চলন্ত ট্রেনে হামলার ঘটনায় তিতুমীর কলেজের শিক্ষার্থীদের মেধা নিয়ে প্রশ্ন, চলছে ট্রলের বন্যা
১৮ নভেম্বর ২০২৪, ০৭:৩৮ পিএম | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪, ০৭:৩৮ পিএম
এ যেন রীতিমতো মামার বাড়ির আবদার! কলেজকে বানাতে হবে বিশ্ববিদ্যালয় এমনটাই দাবি তিতুমীর কলেজের তথাকথিত সাধারণ শিক্ষার্থীদের। আজকে এমন উদ্ভট দাবি নিয়ে রাজধানীর মহাখালীতে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এতে করে ঢাকার সঙ্গে সারাদেশের অধিকাংশ রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে ঢাকার বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল কবির সাংবাদিকদের বলেছেন, "সকাল ১১টা ৪৫ মিনিট থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।"
সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যায়, অবরোধের নামে সড়ক এবং রেল পরিবহন আটকে রাখে এসব আন্দোলনকারীরা। এক পর্যায়ে তারা সাধারণ যাত্রীবাহী একটি ট্রেনে লাগাতার ইট পাটকেল নিক্ষেপ করে। ফলশ্রুতিতে আহত হয়েছেন অনেক নিরীহ মানুষ। ভিডিওটিতে দেখা যায় এসব তথাকথিত শিক্ষার্থীরা রেললাইনের উপর দাঁড়িয়ে রেল থামানোর জন্য চেষ্টা চালায়।
তবে চালক যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে রেলটি চালিয়ে যায়৷ তৎক্ষনাৎই বৃষ্টির মতো ইট পাটকেল নিক্ষেপ করে এসব নামমাত্র শিক্ষার্থীরা। এমন বর্বরোচিত হামলার রক্তাক্ত হয়েছে ছোট ছোট বাচ্চা,বয়বৃদ্ধ এবং অসংখ্য নারী-পুরুষ। জানা যায় বর্বরোচিত এই হামলার পেছনে সরাসরি জড়িত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী নেতা রেজাউল করিম সানি, কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি দিদারুল আলম সজীব, সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন উপ আইসিটি বিষয়ক সম্পাদক আক্তার হোসেনসহ আরও অনেকে।
বর্বরোচিত এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষ। এমনকি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের নিয়ে চলছে ট্রলের বন্যা। যেখানে সার্জিস মাসুদ নামে একজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, " তিতুমীরের সিভি পাইলেই কল করুন, ৪/৫ ঘন্টা বসিয়ে রেখে, ইন্টারভিউতে নানান হ্যারেজমেন্টমূলক কথা বলে ছেড়ে দিন।"
রায়হান খান নামে একজন লিখেছেন, " আজ থেকে বাংলার মানুষের কাছে পরিচয় দিয়েন আমি তিতুমীর কলেজের স্টুডেন্ট।"
ট্রাফিক এলার্ট নামের একটি মিম গ্রুপে শেয়ার করা হয়েছে একটি কার্টুনচিত্র। যেখানে দেখা যায় একজন তিতুমীর কলেজের শিক্ষার্থীর ইন্টারভিউ নেওয়া অবস্থায় বলছে, " আমি আপনার সিভি দেখেছি, আল্লারস্তে মাফ চাই।"
তাসমিম মাহমুদ নামে একজন লিখেছেন, " নিশ্চিতভাবে আজ থেকে তিতুমীর কলেজের কোন শিক্ষার্থীর সিভি পেলে আমি অফিসের ময়লার বাক্সে ফেলবো। বিশ্ববিদ্যালয় হতে হলে তেমন স্টুডেন্ট হওয়া লাগে। তেমন যোগ্যতাও লাগে।"
আরেকজন নেটিজেন লিখেছেন, " ভ্যাকেন্সি আছে!! টয়লেট ক্লিনার লাগবে। কেন্ডিডেটকে অবশ্যই তিতুমীর কলেজের হতে হবে।"
এ বিষয়ে নাবিলা তাসনিম নামে একজন শিক্ষার্থী লিখেছেন, "তিতুমীর কলেজের আন্দোলনের নামে ট্রেনে হামলা মহাখালীতে। রক্তাক্ত নারী শিশু সহ অনেক যাত্রী!একটু পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় দাবি করেন আপনারা, অথচ সামান্য মানবিক মূল্যবোধও নেই আপনাদের।আন্দোলনের দাবি আদায়ের লক্ষ্যে উদ্দেশ্যপ্রণোদিত এই মব নতুন কিছু নয়।এইজন্যই হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন "মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়"!!!
সালমান আরসি নামে একজন লিখেছেন, "শিক্ষিত হওয়ার চেয়ে মানুষ হওয়া জরুরী।
ওহে তিতুমীর কলেজ, সাধারণ মানুষের রক্তের উপর দিয়ে বিশ্ববিদ্যালয় পেতে চাও??
আজকে যারা ট্রেনে হামলা করে সাধারণ জনগণকে রক্তাক্ত করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক।"
মোহাম্মদ আবদুল কাদের নামে একজন লিখেছেন, "নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এবার ফিরে আসছে তিতুমীর লীগ হয়ে !"
অন্য একজন শাস্তির দাবি জানিয়ে লিখেছেন, "বাংলাদেশের আইন অনুযায়ী চলন্ত ট্রেনে ঢিল মারার জন্য কঠোর শাস্তির বিধান আছে। বিভিন্ন রুটে ট্রেন চলাচলের সময় দুষ্কৃতকারীরা এই কাজ করে থাকে। এরা আজ যেই কাজ করেছে, এটা ছাত্রত্বসূলভ আচরণ হতে পারে না। এসব দুষ্কৃতকারীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে। "
মিফতাদুল ইসলাম নামে একজন লিখেছেন, "এতগুলো মানুষ প্রাণ দিয়েছে দেশটাকে মবের মুল্লুক বানানোর জন্য না। গতকাল ডেইলি ক্যাম্পাসের নিউজ অনুযায়ী সাত কলেজ আন্দোলন স্থগিত করে সরকারকে সময় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারপরও এরা অধৈর্য্য হয়ে যে কাজ করেছে, এই পরিস্থিতিতে প্রতিকার না, প্রতিরোধ প্রয়োজন।"
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
হাজারো বিঘা জমিতে পুকুর খনন: ছোট হয়ে যাচ্ছে সালথা-নগরকান্দার মানচিত্র!
প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান, সাদপন্থীদের নিষিদ্ধের দাবি
শুধু মুর্শিদাবাদ-মালদহ নয়, শিলিগুড়িও লক্ষ্যবস্তু , রাফালের আগমনে সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
হাসিনাকে ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন
আসাদের পতন, নিজের বেঁচে থাকার গল্প বললেন এক সিরিয়ান শরণার্থী
গভীর রাতে শীতার্ত মানুষের পাশে বিএনপি নেতা আমিনুল হক
বঙ্গতে আসছে 'ফ্যামিলি ফিউড বাংলাদেশ'
সিলেট অনলাইন প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা
পাবনা-৩ এলাকায় অ্যাডভোকেট রবিউলের গণসংযোগ ও কম্বল বিতরণ
পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে: সৈয়দা রিজওয়ানা হাসান
নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, নেটদুনিয়ায় তোলপাড়
জার্মানির ক্রিসমাস মার্কেটে হামলায় ৯ বছরের শিশুর মৃত্যুতে শোকের ছায়া
স্ত্রী-কন্যাসহ সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে দুদকের মামলা
গ্রেপ্তারের ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৭
রাখাইনের অস্থিরতায় টেকনাফ স্থলবন্দরে পণ্য আমদানি কমেছে ৯০ ভাগ
ক্রিসমাস মার্কেট হামলা, জার্মান কর্তৃপক্ষের কাছে গত বছরেই এসেছিল সতর্কবার্তা