ঢাকা   সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ | ১৮ অগ্রহায়ণ ১৪৩১

উত্তরা পূর্ব-জোন ডেসকো কর্মকর্তাদের সহায়তায় ফুটপাতে হকার-সড়কে অটোরিকশার রাম রাজত্ব

Daily Inqilab মো: মাসুদ পারভেজ (উত্তরা ) সংবাদদাতা

০২ ডিসেম্বর ২০২৪, ০১:১১ পিএম | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪, ০১:৩৩ পিএম

 

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড বিক্রি ও বিতরণ কেন্দ্র (ডেসকো)র অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের অনিয়ম দুর্নীতির মাধ্যমে অবৈধ বিদ্যুৎ সংযোগ দেয়ার কারণে থামছেনা ফুটপাতে দখল বানিজ্য ও সড়কে অবৈধ অটোরিকশা চলাচল। অবৈধ ভাবে ফুটপাত দখল করা নিয়ে প্রতিনিয়ত মারা মারি সহ চুরি ছিনতাই ঘটনায় থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে অনেকে।

 

 

 

এ সব ঘটনায় বৃহত্তর উত্তরা ১৭ টি ওয়ার্ডে বসবাসরত ছাত্র-জনতার মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। বে-আইনি জনতাবদ্ধ দাঙ্গা হাঙ্গামা সৃষ্টিকরে হত্যার উদ্দেশ্য মারপিট করিয়া গুরুতর জখম সহ চুরির এমন ঘটনায় গত ২৪শে নভেম্বর ভুক্তভোগী মোঃ ওয়ালিউল ইসলাম উত্তরা পশ্চিম থানায় ১/- লিটন ২/- মোঃ শরীফ,আলাউদ্দিন ও আলামিন সহ ১৯ জন এবং অজ্ঞাতনামা ২০/৩০ জন হকার ও কুশল সেন্টারের দোকানদার ও কর্মচারীর নামে মামলা করেন। মামলা নং - ৪০।

 

ডেসকো বিক্রয় ও বিতরণ কেন্দ্র উত্তরা পূর্ব জোন ৬নং সেক্টর শাহজালাল এভিনিউ উত্তরায় অবস্থিত।
এ জোনের আওতায় রয়েছে এয়ারপোর্ট, উত্তরা ৭ নং সেক্টর, ১৩ নং সেক্টর, লেকপাড়,সেক্টর ১১ এর ৫ নং রোড ও আজমপুর রেললাইন পশ্চিম পাশ।
জানা যায়, এ সব জায়গায় ডেসকো কর্মকর্তারা বিভিন্ন কাপড়ের দোকান, জুতার দোকান,কসমেটিক দোকান, খাবারের দোকান, কাঠ বাঁশের দোকানে অবৈধ ভাবে সংযোগ দিয়ে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। এ সব অবৈধ সংযোগ বিষয়ে স্থানীয়রা বলেন, ফুটপাতে পথচারী চলাচল নির্বিঘ্ন করতে রাজউক কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন ও থানা পুলিশ দফায় দফায় অভিযান চালালেও ডেসকো অফিসের ভূমিকা নীরব।তাদের এহেন নীরব কর্ম কান্ডে স্থানীয় লোকজনের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। থানা পুলিশের কোন অভিযানে তাদেরকে দেখা যায় না। সরেজমিনে দেখা যায়, ডেসকোর অসাধু কর্মকর্তারা নিয়ম নীতির তোয়াক্কা না করেই উত্তরা পূর্ব জোন এলাকার আবাসিক ভবনের নিচতলায় গড় উঠা সুপার মার্কেট,মুদি দোকান ও খাবার হোটেলের সংযোগ দিয়ে অবৈধ ভাবে অর্থ হাতিয়ে নিচ্ছেন। এ সব সংযোগ বিষয়ে জানতে চাইলে, ডেসকোর সাব- ডিভিশনাল ইন্জিঃ মোঃ আব্দুল খালেক ইনকিলাবকে বলেন, ফুটপাতে তারা অস্থায়ী ফ্রী পেইড মিটার দিয়েছেন। মিটারের বিল ও বাড়ানো হয়েছে। উত্তরা পূর্ব জোনে কতটা মিটার আছে জানতে চাইলে তিনি বলেন, ১৫-১৬ টা ফ্রী পেইড মিটার দেওয়া আছে।
জানা যায়, উত্তরা পূর্ব জোনের ফুটপাতে প্রায় ৬-৭ হাজার দোকান পাট রয়েছে।

 

 

এ সব দোকানে ১৫-১৬ টি মিটার যা প্রয়োজনের তুলনায় অনেক কম। প্রতি দিন সন্ধ্যা হলেই উত্তরা জুড়ে সড়কের ফুটপাত দখল করে হরেক রকমের দোকানের ফসরা বসে।এ সব দোকানে মাঝে মাঝে ডেসকোর অসাধু কর্মকর্তা, নামধারী দলীয় চাঁদাবাজ ও কিশোর গ্যাং এর সদস্যরা থানা পুলিশের কথা বলে ৫০-২০০টাকা পর্যন্ত উঠায়। এ সব অবৈধ বিদ্যুৎ সংযোগ ফুটপাত দখল কারীদের উৎসাহিত করেছে কিনা জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান ইনকিলাবকে বলেন, গত এক মাস যাবত উত্তরার বিভিন্ন সড়ক ও সেক্টর এলাকার ফুটপাত দখল মুক্ত করতে তারা কাজ করছে। তিনি আরো বলেন, বিমানবন্দর মহাসড়ক ও উত্তরার বিভিন্ন শাখা সড়কের ফুটপাত দখল নিয়ে প্রায়ই মারামারিসহ লুটপাটের ঘটনা ঘটেছে।

 

ফুটপাত হকার মুক্ত রাখতে তারা প্রতিটি দোকানের মালিক-কর্মচারীকে অবহিত করণ কর্মসূচি চলমান রেখেছেন। প্রথমে মুখে পরবর্তীতে চিঠি দিয়ে দোকানে দোকানে পুলিশ সদস্য পাঠিয়ে সতর্ক করেন।তার পর ও কিছু কিছু লোক তাদের নির্দেশণা মানছে না। এ সময় তিনি আরো বলেন, আমরা উত্তরা মডেল টাউনকে নতুন রূপে সাজাতে চাই। এ কাজে উত্তরার সড়ক মহাসড়ক ফুটপাত মুক্ত করা খুবই জরুরি।ইতি মধ্যে আমরা কাজ শুরু করেছি এটি অব্যাহত থাকবে।

 

কিশোর গ্যাং বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কিশোর গ্যাং সদস্যদের বিষয়ে কোন আপোষ নেই। এ গ্রুপের সদস্যরা ফ্যাসিস্ট হাসিনার দোসরদের অনুসারী। এরা এলাকায় চুরি ছিনতাই ও নারী হেনস্তার সাথে জড়িত। তারা ছদ্মবেশে ঘাপটি মেরে বসে আছে। অরাজকতা সৃষ্টি করতে তারা নানান কৌশল অবলম্বন করছে। তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন, ৫ আগস্ট আমাদের সোনার ছেলেরা জীবন দিয়েছে, আমরা পেয়েছি নতুন স্বাধীনতা।
জুলাই-২৪ ছাত্র-জনতার রক্তদান, রাজনৈতিক নেতাদের আত্মত্যাগ কারীদের সাথে কেউ বেইমানি করলে তাদের ছাড় নেই। জানা যায়,
অবৈধ ইজিবাইক, অটোরিকশা ও ফুটপাত দখল বাণিজ্যের ফলে দিন দিন বেড়েই চলছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে বিদ্যুৎতের লোডশেডিং। উত্তরার নতুন ওয়ার্ড জুড়ে পাড়া মহল্লায় গড়ে উঠেছে শত শত অবৈধ ইজিবাইক ও অটোরিকশার গ্যারেজ। এ সব গ্যারেজে রয়েছে অবৈধ বিদ্যুৎ লাইন।প্রাথমিক হিসেবে প্রতিদিন ১০ হাজার অটোরিকশা ও ইজিবাইক অবৈধ পন্থায় এসব গ্যারেজে ব্যাটারি চার্জ করে। কোন কোন গ্যারেজে নাম মাত্র বিদ্যুৎতের মিটার থাকলে ও বেশির ভাগ সময় অবৈধ সংযোগ দিয়ে তারা কাজ চালায়।
এতে প্রতি মাসে সরকার কয়েক কোটি টাকার রাজস্ব হারাচ্ছে ।

 

কোন ধরনের নিয়ম-নীতির তোয়াক্কা না করেই উত্তরার সড়ক মহাসড়কে দাবিয়ে বেড়াচ্ছে অবৈধ ব্যাটারি চালিত অটো রিক্সা।
একাধিক সূত্রে জানা যায় এসব অটো রিক্সার সিটি কর্পোরেশনের আওতাধীন সড়কে চলাচলের অনুমতি না থাকলেও স্থানীয় রাজনৈতিক নেতা ও প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে এ সব অটোরিকশা চলাচল করছে। জানা যায়, এ সব গাড়ির ব্যাটারি চার্জ করতে হয় বিদ্যুৎ দিয়ে। এ সুযোগে গ্যারেজ মালিকরা প্রতিদিন সারাদেশে কোটি কোটি টাকার বিদ্যুৎ চুরি করছে।

 

এর ফলে এক দিকে রাষ্ট্র হারাচ্ছে রাজস্ব, অন্যদিকে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। নীতিমালা না থাকায় দিন দিন বাড়ছে ইজিবাইক ও অটোরিক্সার সংখ্যা। উত্তরা, উত্তরখান দক্ষিণখান, আসকোনা, কাওলা এলাকার স্থানীয়রা বলেন,শুধু মাত্র অভিযান চালিয়ে অটোরিকশা বন্ধ করা যাবে না। প্রথমে অটোরিকশা বানানো কারখানায় অভিযান চালাতে হবে। এ ছাড়াও গ্যারেজ গুলোতে অটো রিকশা চার্জ দেওয়া বন্ধ করতে হবে। ইজিবাইক ও অটোরিকশার যন্ত্রণায় তারা অতিষ্ঠ।

 

এ সবের কারণ হিসেবে তারা বলেন,এখানকার শ্রমিকরা সকাল থেকে দুপুর পর্যন্ত লেবারের কাজ করে। বেশি আয়ের লোভে দুপুর থেকে রাত পর্যন্ত অটোরিকশা চালাতে হুমড়ি খেয়ে পরে।

 

এ ভাবে সড়কে অটোরিকশা চালকের সংখ্যা কয়েকগুন বেড়েছে। কথা নেই বার্তা নেই, এনজিও ও সমিতি থেকে লোন নিয়ে হঠাৎ একটা অটোরিক্সা কিনে তারা সড়কে নেমে পড়ে। কয়েক মাস পর সেই গাড়ি বিক্রি করে পালিয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এনজিওর মাঠ পর্যায়ের কর্মকর্তারা।

 

একাধিক সূত্রে জানা যায়, সম্প্রতি ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতারা টাকা দিয়ে তাদের দোসর অটোরিকশার ড্রাইভার ও হকার বানিয়ে সড়কে সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে।

 

এ ছাড়াও তারা উত্তরার বিভিন্ন সেক্টর এলাকার সড়ক ও ফুটপাতে চুক্তি ভিত্তিক বিদ্যুৎ সংযোগ দিয়ে অবৈধ ভাবে মাসে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এ টাকা তারা সন্রাসী কাজে ব্যবহার করছে। বিমানবন্দর রেলস্টেশন গাড়ী পার্কিং এলাকা ও এর আশপাশ, আসকোনা সড়ক,জসিম উদ্দিন এলাকা,রাজলক্ষী, এইচ এম প্লাজা, আজমপুর সড়ক আশপাশ এলাকা,হাউজ বিল্ডিং রাস্তার সামনে ও পিছনে, মাসকাট প্লাজা থেকে জমজম টাওয়ার,আব্দুল্লাহপুর মাছ বাজার এলাকাসহ সেক্টরের অলিগলি,কামার পাড়া পাইকারি বাজার, বিডিআর বাজার, বউ বাজারে ভাসমান দোকানপাট বসিয়ে এক শ্রেণির দালাল চক্র ও ডেসকো কর্মকর্তারা মিলে মিশে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ব্যক্তিগত সুবিধা নিচ্ছেন।

 

ফুটপাতে ডেসকোর অবৈধ সংযোগ বিষয়ে উত্তরা পূর্ব জোন এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল লতিফ মিয়া ইনকিলাবকে বলেন,আমাদের লাগানো অস্থায়ী মিটার থেকে কেউ অবৈধ ভাবে বিদ্যুৎতের লাইন নিয়ে ফুটপাতে দোকান বসালে আমারা সংযোগ বিচ্ছিন্ন করে দিব। তিনি আরো বলেন, আমার এলাকায় অবৈধ ভাবে বিদ্যুৎ ব্যবহার করার কোন সুযোগ নেই।

 

ফুটপাত দখলকারীদেরকে অবাধে বিদ্যুৎ সংযোগ দিয়ে দখলে সহযোগিতা করছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ডেসকোর বিদ্যুৎ লাইন থেকে সংযোগ দেওয়ার কারণে ফুটপাতে পথচারী চলাচলে ব্যাঘাত ঘটেছে এমন হলে থানা পুলিশের সাথে আমরাও অভিযানে থাকবো এবং সংযোগ বিচ্ছিন্ন করে মিটার নিয়ে আসবো।


বিভাগ : মহানগর


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

উত্তরা প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে আমিনুল হকের মতবিনিময়
কদমতলীতে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকা পঞ্চম
মগবাজার রেলগেটে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে প্রাইভেটকার
অস্থিতিশীল প্রসঙ্গে যা বললেন পান্না, নেটদুনিয়ায় সমালোচনা
আরও

আরও পড়ুন

শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

মানিকগঞ্জে হামলায় জামায়াত নেতা গুরুতর আহত, আঃলীগ সমর্থিত মেম্বার গ্রেফতার

মানিকগঞ্জে হামলায় জামায়াত নেতা গুরুতর আহত, আঃলীগ সমর্থিত মেম্বার গ্রেফতার

ঘূর্ণিঝড় ফিনজালের আঘাতে ভারত ও শ্রীলংকায় নিহত ১৯

ঘূর্ণিঝড় ফিনজালের আঘাতে ভারত ও শ্রীলংকায় নিহত ১৯

ফরাসি প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ার বিপদে,আস্থা ভোটের হুমকি

ফরাসি প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ার বিপদে,আস্থা ভোটের হুমকি

ইসকনের ব্যাপারে এমন কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা

ইসকনের ব্যাপারে এমন কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা

সংখ্যালঘু প্রসঙ্গে পোস্ট করে তোপের মুখে লগ্নজিতা,ডিলিট করলেন পোস্ট'

সংখ্যালঘু প্রসঙ্গে পোস্ট করে তোপের মুখে লগ্নজিতা,ডিলিট করলেন পোস্ট'

ইবির নতুন প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগ

ইবির নতুন প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগ

আসিফ নজরুলকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা

আসিফ নজরুলকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোয়াজ্জিমের মৃত্যু

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোয়াজ্জিমের মৃত্যু

শেরপুরে চাচাতো ভাইয়ের দায়ের কোপে সেনা সদস্য নিহত

শেরপুরে চাচাতো ভাইয়ের দায়ের কোপে সেনা সদস্য নিহত

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে অভিযোগ পেলেই অভিযান

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে অভিযোগ পেলেই অভিযান

যত দ্রুত সম্ভব আবু সাঈদ হত্যা মামলার শুনানী শুরু

যত দ্রুত সম্ভব আবু সাঈদ হত্যা মামলার শুনানী শুরু

রিহাব ফাওর চারবার পালিয়ে বেঁচেছিলেন,কিন্তু শেষবার হারালেন সব

রিহাব ফাওর চারবার পালিয়ে বেঁচেছিলেন,কিন্তু শেষবার হারালেন সব

ইসকন নিষিদ্ধের দাবিতে মহেশপুরে হেফাজতের বিক্ষোভ

ইসকন নিষিদ্ধের দাবিতে মহেশপুরে হেফাজতের বিক্ষোভ

মিষ্টির লোভে দোকানে ঢুকে পড়া ভালুককে উদ্ধার

মিষ্টির লোভে দোকানে ঢুকে পড়া ভালুককে উদ্ধার

শ্রীনগরে প্রবাসী রমজান মুন্সী হত্যা মামলায় মুলহোতাসহ তিন আসামী গ্রেফতার

শ্রীনগরে প্রবাসী রমজান মুন্সী হত্যা মামলায় মুলহোতাসহ তিন আসামী গ্রেফতার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গুলি করে যুবতী হত্যার ঘটনায় প্রেমিক তৌহিদ গ্রেফতার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গুলি করে যুবতী হত্যার ঘটনায় প্রেমিক তৌহিদ গ্রেফতার

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে ইলেকট্রিক মেশিন দিয়ে মাছ ধরার সময় ৬ জেলে আটক

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে ইলেকট্রিক মেশিন দিয়ে মাছ ধরার সময় ৬ জেলে আটক

দারুল ইহসান : দেড় যুগ ধরে শত শত কোটি টাকা লুটেপুটে খেয়েছে নানক

দারুল ইহসান : দেড় যুগ ধরে শত শত কোটি টাকা লুটেপুটে খেয়েছে নানক

লৌহজংয়ে ৫০০ পিচ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

লৌহজংয়ে ৫০০ পিচ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার