গাজীপুরে হাজারেরও বেশি যুবকর্মসংস্থান সৃষ্টি করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইউসেপ বাংলাদেশ
২৮ অক্টোবর ২০২৪, ০৬:৩৯ পিএম | আপডেট: ২৮ অক্টোবর ২০২৪, ০৬:৩৯ পিএম
দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইউসেপ বাংলাদেশের যৌথ প্রকল্প "গিভিং উইংস টু ড্রিমস ফর ইয়ুথ এমপাওয়ারমেন্ট প্রোগ্রাম" সম্প্রতি এক হাজারেরও বেশি যুবকের কর্মসংস্থান সৃষ্টির মাইলফলক অর্জন করেছে। সোমবার (28 অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০২৩ সালের জুন মাসে শুরু হওয়া এই উদ্যোগের মাধ্যমে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে দক্ষতা উন্নয়ন, মধ্যম পর্যায়ের ব্যবস্থাপনা ও উদ্যোক্তা হিসেবে বিকাশের সুযোগ প্রদান করা হচ্ছে। দুই বছরের এই প্রকল্পে মোট ২,০০০ সুবিধাভোগীকে সেবা প্রদান করা হবে। ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রকল্পটির সাহায্যে ১,১৪৬ জন যুবকের আত্মকর্মসংস্থান বা মজুরি ভিত্তিক কর্মসংস্থান নিশ্চিত হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যের ৭৩ অর্থাৎ, ২০২৫ সালে প্রকল্প সমাপ্তির সময়সূচী অনুযায়ী নির্ধারিত সময়ের পূর্বেই এই অর্জন সম্ভব হয়েছে। এই প্রকল্পটি স্ট্যান্ডার্ড চার্টার্ডের প্রধান বৈশ্বিক সামাজিক উদ্যোগ ‘ফিউচারমেকার্স’ এর আওতায় চালু করা হয়েছে।
স্ট্যান্ডার্ড চার্টার্ডের হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড এন্ড মার্কেটিং বিটপী দাশ চৌধুরী বলেন, "এই মাইলফলক বাংলাদেশের যুব সমাজের অসামান্য সম্ভাবনার সাক্ষ্য বহন করে। টেকসই সমৃদ্ধি অর্জনের পথে কাজ চালিয়ে যাওয়ার সময় সমান অর্থনৈতিক সুযোগ নিশ্চিত করার প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি। সরকারি ও বেসরকারি খাতের পরামর্শক্রমে সহ-প্রতিষ্ঠিত এ ধরণের দক্ষতা উন্নয়ন প্রোগ্রাম কেবল যুবকদের লাভজনক কর্মসংস্থানের জন্য প্রস্তুত করবে না, বরং গাজীপুরের মতো প্রধান শিল্পাঞ্চলের জন্য দক্ষ কর্মশক্তির সরবরাহও বাড়াবে। যুবসমাজকে ও দেশকে উজ্জ্বল ভবিষ্যত বিনির্মাণে এগিয়ে নিতে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ প্রদানে ইউসিইপি বাংলাদেশ-এর সাথে কাজ করতে পেরে আমরা গর্বিত।"
এই প্রকল্পের অধীনে বৈদ্যুতিক ইনস্টলেশন ও রক্ষণাবেক্ষণ, ওয়েল্ডিং, সেলাই মেশিন চালানো, পোশাকে স্ক্রীন প্রিন্টিং, দর্জি ও পোশাক তৈরির কাজ ও বিউটি কেয়ার বিষয়ে শ্রেণিকক্ষ-ভিত্তিক ও কর্মস্থলে সরেজমিনে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এছাড়াও অংশগ্রহণকারীদের শারীরিক ও মানসিক সুস্থতার বিষয়ে সচেতন করতে এবং প্রজনন স্বাস্থ্যের অধিকার নিশ্চিত করতে "ওয়ার্কপ্লেস ওয়েলবিয়িং ম্যানেজমেন্ট" কোর্সও প্রদান করা হচ্ছে। বিষয়ভিত্তিক প্রশিক্ষণ সম্পন্ন করার পর উচ্চ-সম্ভাবনাময় প্রশিক্ষণার্থীদেরকে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণও প্রদান করা হয়। অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণকে অগ্রাধিকার দিয়ে এ প্রকল্পে সুবিধাভোগীদের মধ্যে ৫০ শতাংশ নারী ও ২ শতাংশ প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার লক্ষ্য রয়েছে। কর্মসংস্থান সহায়তার মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ১১০০ জন আত্মকর্মসংস্থান বা মজুরিভিত্তিক কর্মসংস্থান পেয়েছে।
১১৯ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ স্ট্যান্ডার্ড চার্টার্ড সমাজে টেকসই উন্নয়নে সহায়তা করে এমন বিভিন্ন উদ্যোগকে এগিয়ে নিয়েছে। সমাজের বিভিন্ন সম্প্রদায়ে বিনিয়োগ, সেবামূলক সহায়তা ও অংশীজনদের জন্য নতুন সুযোগ তৈরির ক্ষেত্রেও নিবেদিতভাবে কাজ করে দেশে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে অবদান রাখে প্রতিষ্ঠানটি।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরায়েল
ইইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি কাতারের
দক্ষিণ কোরিয়ার সৌন্দর্যের পেছনে ছুটে বিপদের ফাঁদে পর্যটকরা
ঢাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
২৮ ডিসেম্বর দেশে ফিরছেন সাবেক মন্ত্রী কায়কোবাদ
হিরো নয় কারিনার ছেলের চরিত্রে অভিনয় করতে পারি
রাওয়ার নেতৃত্বে আবদুল হক ও ইরশাদ সাঈদ
স্লোভাক প্রধানমন্ত্রীর মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক
কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ কিশোর নিহত
গাজীপুরে কারখানা থেকে দগ্ধ আরও এক লাশ উদ্ধার
সিরিয়ার আকাশে নিষিদ্ধ হলো ইরানের বিমান
বিমানে ‘ঘুমিয়ে’ ছিলেন বাইডেন : সেনাদের লাশ পেতে অপেক্ষায় স্বজনরা
ভারতে পণ আইন নিয়ে বিতর্ক, এক ব্যক্তির আত্মহত্যা ঘিরে আলোড়ন
ভারত সীমান্তের শূন্যরেখায় পড়ে ছিল বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ
এক্সপ্রেসওয়েতে কভার্ডভ্যান ও প্রাইভেটকার সংঘর্ষে নারী নিহত, আহত ৫
ব্রাজিলে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, সব যাত্রী নিহত
চুয়াডাঙ্গার রামদিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে একজনকে হত্যা, আহত ৫
চীনের নতুন বাঁধ প্রকল্পে তিব্বতিদের প্রতিবাদ, দমন-পীড়ন ও গ্রেফতার
গাজীপুরে চাঁদা তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু
সউদীতে এক সপ্তাহে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার