কমেছে খাদ্যপণ্যের দাম

মার্কিন শপিং সেন্টারে প্রাণ গেল ৫ শতাধিক প্রাণীর

মার্কিন শপিং সেন্টারে প্রাণ গেল ৫ শতাধিক প্রাণীর

জাতীয় ঐক্য এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন: মির্জা ফখরুল

জাতীয় ঐক্য এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন: মির্জা ফখরুল

গাজায় ইসরাইলি বিমান হামলায় দুইদিনে নিহত ১৫০

গাজায় ইসরাইলি বিমান হামলায় দুইদিনে নিহত ১৫০

কালো টাকায় ভাসছে শীর্ষস্থানীয় মার্কিন ৩৬% থিংক ট্যাংক

কালো টাকায় ভাসছে শীর্ষস্থানীয় মার্কিন ৩৬% থিংক ট্যাংক

পুলিশের সঙ্গে সংঘর্ষে অনেক হতাহত, ফের উত্তপ্ত মণিপুর

পুলিশের সঙ্গে সংঘর্ষে অনেক হতাহত, ফের উত্তপ্ত মণিপুর

মাছের লড়াইয়ে শ্রীলঙ্কার সীমায় বন্দি হচ্ছেন ভারতীয় জেলেরা

মাছের লড়াইয়ে শ্রীলঙ্কার সীমায় বন্দি হচ্ছেন ভারতীয় জেলেরা