ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৬
২৭ মার্চ ২০২৫, ০৫:০৩ পিএম | আপডেট: ২৭ মার্চ ২০২৫, ০৫:১২ পিএম

পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূলহোতাসহ ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে। সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র্যাব-৩ এর একটি দল দেশের বিভিন্ন গন্তব্যের ৩১৪টি সিটের ৮২টি টিকিট ও বিপুল পরিমাণ মোবাইল সিমসহ তাদের গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে র্যাব-৩ শাহজাহানপুর ঝিলপাড় সদর ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-৩ এর উপঅধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এসব কথা বলেন। মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের জনসাধারণ ট্রেনে ভ্রমণ করে থাকে। কিন্তু কিছু দুষ্কৃতকারী ও টিকিট কালোবাজারি চক্রের কারণে সাধারণ মানুষ স্বস্তিকরভাবে টিকিট পেতে পারে না। অনলাইনে টিকিট পাওয়া না গেলেও কালোবাজারে অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রি হতে দেখা যায়।
তিনি বলেন, টিকিট কালোবাজারিরা বিভিন্ন কৌশলে ট্রেনের টিকিট অগ্রিম সংগ্রহ করে অবৈধভাবে মজুদ করে রাখে এবং পরবর্তীতে সাধারণ যাত্রীদের কাছে ২-৩ গুণ বেশি দামে বিক্রি করে। র্যাব-৩ জানায়, বিভিন্ন সময়ে গ্রেপ্তার সদস্যদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, গোয়েন্দা নজরদারি বাড়িয়ে টিকিট কালোবাজারি চক্রের বিরুদ্ধে অভিযান চালানো হয়। বুধবার (২৬ মার্চ) দিবাগত রাতে রাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে চক্রের সদস্য রিয়াজুল ইসলামকে (২৯) গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যমতে, ২৭ মার্চ ভোরে র্যাব-১১ এর সহায়তায় চক্রের মূলহোতা সেলিমকে (৫৩) রাজধানীর ডেমরা থানার ডগাইর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এরপর সেলিমের তথ্যের ভিত্তিতে রকমলাপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে আরও ৪ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৮২টি ট্রেনের টিকিট, ৯৫টি মোবাইল সিম, ১০টি মোবাইল ফোন, ১টি এনআইডি, ১টি ঘড়ি, ৪টি এটিএম কার্ড, ১টি সিপিইউ উদ্ধার করা হয়। র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে অনলাইনে সস্তায় টিকিট কিনে সাধারণ যাত্রীদের কাছে গোপনে এবং অতিরিক্ত মূল্যে বিক্রি করত। তারা ট্রেন ছাড়ার ৩/৪ ঘণ্টা আগে থেকে টিকিট বিক্রির তৎপরতা শুরু করত, এবং ট্রেন ছাড়ার সময় যত ঘনাতো, টিকিটের দাম তত বৃদ্ধি পেত।
গ্রেপ্তার রিয়াজুল ইসলাম জানান, তিনি এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন এবং কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে ভালো অভিজ্ঞতা রয়েছে। তিনি সেলিমের প্ররোচনায় অবৈধ টিকিট কালোবাজারির সঙ্গে যুক্ত হন। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন

রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়ালো বার্সা

নোয়াখালীর বিপণী-বিতানগুলোতে উপচে পড়া ভিড় হলেও মারাত্মক ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের

কোচ ছাঁটাই করল লাইপজিগ

কলাপাড়ায় ঈদের চাঁদ উৎসব

পেকুয়ায় জামায়াতের শিক্ষা বৈঠকে রাষ্ট্র গঠনে ঐক্যের আহ্বান

আওয়ামী লীগ যে হত্যাযজ্ঞ চালিয়েছে তার কোনো ক্ষমা নেই: খোকন

যেভাবে একটি অন্যায়ের সম্মিলিত প্রতিবাদ হলো

শীর্ষ সন্ত্রাসী পলাশসহ তার বাহিনীর ১০ জন গ্রেফতার, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

শেষ মুর্হুতের কেনাকাটায় সিলেট নগরীর রাজপথ থেকে শপিংমলে ক্রেতারা

জাতীয় ঈদগাহে আসবেন না প্রেসিডেন্ট, ঈদের নামাজ পড়বেন বঙ্গভবনে

৩৯২টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে সিলেট মহানগরীতে, প্রধান জামাত শাহী ঈদগাহ ময়দানে

শহীদ মীর মুগ্ধের বাসায় জামায়াত আমীর

ডিএসই, সিএসই এবং পিএসএক্স’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সিলেটে চা বাগানের ভেতরে ৩ ট্রাক ভর্তি ৪৬৭ বস্তা ভারতীয় চিনি রেখে পালালো চালক

অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করা হচ্ছে: রিজভী

অসৎ ব্যবসার অহংকার সিলেটের হরিপুরের সেই "বুঙ্গার বাজার" গুড়িয়ে দিয়েছে যৌথবাহিনী

লন্ডনে ঈদের নামাজ আদায় করলেন তারেক রহমান

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ-র নিরাপত্তায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দেশী বন্দুক উদ্ধার

আমরা বিতর্কের ঊর্ধ্বে থাকতে চাই : ধর্ম উপদেষ্টা