সাভার সার্কেল পুলিশের সাবেক এএসপি শাহিদুল কারাগারে
০১ নভেম্বর ২০২৪, ০৭:৪৮ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৪, ০৭:৪৮ পিএম
ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে সাভারে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ইয়ামিনসহ দুই শতাধিক ছাত্র-জনতাকে হত্যা ও আশুলিয়ায় ৪৬ জনকে পোড়ানোর অভিযোগ রয়েছে। গত বৃহস্পতিবার এএসপি শাহিদুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, শাহিদুলকে গত বুধবার রাতে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে ঢাকার শাহবাগ থানায় এনে রাখা হয়। গত বৃহস্পতিবার সকালে তাঁকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করা হয়।
ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ বলেন, শাহিদুলের কর্মস্থল ছিলো কক্সবাজারে। সেখান থেকে তাঁকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে লাশ পোড়ানোসহ কয়েকটি মামলা রয়েছে আশুলিয়া ও সাভার থানায়। ছাত্র-জনতার অভ্যুত্থানে গুলি চালানোর নির্দেশদাতা হিসেবেও অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, পুলিশের এপিসি থেকে হাইওয়েতে ফেলে দেয়া হচ্ছে একজনের লাশ। তার হাত ছড়িয়ে আছে, পা ভাঁজ করা। এরপর এপিসি থেকে এক পুলিশ অফিসার বাম দিকের দরজা খুলে দেন, আরেকজন ওপরের ঢাকনা খুলে যুবকটিকে টেনে বের করে অমানবিক ও নৃশংসভাবে রাস্তায় ফেলে দেন। সেই লাশটি ছিলো মেধাবী ছাত্র ইয়ামিনের।
ইচ্ছে ছিল বুয়েটে পড়ার, কঠোর পরিশ্রমে চান্সও পেয়ে যান। কিন্তু আবরার ফাহাদের মৃত্যুর পর বাধসাধে বাবা-মা। বুয়েট বাদ দিয়ে এমআইএসটিতে কম্পিউটার সায়েন্সে ভর্তি হন শাইখ আসহাবুল ইয়ামিন। কিন্তু শেষ রক্ষা হয়নি, স্বৈরাচারের দোসরের হাতেই প্রাণ যায় ইয়ামিনের।
ঢাকার যাত্রাবাড়ী, রামপুরা, বাড্ডা, উত্তরা, মোহাম্মদপুরের পর ছাত্র-জনতার আন্দোলনে সবচেয়ে বেশি হত্যার ঘটনা ঘটে সাভারে। শাইখ আসহাবুল ইয়ামিন গত ১৮ জুলাই সেই সাভারে ছাত্র-জনতা আন্দোলনের সময় শহীদ হওয়া প্রথম শিক্ষার্থী।
পুলিশ জানায়, 'এপিসি থেকে অচেতন অবস্থায় অত্যন্ত নির্মমভাবে ফেলে দেয়া হয়েছিল ইয়ামিনকে। তখনও সে জীবিত ছিল, তাকে টেনে হেঁচড়ে ডিভাইডারের পাশে নেয়া হয়। আবার চ্যাংদোলা করে ঢিল দিয়ে রাস্তার ওইপাশে ফেলে দেয়। তারপর তার পায়ের ওপর আবার গুলি করতে বলে। কিন্তু গুলি না করে তার অচেতন দেহের ওপর আবার টিয়ারমেল নিক্ষেপ করা হয়। পরবর্তীতে তাকে হাসপাতালে চিকিৎসা দিতে বাধা দেয়া হয়। একপর্যায়ে সে শহীদ হয়ে যান। তাকে তার পারিবারিক করবস্থানে পর্যন্ত দাফন করতে দেয়া হয়নি। এই নির্মমতার যে ঘটনা, এগুলোর সাথে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।'
গত বৃহস্পতিবার ট্রাইব্যুনালে আনার পর এজলাসে পুরোটা সময় জুড়ে নির্বাক ছিলেন এই পুলিশ কর্মকর্তা। পরে তাকে পাঠানো হয় কারাগারে।
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে টানা প্রায় ১৬ বছরের শাসনের পতন হয়।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ধামরাই পৌরসভার সাবেক মেয়র গোলাম কবিরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
ঢাকা মহানগর মিশুক চালক ও শ্রমিক ইউনিয়নের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক আহত
কুমিল্লা জজকোর্টের ৩ পিপি-এপিপিকে সংবর্ধনা
চুয়াডাঙ্গার রেলস্টেশন এলাকা থেকে ১৪টি অবৈধ স্বর্ণেরবার উদ্ধার, আটক ৩
জাহাজে ৭ খুনের ঘটনার দ্রুত সুরাহা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
‘ছাত্র-জনতা সংস্কারের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠায় জীবন দিয়েছে’
পঞ্চগড়ে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা অনুষ্ঠিত
সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে মজবুত করতে হবে: পীর সাহেব চরমোনাই
‘ট্রানজিটের নামে দিল্লিকে দেয়া করিডর জনগণ মেনে নেয়নি’
বদলির ৩ মাস পরই পূর্বের কর্মস্থলে ফিরলেন শরীয়তপুরে সদর হাসপাতালের ক্যাশিয়ার বজলুর রশিদ
বগুড়ায় যথাযথ মর্যাদায় বড়দিন পালন
শ্রীপুরে ভুয়া মেজর আটক
সাবেক দুদক কমিশনার জহরুল হকের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা
জুলাই গণঅভ্যুত্থানের প্রশংসা করলেন রাহাত, জানালেন নিজ অনুভূতি
রাতের আধারে অসহায় ব্যাক্তিদের বাড়ির দরজায় গিয়ে কম্বল দিলেন ইউএনও
আমাদের সংস্কৃতির অংশ হলো সব ধর্মের মাঝে সম্প্রীতি ও সহাবস্থান: পররাষ্ট্র উপদেষ্টা
ভাঙ্গায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত- ১০
কবি জসীমউদ্দিনের মেজ ছেলে ড. জামাল আনোয়ার আর নেই
নির্বাচনের তারিখ নিয়ে যা জানালেন প্রধান নির্বাচন কমিশনার