বংশাল থেকে ছাত্র হত্যার চেষ্টা মামলায় ২ জনসহ উত্তরা থেকে শাহীনুর, আলমগীর গ্রেফতার
২১ অক্টোবর ২০২৪, ০৯:৪৯ এএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৪, ০৯:৪৯ এএম
রাজধানীর বংশাল থানার রায় সাহেব বাজার এলাকা থেকে গতকাল বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী এজাহার নামীয় ২ আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে বিমানবন্দর থানা পুলিশ।
গ্রেফতার কৃতরা হলো আশকোনা ইউনিট আওয়ামী লীগের সভাপতি সাত্তার ডিলার (৫৫) পিতা কোমর উদ্দিন ও দক্ষিণখান আওয়ামী লীগের কার্যকরী সদস্য সুজন ডিলার (৪৬) পিতা রোকন আলী।
জানা যায়, সাত্তার ডিলার ৭২ নং ও সুজন ডিলার ৭৩ নং বিমানবন্দর থানায় হত্যার চেষ্টা মামলার এজাহার ভুক্ত আসামি ।মামলা নং ০৪ তারিখ ০৫/১০/২০২৪ ইং । এই মামলার বাদী মামুনুল হক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ২০২৪ সকাল ১১:৩০ টায় বিমানবন্দর থানার উত্তরা ১ নং সেক্টর ফখরুদ্দিন বিরানি হাউজের সামনের রাস্তায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন চলছিল। সেই আন্দোলনে ভিকটিম ছাত্র এনামুল হক মিহন যোগ দেন। আন্দোলন চলাকালে আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের
নেতাকর্মীরা নিরীহ ছাত্র জনতার উপর লাঠি চার্জ ও এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে মিছিলে থাকা ভিকটিম ছাত্র এনামুল হক মিহন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। গুরুতর আহত এনামুল হককে উত্তরা আধুনিক হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়।
৫ অক্টোবর ২০২৪ তারিখ ভিকটিমের বাবা মামুনুল হক মামুনের অভিযোগের প্রেক্ষিতে বিমানবন্দর থানায় মামলাটি রুজু করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায় , তদন্তাধীন এই মামলায় গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সাত্তার ডিলার ও সুজন ডিলারকে শনাক্ত করা হয়।
গতকাল রবিবার বিকাল ৫ঃ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক ( তদন্ত ) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই অভিজিৎ চৌধুরী সঙ্গীয় ফোর্সের সহায়তায় বংশাল থানার রায় সাহেব বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের অভিযোগে উত্তরার নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ শাহীনুর মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রোববার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় উত্তরা ৪ নম্বর সেক্টর থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-১।
এ বিষয়ে র্যাব-১ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের অভিযোগে করা মামলার আসামি নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ শাহীনুর মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। জানা যায়, শাহীনুর মিয়া ছাত্রদের উপর হামলাকারীদের নির্দেশ দাতার ভূমিকায় ছিলেন। হামলায় আহত শিক্ষার্থীরা নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে আশ্রয়ের জন্য ঢুকতে চাইলে শাহীনুর মিয়া তাদেরকে ঢুকতে দেননি।
সাবেক অধ্যক্ষ শাহীনুর মিয়ার বিরুদ্ধে গত ১৮ জুলাই এক ছাত্রকে হত্যার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় গত ৩ সেপ্টেম্বর একটি হত্যা মামলা হয়েছে।
অন্যদিকে উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে মো. আলমগীর খানকে (৫৫) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। রোববার (২০ অক্টোবর) বেলা ৩টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টর ৪ নং রোড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ সময় উত্তরার দিয়াবাড়ী আর্মি ক্যাম্পের এক সেনা কর্মকর্তা জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল উত্তরা ১১ নম্বর সেক্টর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি আলমগীর খানকে গ্রেপ্তার করেন। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে উত্তরা পশ্চিম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান বলেন,সেনাবাহিনী আলমগীরকে গ্রেপ্তারের পর আমাদের কাছে হস্তান্তর করেছে। তাঁর বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা (১১/৩৬০) এবং উত্তরা পূর্ব থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
হিন্দু সেজে ডাকাতির প্রস্তুতিকালে নারীসহ গ্রেপ্তার ১০
তুরস্কে ৮ বছরের মেয়ে শিশু হত্যার ঘটনায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড
আটঘরিয়ায় বাঁশঝাড়ে কিশোরী খুন, টাঙ্গাইল আশেকপুর থেকে প্রধান আসামী গ্রেফতার
এখনও পুলিশের অনেক সদস্য দেদারসে ঘুষ খাচ্ছে : সারজিস আলম
সাভারে ছাত্র হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-২
সিরিয়ার রক্তাক্ত ইতিহাস , গণহত্যা ক্ষেত্রে শিশুরা খুঁড়ে পেল মানুষের খুলি
পাঁচ লাখ টন ডাল উৎপাদনের লক্ষ্যে বরিশালের কৃষিযোদ্ধাগন মাঠে
উলিপুরে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু
টিজারেই বাজিমাত 'সিকান্দার', ঈদে শুভ মুক্তি
চাদে ভোটগ্রহণ শুরু, বিরোধী দলগুলোর বয়কটের আহ্বান
নালিতাবাড়ীতে জেল পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার
দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, ১৮১ আরোহীর ১৭৯ জনই নিহত
সরকারের বৃহত্তর পরিসরে আলোচনার পরিকল্পনা জানুয়ারিতে : উপদেষ্টা মাহফুজ
রাশিয়া ইউরোপীয় কর্মকর্তাদের জন্য প্রবেশ নিষেধের তালিকা বাড়িয়েছে
সৈয়দপুরে স্ত্রীকে হত্যার ঘটনায় ঘাতক স্বামী জাহাঙ্গীর টঙ্গী থেকে গ্রেফতার
যশোরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
বাস্তব জীবনে ভালো রেসপন্স পাচ্ছে অলংকারের 'চেয়ারম্যান'
পর্যটক-অনাহারে থাকা কলকাতার ‘মিনি বাংলাদেশে' যে হাহাকার চলছে
জিম্মি মুক্তি চুক্তির দাবিতে ইসরাইলে হাজার হাজার মানুষের বিক্ষোভ
জর্জিয়ায় রাজনীতিতে উত্তেজনা, প্রতিবাদে হাজারো মানুষ