তারুণ্যের উৎসবকে সামনে রেখে ফেডারেশনগুলোর নানা আয়োজন
১৫ জানুয়ারি ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫, ১২:০৪ এএম
‘এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যপী তারুণ্যের উৎসব পালনের উদ্যোগ গ্রহণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তারই ধারাবাহিকতায় এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজিত হচ্ছে নতুন আঙ্গিকে, যার মূলমন্ত্রই হচ্ছে তারুণ্যের উৎসব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এজন্য বেশ কিছু উদ্যোগও গ্রহণ করেছে।
ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন ফেডারেশনগুলো তারুণ্যের উৎসব পালনের নানা কর্মসূচি হাতে নিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন, বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশন, বাংলাদেশ কাবাডি ফেডারেশন, বাংলাদশে ব্যাডমিন্টন ফেডারেশন, বাংলাদেশ হকি ফেডারেশন, বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন, বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন, বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন, বাংলাদেশ সুইমিং ফেডারেশন, বাংলাদেশ আর্চারি ফেডারেশন, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা।
হ্যান্ডবল :
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর বলেছেন তারুণ্যের উৎসব পালনের উদ্দেশ্যে ফেডারেশনের পক্ষ থেকে বয়সভিত্তিক প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যদিও পুরো বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।
কোহিনুর বলেন, ‘আমরা ইতোমধ্যে এ বিষয়ে একটি পরিকল্পনা জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) প্রেরণ করেছি। এনএসসি সেটা অনুমোদন দিলে যত দ্রুত সম্ভব আমরা প্রতিযোগিতা আয়োজন করবো।’
এ ধরনের উৎসব অবশ্যই বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পদক মনে করেন। তবে এজন্য এর ধারাবাহিকতা বজায় রাখা জরুরী।
কাবাডি :
বাংলাদেশ কাবাডি ফেডারেশন (বিকেএফ) দেশব্যপী বৃহৎ পরিসরে অনুর্ধ্ব-১৮ বয়সভিত্তিক গ্রুপে ছেলে ও মেয়ে উভয় বিভাগে কাবাডি প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। যা চলবে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রাথমিক ভাবে ২০-২৩ জানুয়ারি উপজেলা পর্যায়ে, ২৫-২৯ জানুয়ারি জেলা পর্যায়ে, ৩-৮ ফেব্রুয়ারি বিভাগীয় পর্যায়ে এবং সবশেষে ১২-১৮ ফেব্রুয়ারি জাতীয় পর্যায়ে ঢাকায় এই টুর্নামেন্ট আয়োজিত হবে।
বিকেএফ’র সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ এ সম্পর্কে বাসস’কে জানান নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের এই ধরনের পদক্ষেপ অবশ্যই প্রশংসার দাবীদার। এই ধরনের আয়োজনের মাধ্যমে অনেক ফেডারেশনই উপকৃত হবে। এর মাধ্যমে অনকে নতুন খেলোয়াড় বেরিয়ে আসবে। বিশেষ করে কাবাডির ক্ষেত্রে তৃণমূল পর্যায়ে থেকে অনেক খেলোয়াড় উঠে আসবে।
সোহাগ আরো জানান তারুণ্যের উৎসবকে যথাযথ সেরা উপায়ে তারা পালন করতে চায়। কারন এই ধরনের টুর্ণামেন্ট প্রতিভা অন্বেষনের একটি ভাল পথ তৈরী করে দেয়।
টুর্নামেন্ট শেষে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে দীর্ঘমেয়াদী প্রশিক্ষনের পরিকল্পনা ফেডারেশনের রয়েছে।
এ্যাথলেটিক্স :
বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনও দেশব্যপী এই উৎসব পালনের উদ্যোগ গ্রহণ করেছে। আন্ত:জেলা ও আন্ত: বিভাগীয়- দুই পর্যায়ে প্রতিযোগিতার আয়োজন করা হবে। আগামী ১৫-২৮ জানুয়ারি ৬৪ জেলা নিয়ে আটটি বিভাগীয় শহরে আন্তঃজেলা এ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এরপর দ্বিতীয় পর্বে আগামী ৭ ফেব্রুয়ারি ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আট বিভাগ নিয়ে আন্তঃবিভাগীয় এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় প্রতিযোগীরা অংশ নিবে।
ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম বলেছেন তরুনদের মধ্যে এই ধরনের উৎসব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখবে। এটা বর্তমান সরকারের একটি অসাধারণ উদ্যোগ।
আর্চারি :
বাংলাদেশ আর্চারি ফেডারেশন ১৫ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশজুড়ে তারুণ্যের উৎসব পালন করবে। ফেডারেশনের পরিকল্পনার মধ্যে রয়েছে র্যালি, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, শীতকালীন পিঠাপুলি উৎসব, দিনব্যাপী প্রদর্শনী, উন্মুক্ত আর্চারি প্রতিযোগিতা ও স্থানীয় সাংষ্কৃতিক প্রতিযোগিতা।
হকি :
বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্ণেল রিয়াজুল হাসান (অব.) জানিয়েছেন তাদের পরিকল্পনার মধ্যে রয়েছে ফাইভ-এ-সাইড হকি প্রতিযোগিতা। যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।
স্কোয়াশ :
বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন তারুন্যের উৎসবকে সামনে রেখে ওয়ার্কশপ, নারী লিগ ও কোচিং প্রগাম আয়োজনের উদ্যোগ নিয়েছে।
ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনালের জিএম কামরুল ইসলাম (অব:) জানিয়েছেন এলক্ষ্যে তারা দু’দিনের ওয়ার্কশপ আয়োজন করবে। যেখানে বিভন্ন বয়সী ছেলে ও মেয়েরা অংশ নিতে পারবে। এছাড়া ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নারী লিগ আয়োজিত হবে। পাকিস্তানী কোচের অধীনে বর্তমানে চলমান রয়েছে কোচিং কোর্স।
ব্যাডমিন্টন :
বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনর সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন জানিয়েছেন ছেলে ও মেয়েদের বিভাগে পল্টনস্থ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে আগামী ১০-১২ ফেব্রুয়ারি অনুর্ধ্ব-১৯ ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সাধারণ সম্পাদক জানান এই ধরনের উৎসবের মধ্য দিয়ে প্রতিটি ফেডারেশন তৃণমূল পর্যায় থেকে বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড় বাছাই করার সুযোগ পাবে।
ভারোত্তোলন :
বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক উইং কমান্ডার (অব.) মহিউদ্দিন আহমেদ বলেছেন, অনুর্ধ্ব-১৭ বয়সী ছেলে ও মেয়েদের জন্য আগামী ১৮-১৯ ফেব্রুয়ারি ভারোত্তোলন জিমন্যেসিয়ামে প্রতিযোগিতা আয়োজিত হবে।
এই ধরনের উদ্যোগের জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়ে সাধারণ সম্পাদক বলেন আমাদের হাতে বেশ কিছু খেলোয়াড় বাছাইয়ের সুযোগ হবে, যার মাধ্যমে কার্যত ফেডারেশনই উপকৃত হবে।
সাইক্লিং :
বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাহেরুল আলম চৌধুরী স্বপন জানিয়েছেন ফেডারেশনের পক্ষ থেকে দিনব্যাপী সিনিয়র ও জুনিয়র সাইক্লিং প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ছেলে ও মেয়ে উভয় বিভাগে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় রাজধানী হাতিরঝিল অথবা ৩০০ ফিটে আয়োজনের সম্ভাবনা রয়েছে।
তিনি জানিয়েছেন এই ধরনের উদ্যোগ আরো অনেক আগেই নেয়া উচিৎ ছিল। কারন এর মাধ্যমে তরুণদের জন্য একটি পথ উন্মুক্ত হয়। তাদেরকে এখনই ক্রীড়ার প্রতি উৎসাহিত করা গেলে ভবিষ্যতে সমাজে আরো নানা ধরনের সমস্যা দেখা দিবে।
সাঁতার :
বাংলাদেশ সুইমিং ফেডারেশন আগামী ১০-১২ ফেব্রুয়ারি মিরপুরস্থ সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে ওয়াটার পোলো ও ডাইভিং প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে।
এ সম্পর্কে ফেডারেশনের সাধারণ সম্পাদক সেলিম মিয়া বলেন তরুন সমাজকে উৎসাহিত করতে এই ধরনের উৎসব সহায়ক ভূমিকা রাখবে।
বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা :
মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফিরোজা করিম নেলি জানিয়েছেন আগামী মাসে সংস্থার পক্ষ থেকে বাস্কেটবল, ক্রিকেট, আন্ত:জেলা কাবাডি ও ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হবে।
নেলি আরো জানান তারুণ্যের উৎসব পালনের লক্ষ্যে র্যালি, পোস্টার ও ব্যানার, লিফলেট বিতরনের মত নানা কর্মসূচী তারা হাতে নিয়েছে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্যাংকিং সেবা খাতে এখনো ভারতীয় আধিপত্য
পরিষ্কার বার্তা চায় জনগণ
অবশেষে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ
কারাগারে এস কে সুর
‘গ্রিনল্যান্ডকে সামরিক এলাকা বানাতে চান ট্রাম্প’
ছাত্রলীগ নেত্রী নিশি দুই দিনের রিমান্ডে
অভি খালাস! তাহলে খুনী কে?
জল্পনা উড়াল চীনা সংস্থা টিকটক কিনছেন না মাস্ক
ধামরাইয়ে খাদ্যদ্রব্য তৈরির কারখানায় ফের আবার ডাকাতির চেষ্টা
রাজউক জোনাল অফিস স্থানান্তর আদেশের প্রতিবাদে মানববন্ধন
দ্বিতীয় দিনের মতো অনশনে অব্যাহতি পাওয়া এসআইরা
বন্ধ বেক্সিমকো খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন
আধুনিক ডেটা ওয়্যারহাউজ স্থাপন করবে বিবিএস
পরিবারসহ জ্যাকব ও ছেলেসহ সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রিন্স মামুনের বিরুদ্ধে চার্জগঠন শুনানির নতুন তারিখ
সামাজিক ও আচরণ পরিবর্তনের বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির আহ্বান ইউজিসি’র
চুক্তিতে নিয়োগের দৌড়ে নওফেলের জালাল উদ্দিন চৌধুরী
পুলিশের চাকরি হারিয়ে ছিনতাইয়ে নামেন হাকিম
ভোটার তালিকা হালনাগাদে সহায়তা করবে ইউএনডিপি
সাকরাইনে মেতেছে পুরান ঢাকা