ঢাকা   বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫ | ১৮ পৌষ ১৪৩১

ঢাবি সাদা দলে ভাঙন, পাল্টাপাল্টি কমিটি ঘোষণা

Daily Inqilab বিশ্ববিদ্যালয় রিপোর্টার

৩১ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল একই নামে দুই আলাদা দলে বিভক্ত হয়ে নতুন কমিটি ঘোষণা করেছে। এতে একাংশের আহ্বায়ক হিসেবে মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক (দক্ষিণ) হিসেবে রসায়ন বিভাগের প্রফেসর ড. আব্দুস সালাম এবং যুগ্ম আহ্বায়ক (উত্তর) হিসেবে প্রফেসর ড. মো. আবুল কালাম সরকার নির্বাচিত হয়েছেন।

 

 

সোমবার (৩০ ডিসেম্বর) ঢাবির কলা অনুষদ শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত সাদা দলের এক সাধারণ সভায় ২০২৫ ও ২০২৬ সালের জন্য এ কমিটি গঠন করা হয়। প্রফেসর ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান সভায় সভাপতিত্ব করেন।

 

 

সভায় সাদা দলের ২০২৫ ও ২০২৬ সালের জন্য কেন্দ্রীয় আহ্বায়ক ও দুইজন যুগ্ম আহ্বায়ক নির্বাচন করা হয়। এর আগে সাদা দলের গঠনতন্ত্র অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ১২টি ইউনিট থেকে একজন আহ্বায়ক ও দুইজন যুগ্ম আহ্বায়কের নাম প্রস্তাব করার জন্য কেন্দ্রীয় কমিটি থেকে ইউনিট কমিটিগুলোকে লিখিতভাবে বলা হয়। ইউনিট কমিটিগুলো নির্ধারিত ৫ ডিসেম্বরের মধ্যে স্ব স্ব ইউনিটের সাধারণ সভা করে একজন আহ্বায়ক ও দুইজন যুগ্ম আহ্বায়কের নাম প্রস্তাব করে।

 

ইউনিটগুলো থেকে প্রাপ্ত প্রস্তাবগুলো সাদা দল কেন্দ্রীয় কমিটির ২২ ডিসেম্বরের সভায় উপস্থাপন করা হয়। এতে দেখা যায়, ১২টি ইউনিটের মধ্যে আটটি ইউনিট থেকে মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মোর্শেদ হাসান খানের নাম আহ্বায়ক হিসেবে প্রস্তাব করা হয়। অন্যদিকে, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. আমিনুল ইসলাম তালুকদারের নাম চারটি ইউনিট থেকে প্রস্তাব করা হয়।

 

যুগ্ম আহ্বায়ক (দক্ষিণ) হিসেবে রসায়ন বিভাগের প্রফেসর ড. আবদুস সালামের নাম সাতটি ইউনিট থেকে, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আল মুজাদ্দেদী আলফেছানীর নাম চারটি ইউনিট থেকে এবং ফলিত রসায়ন ও কেমি-কৌশল বিভাগের প্রফেসর ড. এ এফ এম মুস্তাফিজুর রহমানের নাম একটি ইউনিট থেকে প্রস্তাব করা হয়।

 

যুগ্ম আহ্বায়ক (উত্তর) হিসাবে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মো. আবুল কালাম সরকারের নাম সাতটি ইউনিট থেকে, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মেজবাহ উল ইসলামের নাম চারটি ইউনিট থেকে এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. মুহা. রুহুল আমীনের নাম একটি ইউনিট থেকে প্রস্তাব করা হয়।

 

 

সাদা দলের কেন্দ্রীয় কমিটির এ সাধারণ সভায় সংখ্যাগরিষ্ঠ ইউনিটের সমর্থন প্রাপ্ত হিসেবে ২০২৫ ও ২০২৬ সালের জন্য নির্বাচিতদের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক হিসেবে সর্বসম্মতিক্রমে মনোনয়ন চূড়ান্ত করে।

 

 

এদিকে সোমবার রাত ৯টায় বিশ্ববিদ্যালয় ক্লাবে এক সংবাদ সম্মেলনে একই নামে আলাদা কমিটি ঘোষণা করেন দলটির একাংশ। দল ভেঙে গঠিত হওয়া সাদা দলের নতুন ৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিতে আছেন- ওষুধ প্রযুক্তি বিভাগের প্রফেসর ড. মো. সেলিম রেজা, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগের প্রফেসর ড. মো. এনামুল হক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মো. আতাউর রহমান মিয়াজি, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মুহাম্মাদ শফিক আহমেদ, রসায়ন বিভাগের প্রফেসর ড. মো. এমরান কাইয়ুম এবং ইইই বিভাগের প্রফেসর ড. এস এম মোস্তফা আল মামুন।

 

 

অ্যাডহক কমিটির আহ্বায়ক হিসেবে আছেন প্রফেসর ড. মো. আমিনুল ইসলাম তালুকদার। যুগ্ম-আহ্বায়ক হিসেবে উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মাদ আলমুজাদ্দেদী আলফেছানী এবং তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মেজবাহ্-উল-ইসলামের নাম ঘোষণা করা হয়।

 

 

এসময় নতুন সংগঠনের ব্যাপারে সংবাদ সম্মেলনে শিক্ষকরা বলেন, বর্তমান পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত করা, রাষ্ট্র পরিচালনায় বুদ্ধিবৃত্তিক সহায়তা প্রদান করে জাতির আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত করা, শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নত-সমৃদ্ধ করা, ছাত্র-শিক্ষক সম্পর্ক আরও গতিশীল ও সুদৃঢ় করা, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষা, গবেষণা ও একাডেমিক প্রশাসনে গঠনমূলক মতামত ও সহায়তা প্রদান করা পুনর্গঠিত সাদা দলের লক্ষ্য।
মূল সাদা দলের বর্তমান ও প্রস্তাবিত কমিটির অযোগ্যতার কথা উল্লেখ করে তারা বলেন, অযোগ্য নেতৃত্ব, সুবিধাবাদী সদস্য এবং বিশেষ সিন্ডিকেটের প্রভাবের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক সমাজের নিকট সাদা দল গ্রহণযোগ্যতা হারিয়েছে। দলের নেতৃত্ব দীর্ঘদিন ধরে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে এবং বারবার দলের গঠনতন্ত্র লঙ্ঘনের ঘটনাও ঘটেছে। ফরে সাদা দলের পুনর্গঠন অপরিহার্য হয়ে পড়েছে।

 

 

নতুন দল গঠনকে আপসকামিতার বিপক্ষে কার্যকর প্রতিবাদ হিসেবে উল্লেখ করে শিক্ষকরা বলেন, বিরাজমান পরিস্থিতির কারণে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, গণতন্ত্র, ন্যায়নীতি এবং শিক্ষক সমাজের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সোচ্চার শিক্ষকবৃন্দ আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। সুতরাং পুনর্গঠিত এই সাদা দল হবে স্বচ্ছ, গণতান্ত্রিক এবং শিক্ষার উৎকর্ষে নিবেদিত। পুনর্গঠিত সাদা দল ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের একটি স্বতন্ত্র প্লাটফর্ম। কেবলমাত্র জাতীয়তাবাদী চিন্তার ধারক- বাহক সদস্যরাই এতে যুক্ত থাকবেন। দুর্নীতি, অযোগ্যতা ও আপসকামিতার বিরুদ্ধে এটি এক কার্যকর প্রতিবাদ।

 

 

মূল দল থেকে বের হয়ে যাওয়া এই শিক্ষকদের অভিযোগ, বর্তমান সাদা দলের একটি ক্ষুদ্র সুবিধাবাদী বলয় কর্তৃক আহ্বায়ক হিসেবে প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম-আহ্বায়ক হিসেবে প্রফেসর ড. আব্দুস সালাম ও আবুল কালাম সরকারের নাম নাম প্রস্তাব হয়েছে। অধ্যাপক মোর্শেদ হাসান বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক, বিএনপির মিডিয়া সেলের সদস্য, ইউট্যাবের মহাসচিব, জেডআরএফের ডিরেক্টর এডমিনসহ বিভিন্ন দলীয় পদে আছেন। বিএনপির গঠনতন্ত্রের ১৫ ধারায় ‘এক নেতা এক পদ’ বাস্তবায়নই সাদাদলের পেশাজীবীরা দেখতে চান।

 

বিএনপিপন্থি এই শিক্ষকরা মনে করেন, বিএনপির বহু পদে থাকা মোর্শেদ হাসান খান ঢাবি সাদা দলের বিশেষ সিন্ডিকেট/কোটারীর সঙ্গে যুক্ত হয়ে সাদা দলের জাতীয়তাবাদী চরিত্র ধ্বংসের দিকে ধাবিত করবেন এবং জাতির সামনে জাতীয়তাবাদী শক্তি প্রশ্নবিদ্ধ করবেন। দুইজন যুগ্ম আহ্বায়ক প্রফেসর ড. আব্দুস সালাম ও আবুল কালাম সরকার গঠনতন্ত্রবিরোধী বিশেষ (বলয়) কমিটির সদস্য। তারা ১০-১৫ বছর নেতৃত্বে থাকায় বর্তমান প্রস্তাবিত পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন।


বিভাগ : মহানগর


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

সিবিএমএস সফটওয়্যার জটিলতা নিরসনে বন্ড কমিশনারেট অফিসার্সদের মানববন্ধন
আজিমপুর কবরস্থানে চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা আমিন গ্রেপ্তার
কাকরাইলে বাস চাপায় আহত পুলিশের মৃত্যু
ঢাকায় কয়েকটি পাঁচতারকা হোটেলে আকস্মিক অভিযান
আজও ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
আরও

আরও পড়ুন

ভিসা সত্যায়নের বেড়াজালে বিপুল সংখ্যক সউদীগামী  কর্মী  বায়রা নেতৃবৃন্দের সাথে বিএমইটির ডিজি

ভিসা সত্যায়নের বেড়াজালে বিপুল সংখ্যক সউদীগামী কর্মী বায়রা নেতৃবৃন্দের সাথে বিএমইটির ডিজি

মোবাইলের ব্যাককভারে প্রিন্ট করা ছবি লাগানো প্রসঙ্গে। মো. শাহ্ ফয়সাল ইমেইল থেকে

মোবাইলের ব্যাককভারে প্রিন্ট করা ছবি লাগানো প্রসঙ্গে। মো. শাহ্ ফয়সাল ইমেইল থেকে

প্রেমিকাকে বিয়ে করলেন জনপ্রিয় গায়ক আরমান মালিক

প্রেমিকাকে বিয়ে করলেন জনপ্রিয় গায়ক আরমান মালিক

সরকারি দপ্তরে তদবির বন্ধে সচিবদের উদ্দেশে পত্র দিয়ে তথ্য উপদেষ্টার অনন্য দৃষ্টান্ত

সরকারি দপ্তরে তদবির বন্ধে সচিবদের উদ্দেশে পত্র দিয়ে তথ্য উপদেষ্টার অনন্য দৃষ্টান্ত

ফুলপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৫ পরিবহনকে জরিমানা

ফুলপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৫ পরিবহনকে জরিমানা

গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতায় উৎসবের আমেজ

গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতায় উৎসবের আমেজ

সাইবার আক্রমণ: আসিফ-সাদিক-হান্নানের ফেসবুক আইডি সচল

সাইবার আক্রমণ: আসিফ-সাদিক-হান্নানের ফেসবুক আইডি সচল

গোয়ালন্দে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ উপহার

গোয়ালন্দে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ উপহার

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৩৪ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৩৪ অবৈধ অভিবাসী আটক

১৫% ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করুন মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী

১৫% ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করুন মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

নোয়াখালীতে কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীতে কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

লিভ টুগেদার ইস্যুতে এবার স্বাগতাকে উকিল নোটিশ

লিভ টুগেদার ইস্যুতে এবার স্বাগতাকে উকিল নোটিশ

টাঙ্গাইলে ইসলামি ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

টাঙ্গাইলে ইসলামি ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

যুবদল কর্মী হত্যার ঘটনায় ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যাচার ও শিবির সভাপতির উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ

যুবদল কর্মী হত্যার ঘটনায় ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যাচার ও শিবির সভাপতির উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ

আমরা একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে যেতে চাই: হাসনাত আবদুল্লাহ

আমরা একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে যেতে চাই: হাসনাত আবদুল্লাহ

উষ্ণতম বছর, উষ্ণতম দশক! আশঙ্কার বর্ষবরণ বিশ্বজুড়ে

উষ্ণতম বছর, উষ্ণতম দশক! আশঙ্কার বর্ষবরণ বিশ্বজুড়ে

মিডল্যান্ড ব্যাংক পিএলসি. এর সাথে শিপ ইন্টারন্যাশনাল হসপিটাল লি. এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

মিডল্যান্ড ব্যাংক পিএলসি. এর সাথে শিপ ইন্টারন্যাশনাল হসপিটাল লি. এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

টঙ্গীর ইজতেমা ময়দানে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার

টঙ্গীর ইজতেমা ময়দানে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার

ভারত গেল জাতীয় ইয়ুথ ও জুনিয়র হ্যান্ডবল দল

ভারত গেল জাতীয় ইয়ুথ ও জুনিয়র হ্যান্ডবল দল