হাবের কর্তৃত্ব দখলে মাঠে নামছে দু’টি গ্রুপ
২৭ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৭ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম
.প্রশাসক অপসারণে কঠোর হুঁশিয়ারি !
. হাজীদের বিমান বাড়া ১লাখ ৩০ হাজার টাকার দাবি
হাবের কর্তৃত্ব দখলে হজ এজেন্সির সাধারণ সদস্যদের দু’টি গ্রুপ মাঠে নেমেছে। বিগত ৫ আগস্ট ফ্যাসিবাদী হাসিনার পতনের পর হাবের সাবেক সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম ও আরো একজন সদস্য হাব থেকে পদত্যাগ করেন। পরে বৈষম্য বিরোধী হজ এজেন্সির মালিকবৃন্দের আহবায়ক মো. আখতার উজ্জামান ও সদস্য সচিব মোহাম্মদ আলীসহ অন্যান্য হাব সদস্যরা হাবের কমিটির বিরুদ্ধে বাণিজ্য মন্ত্রণালয়ের নানা অনিয়মের অভিযোগ উত্থাপন করেন। ফলে গত ১৫ অক্টোবর চলমান অস্থিরত ও অসন্তোষ দূরীকরণের লক্ষ্যে সরকার হাবের বর্তমান কার্যনির্বাহী কমিটি বাতিল-পূর্বক হাবে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ দাউদুল ইসলামকে প্রশাসক নিয়োগ দিয়েছে। সরকার আগামী ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে হাবের নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করার নির্দেশ দেয়া হয়েছে। হাবে প্রশাসক নিয়োগে বৈষম্য বিরোধী হজ এজেন্সির মালিকবৃন্দ সরকারকে অভিনন্দন জানিয়েছেন। বিপরীতে হাবের সাবেক কমিটির নেতৃবৃন্দ হাবে প্রশাসক নিয়োগের তীব্র প্রতিবাদ সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় চরম বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেছেন। এ নিয়ে উচ্চ আদালতে রীট এবং দীর্ঘ শুনানিও হয়েছে। হজ এজেন্সিগুলোর সদস্যদের মধ্যে বিভক্তি সৃষ্টি হওয়ায় সুষ্ঠু হজ ব্যবস্থাপনা নিয়ে অধিকাংশ হজ এজেন্সিগুলোর মাঝে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। উভয় গ্রুপই ঢাকা রিপোর্টার ইউনিটির হলে এবং জাতীয় প্রেস ক্লাবের হলে পৃথক পৃথক সংবাদ সম্মেলন আহবান করে উভয়ই তা’ স্থগিত ঘোষণা করেছে।
এদিকে, হাবে সরকার কর্তৃক নিযুক্ত প্রশাসক বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ দাউদুল ইসলামকে ৭২ ঘন্টার মধ্যে অপসারণের দাবিতে কাফনের কাপড় পড়ে রাজপথে নামার হুমকি দিয়েছে হজ এজেন্সির সাধারণ সদস্যরা। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানব-বন্ধন কর্মসূচি থেকে এ ঘোষণা দিয়েছেন বায়রার সাবেক শীর্ষ নেতা কে এম মোবারক উল্লাহ শিমুল। মানব-বন্ধনে নেতৃবৃন্দ বলেন, হাবে প্রশাসক থাকলে হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা দেখা দিবে সরকার বিব্রত অবস্থায় পড়বে এবং হজ-যাত্রীরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে। অবিলম্বে প্রশাসক নিয়োগের আদেশ বাতিল এবং হাবের কমিটি পুনঃবহাল ও যৌক্তিক বিমান ভাড়াসহ হজযাত্রী পরিবহনে থার্ড ক্যারিয়ার চালুর দাবি জানানো হয়। এতে আরো বক্তব্য রাখেন, মাসুদ রানা, মুফতি জুনায়েদ গুলজার, আব্দুল কাদের মোল্লা, হানজালা, জামাল উদ্দিন ও খালেদ ইকবাল বুলবুল। অপর দিকে, আজ শনিবার গুলশানের একটি হোটেলে বৈষম্য বিরোধী হজ এজেন্সির মালিকবৃন্দের উদ্যোগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হজ-যাত্রীদের বিমান ভাড়া জনপ্রতি ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ, হজযাত্রী পরিবহনের থার্ড ক্যারিয়ার চালু, হজযাত্রী কোটা সর্বনিম্ন ৫০জন এবং সর্বোচ্চ কোটা ১৫০জন নির্ধারণ, মোনাজ্জেমদের মাল্টিপল ভিসা ও হজ গাইডদের বারকোর্ড ভিসা ইস্যু ও অবিলম্বে ৫ লাখ টাকার মধ্যে হজ প্যাকেজ মূল্য ঘোষণার জোর দাবি জানানো হয়েছে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্য বিরোধী হজ এজেন্সিরর মালিকবৃন্দের আহবায়ক মো. আখতার উজ্জামান। আরো উপস্থিত ছিলেন, সদস্য সচিব মোহাম্মদ আলী, হাবের সাবেক মহাসচিব এম এ রশিদ শাহ সম্রাট, বায়রার সাবেক যুগ্ম মহাসচিব মো.ফখরুল ইসলাম, মাওলানা ক্বারি গোলাম মোস্তফা, নাজিম উদ্দিন, গোলাম মোহাম্মদ, আব্দুল মতিন, গোলাম মাহমুদ মানিক, মাওলানা আজিজুর রহমান বুলবুলি, মাওলানা মোর্শেদুল আলম, মাওলানা সুলতান মাহমুদ। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, হাবের সাবেক কমিটির অধিকাংশ সদস্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিষোধগার,মিথ্যা তথ্য দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে আবারো হাব দখলের অপচেষ্টা চালাচ্ছে। এদিকে, হাবের সাবেক মহাসচিব ফরিদ আহমদ মজুমদার বলেছেন, বৈষম্য বিরোধী হজ এজেন্সির মালিকবৃন্দ সাধারণ হাব সদস্যদের তোপের মুখে গতকাল গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলন করেছেন। আমাদের হাব সদস্যরা ওই সংবাদ সম্মেলনে অংশ নেয়ার চেষ্টা করলে তাদের হোটেলে প্রবেশ করতে দেয়া হয়নি।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বঙ্গবন্ধু রেলসেতুর নাম বদলে হলো ‘যমুনা রেলসেতু’
মানিকগঞ্জ-২ আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবি হরিরামপুর-শিবালয়বাসীর
গোয়ালন্দে সুইট হাট জাতের মিষ্টি কুমড়া চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের
হঠাৎ কেন দোয়া চাইলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া!
শিক্ষক নিয়োগে অনিয়ম পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে পঙ্গু করে ফেলছে : শিক্ষা উপদেষ্টা
এবার ৯৭ বলে অপরাজিত ২০১ রিজভির
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক
বাংলাদেশী রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত, সমালোচনার ঝড়
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুকে নিয়ে জনগণের অসন্তোষ
ইসরায়েলে হামলার জবাবে এবার ইয়েমেনে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র
কাপ্তাই লেকে জেগে ওঠা ভাসামান তীরে সবুজ ফসলের সমারোহ
বেনাপোলে ভারতগামী পাসপোর্ট যাত্রীর টাকা ছিনতাই, ৩ দালাল আটক
ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ অবরোধ করলেন বিএসএমএমইউয়ের চিকিৎসকরা
বাধা না থাকলেও গণহত্যাকারী ফ্যাসিবাদকে মানুষ নির্বাচনে আসতে দেবে না : আখতার হোসেন
সালথায় প্রতিপক্ষকে ফাঁসাতে চলছে ডাকাতির নাটক, বিব্রত পুলিশ!
শিল্পকলায় শুরু হয়েছে মাসব্যাপী ভাস্কর্য প্রদর্শনী
এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো ইসি
সোনারগাঁও বুরুমদী উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন
ঈশ্বরগঞ্জ পৌরসভার পাওনা টাকা পরিশোধ না করলে মামলা- পৌর প্রশাসক ইকবাল হোসাইন
সাদপন্থী তাবলীগের মুখপাত্র মুয়াজের ৩ দিনের রিমান্ড মঞ্জুর