ইসলামী রাষ্ট্র গঠিত হলে পূর্ণাঙ্গ মানবাধিকার প্রতিষ্ঠিত হবে : মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী
০১ নভেম্বর ২০২৪, ০৮:৩৫ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৪, ০৮:৩৫ পিএম
বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পৃথিবীতে আগমনের পূর্বে কন্যা সন্তানদের জীবিত দাফন করা হতো। তাঁর আগমনের পরে তিনি এই জঘন্য প্রথা বন্ধ করে কন্যাশিশুদের বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠিত করেছেন।
তিনি বলেন, রাসূলুল্লাহ সা. মানবাধিকার প্রতিষ্ঠার যে নমূনা পেশ করেছেন তা পৃথিবীর অন্য কোন মতবাদ, রাষ্ট্র কিংবা ধর্ম তার নজীর দেখাতে পারেনি। আধুনিককালে প্রচলিত অনেক স্লোগানের মাধ্যমে উল্টো মানবাধিকার লংঘিত হচ্ছে। মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারে একমাত্র ইসলাম। ইসলামী রাষ্ট্র গঠিত হলেই পূর্ণাঙ্গ মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। অতএব সুন্নাহ মোতাবেক ইসলামী রাষ্ট্র গঠনের জন্য আমাদের সকলকে কাজ করতে হবে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৭ টায় রাজধানীর লালবাগ কেল্লার মোড়স্থ কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত ‘সীরাতে নববীর আলোকে প্রচলিত মানবাধিকারের ধারণা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাত্র আন্দোলন ঢাকা মহানগর সভাপতি হাফেজ আব্দুর রহমানের সভাপতিত্বে ও মহানগর সহ-সভাপতি হাফেজ আতাউল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, তথ্য ও গবেষণা সম্পাদক এবং ঢাকা মহানগর আমীর হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর সেক্রেটারী মোফাচ্ছির হোসাইন, ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ জাকির বিল্লাহ, সাধারণ সম্পাদক জাকির হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম আকন্দ।
প্রধান আলোচকের বক্তব্যে মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষের স্বাধীনভাবে চিন্তা করার অধিকার, সম্পদের অধিকার ও নিরাপত্তা, যোগ্য লোকদের যথাস্থানে মূল্যায়ন পাওয়ার অধিকার, পিতা, স্বামী, পুত্রের সম্পদে নারীর অধিকার নিশ্চিত করার পাশাপাশি নারীদের মত প্রকাশের অধিকার ও প্রকাশিত মতামতের প্রতি সম্মান প্রদর্শনসহ সব ধরনের মানবাধিকার নিশ্চিত করেছেন। আজকের যুগে জাতিসংঘের নেতৃত্বে যারা মানবাধিকার প্রতিষ্ঠার কাজ করছে তারা মূলত জালেমদের রক্ষা করার কাজ করছে। পৃথিবী যদি মহানবী সা. এর আদর্শকে নতুনভাবে বরণ করে নেয় তাহলে এই ভয়সংকুল পৃথিবীতেও শান্তি-নিরাপত্তা ফিরে আসবে, মানুষ তার নিজ নিজ অধিকার, সম্মান বুঝে পাবে। তিনি সকল মানুষের কল্যাণের লক্ষ্যে মহানবীর জীবন সম্পর্কে অধ্যয়ন করা, জানা ও অনুসরণ করার আহবান জানান।
মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুধু একজন নবীই ছিলেন না, তিনি একজন আদর্শ শিক্ষক ও রাষ্ট্রনায়কও ছিলেন। তিনি আমাদেরকে ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনার জন্য যে শিক্ষা রেখে গিয়েছেন তা বাস্তবায়ন করতে পারলেই প্রকৃত অর্থে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। রাসূলুল্লাহ সা. ও সাহাবায়ে কেরামের যুগে রাষ্ট্রব্যবস্থা এমন ছিল যেখানে অধিকার আদায়ের জন্য কোন আন্দোলন সংগ্রামের প্রয়োজন পড়ত না। বরং প্রত্যেকে তার নিজ নিজ প্রাপ্য অধিকার যথাযথভাবে বুঝে পেতেন।
তিনি আরও বলেন, আজকে যারা প্রচলিত মানবাধিকারের কথা বলেন তারা মুখে মানবাধিকারের কথা বললেও বাস্তবে মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের লেশমাত্রও তাদের মাঝে নেই। ফিলিস্তিনের ব্যাপারে তারা নিশ্চুপ। সেমিনারে আলোচকদের বক্তব্যের উপর তাৎক্ষণিক কুইজের মাধ্যমে মনোযোগী শ্রোতা নির্বাচন ও তাদের পুরস্কৃত করা হয়। খেলাফত নেতৃবৃন্দ প্রধান আলোচক মাওলানা যাইনুল আবেদীনকে ‘হাফেজ্জী হুজুর স্মারক গ্রন্থ’ ও অন্যান্য বই উপহার দেন।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ধামরাই পৌরসভার সাবেক মেয়র গোলাম কবিরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
ঢাকা মহানগর মিশুক চালক ও শ্রমিক ইউনিয়নের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক আহত
কুমিল্লা জজকোর্টের ৩ পিপি-এপিপিকে সংবর্ধনা
চুয়াডাঙ্গার রেলস্টেশন এলাকা থেকে ১৪টি অবৈধ স্বর্ণেরবার উদ্ধার, আটক ৩
জাহাজে ৭ খুনের ঘটনার দ্রুত সুরাহা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
‘ছাত্র-জনতা সংস্কারের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠায় জীবন দিয়েছে’
পঞ্চগড়ে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা অনুষ্ঠিত
সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে মজবুত করতে হবে: পীর সাহেব চরমোনাই
‘ট্রানজিটের নামে দিল্লিকে দেয়া করিডর জনগণ মেনে নেয়নি’
বদলির ৩ মাস পরই পূর্বের কর্মস্থলে ফিরলেন শরীয়তপুরে সদর হাসপাতালের ক্যাশিয়ার বজলুর রশিদ
বগুড়ায় যথাযথ মর্যাদায় বড়দিন পালন
শ্রীপুরে ভুয়া মেজর আটক
সাবেক দুদক কমিশনার জহরুল হকের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা
জুলাই গণঅভ্যুত্থানের প্রশংসা করলেন রাহাত, জানালেন নিজ অনুভূতি
রাতের আধারে অসহায় ব্যাক্তিদের বাড়ির দরজায় গিয়ে কম্বল দিলেন ইউএনও
আমাদের সংস্কৃতির অংশ হলো সব ধর্মের মাঝে সম্প্রীতি ও সহাবস্থান: পররাষ্ট্র উপদেষ্টা
ভাঙ্গায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত- ১০
কবি জসীমউদ্দিনের মেজ ছেলে ড. জামাল আনোয়ার আর নেই
নির্বাচনের তারিখ নিয়ে যা জানালেন প্রধান নির্বাচন কমিশনার