বিএনপি সাধারণ মানুষের জন্য কাজ করতে চায় : আমিনুল হক
০৯ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৯ পিএম | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৯ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাধারণ মানুষকে সাথে নিয়ে রাষ্ট্র কাঠামো মেরামতে কাজ করতে চায়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা কাজ করতে চাই, অনুপ্রবেশকারী নয়,ত্যাগী কর্মীদের মূল্যায়ন করতে হবে। এমন মন্তব্য করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।
এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন,যারা ৫ই আগষ্টের পূর্বে রাজ পথে ছিলেন দল তাদেরকে সর্বোচ্ছ মূল্যায়ন করবে। কোন নেতা যদি আওয়ামী লীগের কাউকে দলে প্রবেশ করানোর চেষ্টা করেন, তিনি সব হারাবেন। কোন অনুপ্রবেশ কারীর স্থান বিএনপিতে হবে না,আগামী নির্বাচন হবে নিরপেক্ষ। রাজনীতিতে সবচেয়ে বড় পুঁজি হচ্ছে জনগণের সমর্থন। এই সমর্থনকে যে কোন ভাবে আমাদের পক্ষে রাখতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী আমাদের চলতে হবে। কথা নয়, এবার জনগণের প্রত্যাশা পূরণে কাজে নেমে পড়তে দলের নেতা-কর্মীদের আহ্বান জানান তিনি। এ জন্য জানপ্রাণ দিয়ে মানুষের আস্থা, সমর্থন ও ভালোবাসা অর্জন করতে হবে।
নেতা-কর্মীদের উদ্দেশে তিনি আরো বলেন, জনগণের সঙ্গে থাকুন,তাদের ভাষা বুঝার চেষ্টা করেন,জনগনের মূল্যায়ন হবে আমাদের মূল্যায়ন। জনগণের প্রত্যাশা অনুযায়ী যেভাবে চলা দরকার সেভাবে চলুন। তিনি আরো বলেন, দেশ ও দেশের মানুষকে সামনে রেখে গত ১৫-১৬ বছর আমরা যে কথাগুলো বলেছি, সেই মোতাবেক কথার পালা শেষ, এখন কাজের পালা শুরু, কাজ করার সময় এসেছে।
এ সময় তিনি তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা রূপরেখা উপস্থাপন করেন।
উত্তরখান থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র মেরামতে বিএনপির দেওয়া ৩১ দফা নিয়ে কর্মশালায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান।
এ সময় মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার কথা গুলো ভালো করে জেনে বুঝে শুনে আমাদের কাজ করতে হবে।
এস এম জাহাঙ্গীর অন্তবর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, বাংলাদেশের মানুষ গত ১৫ বছর ধরে ভোট দিতে পারেনি। জনগনের ভোটের অধিকার নিশ্চিত করে দ্রুত অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
তিনি আরো বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে নির্বাচিত সরকারের জবাবদিহীতা তৈরি হবে। সেই জবাবদিহিতার মাধ্যমে আমরা বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি একটা গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চাই।
সোমবার (০৯ডিসেম্বর) দুপুরে কর্মীসভা ও কর্মশালার আয়োজন করেন উত্তরখান থানা বিএনপি।
বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ছাড়াও সহস্রাধিক নেতাকর্মীদের নিয়ে দুপুর ২.৪৫ মিনিটে পবিত্র কুরআন তেলওয়াত ও জাতীয় সংগীতের মধ্যদিয়ে এ কর্মশালা শুরু হয়।
কর্মশালায় রাষ্ট্র মেরামতে বিএনপির দেওয়া ৩১ দফা নিয়ে রাষ্ট্রকাঠামো মেরামতের কর্মশালায় স্থানীয় নেতাকর্মীরা আমিনুল হকের কাছ থেকে বিভিন্ন বিষয়ে জানতে প্রশ্ন করেন। এ সময় তারা সঠিক মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশের দাবি জানান।
উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য রফিকুল ইসলাম খান।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোঃ আক্তার হোসেন ও এম কপিল উদ্দিন।আরো উপস্থিত ছিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, মোঃ আতাউর রহমান,মোঃ আফাজ উদ্দিন, আলী আকবর আলী, সালাম সরকার জাহাঙ্গীর বেপারী, মুকুল সরকার,তোফাজ্জল হোসেন মিঠু, আব্দুর রশিদ ভূইয়া, রবিউল হক বাবু, হেদায়েত উল্লাহ টুলু,আশরাফ উদ্দিন, ছফিল উদ্দিন ভূইয়া,শরীফ হোসেন,আনিসুল ইসলাম ভূইয়া, হানিফ আলী,আলাউদ্দিন আলাল ও জহুরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, মহানগর উত্তর সাবেক যুব নেতা মোঃ শিমুল আহমেদ, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের আহবায়ক কাজী শাহআলম রাজা, সদস্য সচিব কামরুল জামান,স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক মোঃ ফরিদ হোসেন ও সদস্য সচিব মহসিন সিদ্দিকী রনি, উত্তরা পশ্চিম থানা ছাত্র দলের সভাপতি এস এ খান সোয়েব ও সাধারণ সম্পাদক জুয়েল হাসান রাজ,মহিলা দল ঢাকা মহানগর উত্তর এর সদস্য সচিব এ্যাড রুনা লায়লা।
জানা যায়, ঢাকা মহানগর উত্তরের আওতাধীন ২৬ টি থানায় ২৬ দিনের কর্মীসভা ও দলের ৩১ দফা নিয়ে কর্মশালা আগামী ৩ রা মার্চ শেষ হবে।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
পীরগঞ্জে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির শীর্ষক সেমিনার ও প্রদশর্নী
নাহিদকে নিজের দলে নিতে চেয়েছিলেন ইফতিখার
নানা ভাবে পূনর্বাসিত হওয়ার চেষ্টা করছে আওয়ামীলীগ
ঈশ্বরগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নওগাঁয় জমিয়তে উলামায়ে ইসলামের কাউন্সিল অধিবেশন
পেকুয়ায় আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাবের সার্টিফিকেট অনুষ্ঠান সম্পন্ন
সোনারগাঁওয়ে ডিগবার ফুটবল খেলার পুরস্কার বিতরণ
লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৫৭ জন
বাতিল হলো জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০২৩
ব্লু পেপার চালু রাখার দাবিতে সাতক্ষীরার নির্বাহী আদালতে আইনজীবীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
ইসলামপুর দরবার শরীফের ৮১তম মাহ্ফিল
ঐক্যের মাঝে এ সরকারের জন্ম, একতাই শক্তি: প্রধান উপদেষ্টা
বরগুনায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শাপলাকুঁড়ি ট্রফি'র শুভ উদ্বোধন
বিদেশ থেকে বাড়িতে এসেই দেখলে স্ত্রীর ঝুলন্ত মরদেহ
বগুড়া ইতিহাস চর্চা পরিষদের উদ্যোগে ডা. সি এম ইদরিসের ৯৬তম জন্মদিন উদযাপন
নরসিংদীতে ভ্রাম্যমান আদালতকে লক্ষ্য করে অবৈধ বালু দস্যুদের গুলি বর্ষণ
‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করাই বর্তমান নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য’
মির্জাপুরে নদী তীর থেকে মাটিকাটার অপরাধে দুই মাটি ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা
আ.লীগকে পুনর্বাসন করতে হলে আমাদের রক্তের ওপর দিয়ে করতে হবে: হাসনাত আব্দুল্লাহ